Suvendu Adhikari: ‘কী করে খ্যাদাতে হয় জানি’, সভা করার অনুমতি না পেয়েই রেগে গেলেন শুভেন্দু

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 19, 2023 | 6:50 PM

Khejuri: গত ১০ অগস্ট গ্রাম পঞ্চায়েতের প্রথম ধাপের বোর্ড গঠন ছিল। সেই সময় খেজুরীর ২৮টি আসনের মধ্যে ১৬টি আসন দখল করে বিজেপি ও ১২টি আসন দখল করে তৃণমূল।

Suvendu Adhikari: কী করে খ্যাদাতে হয় জানি, সভা করার অনুমতি না পেয়েই রেগে গেলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের খেজুরীতে পুলিশের বাধার মুখে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা করা নিয়ে পুলিশের সঙ্গে বিরোধী দলনেতার বচসা বাধে। সভার অনুমতি দেয়নি পুলিশ। কিন্তু খেজুরীতেই সভা করার হুঙ্কার শুভেন্দুর। সোমবার আদালতে যাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা।

গত ১০ অগস্ট গ্রাম পঞ্চায়েতের প্রথম ধাপের বোর্ড গঠন ছিল। সেই সময় খেজুরীর ২৮টি আসনের মধ্যে ১৬টি আসন দখল করে বিজেপি ও ১২টি আসন দখল করে তৃণমূল। ওই বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূলের ও বিজেপি দু’পক্ষের মধ্যে বচসা হয়। তারপর তা হাতাহাতিতে পৌঁছয়। বিজেপির দাবি, ওই দিনের ঘটনায় বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের দ্বারা।

আহত এই বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে একটি সভা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু মেলেনি পুলিশি অনুমতি। পাল্টা পুলিশের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে সমগ্র এলাকায়। সেই জন্যই বিরোধী দলনেতা শ্যামপুর মোড়ে আসেন। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন যে আগামী সোমবার তিনি কোর্টে যাবেন।

শুভেন্দু বলেন, “আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায় এরা। আগামী শনিবার আসব। সোমবার কোর্টে যাব। আলিপুরবাজারেই আমি সভা করব। এদের কী করে খ্যাদাতে হয় আমি জানি।”

Next Article