নিমতৌড়ি: বিজেপির কর্মসূচির অনুমতি নিয়ে জটিলতা তৈরি হল পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে। নিমতৌড়ি নিমতৌড়ি স্মৃতিসৌধে বিজেপির কর্মসূচি বন্ধের আবেদন। ব্যক্তিগত কর্মসূচির কথা বলে রাজনৈতিক কর্মসূচির জন্য মঞ্চ বাঁধার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগও দায়ের হয়েছে।
জানা গিয়েছে, সোমবার নিমতৌড়ি স্মৃতিসৌধে কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে। দুই সাংগঠনিক জেলার নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকার কথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। আর এখানেই স্মৃতি সৌধ পরিচালনা কমিটির আপত্তি। অভিযোগ দেবকমল দাস নামের এক ব্যক্তির নামে বুকিং করা হয় এই স্মৃতি সৌধ। তার পর রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি শুরু হতেই আপত্তি জানান পরিচালনা কমিটির সম্পাদক ও তৃণমূল নেতা সোমনাথ বেরা। তমলুক মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সম্পাদক।
রবিবার অভিযোগ জমা দিয়ে তিনি টিভি৯ বাংলাকে বলেছেন, “বিজেপির রাজনৈতিক কর্মসূচি সংস্থা অনুমোদন করেনি। তাই ২১আগস্ট বিজেপি যাতে রাজনৈতিক কর্মসূচি না করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছি। আমাদের ব্যক্তিগত কর্মসূচি বলে বুকিং নিয়ে রাজনৈতিক কর্মসূচি করার বিরোধী। ওনারা আমাদের জানাননি কেন?”
যদিও এ ব্যাপারে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের এক কর্মসূচিতে তিনি বলেন, “৭ দিন আগে অনুমতি দিয়েছে। প্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। এখন ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিক, আমরা প্যান্ডেল সরিয়ে নেব। তৃণমূলের কথায় এ ভাবে সভা করতে দেব না বললে তো হবে না।”
সূত্রের খবর, ২১,আগস্ট দলীয় জেলা পরিষদ সদস্যদের সংবর্ধনা জানাতে অভ্যন্তরীণ সভার জন্য স্মৃতিসৌধের মাঠ ব্যক্তিগত নামে বুকিং করেছিল বিজেপি। সব মিলিয়ে আগামীকালের কর্মসূচি ঘিরে জটিলতা সৃষ্টি হল।