Nepal Mahato: ব্যালট ফেলা নিয়ে নেপাল মাহাতোর অডিয়ো ভাইরাল, অভিযোগ ওড়ালেন বর্ষীয়ান কং-নেতা

Anirban Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Jul 23, 2023 | 10:16 PM

Purulia: নেপাল মাহাতো জানান, অডিয়োয় একটি জায়গার কথাও তো বলা হয়েছে। যেখানে ব্যালটগুলি ফেলার কথা বলা হয়। কিন্তু বাস্তবে কি সেই জায়গা থেকে ব্যালট পাওয়া গিয়েছে? তা তো হয়নি।

Nepal Mahato: ব্যালট ফেলা নিয়ে নেপাল মাহাতোর অডিয়ো ভাইরাল, অভিযোগ ওড়ালেন বর্ষীয়ান কং-নেতা
কংগ্রেস নেতা নেপাল মাহাতো।
Image Credit source: Facebook

Follow Us

পুরুলিয়া: ভোট মিটলেও গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে ব্যালট উদ্ধারের খবর এসেছে। যা ঘিরে বিরোধীরা সরব। যদিও শাসকদলের পাল্টা দাবি, বিরোধীরা পায়ের নীচে মাটি না পেয়ে এসব চক্রান্ত করছে। আদালত পর্যন্ত গড়িয়েছে এই ঘটনা। এরইমধ্যে পুরুলিয়ার বাঘমুণ্ডির প্রাক্তন বিধায়ক এবং জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতোর একটি অডিয়োর অভিযোগ ঘিরে জোর তরজা। ভাইরাল সেই অডিয়োর সত্যতা টিভি নাইন বাংলা যাচাই করেনি। তবে সেই ভিডিয়োয় বলতে একজনকে বলতে শোনা গিয়েছে, “এখন একটা বুদ্ধি করতে হবে। কিছু ব্যালটকে বাইরে ফেলতে হবে অড জায়গায়। একটা লোক রাখবে। ও এসে বলবে ব্যালট পড়ে আছে বলে হইচই করবে। খবর হলেই সকলে দৌড়ে যাবে। ছবি উঠবে। তাহলেই হবে।” অভিযোগ, যিনি এই কথাগুলি বলেছেন তিনি নেপাল মাহাতো। তবে নেপাল মাহাতোর দাবি, এই অডিয়ো এডিটেড। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি বক্তব্য ছড়ানো হচ্ছে। যেখানে ব্যালট ফেলার কথা বলা হয়েছে সেখানে তেমন কিছু হয়নি। নেপালবাবু বলেন, তৃণমূলের তরফ থেকে সমানে চেষ্টা করছে ঝালদা পৌরসভাকে নিজেদের দখলে নিয়ে আসার। তাতে সমর্থ না হয়েই এইভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।

নেপাল মাহাতো জানান, অডিয়োয় একটি জায়গার কথাও তো বলা হয়েছে। যেখানে ব্যালটগুলি ফেলার কথা বলা হয়। কিন্তু বাস্তবে কি সেই জায়গা থেকে ব্যালট পাওয়া গিয়েছে? তা তো হয়নি। বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ব্যালট নিয়ে ফোন করেছেন। অনেক কথাই হয়েছে। কী করতে হবে বা কী সেসব বলতেও হয়েছে। কেউ সেগুলিকেই এডিট করে কিছু করে থাকতে পারে। নেপাল মাহাতো বলছেন, এটা একেবারেই শাসকদলের চক্রান্ত। অনিয়ম, ভোটের হিংসাকে চাপা দিতে তারা এ পথ নিয়েছে।

নেপালবাবু বলেন, তৃণমূলের তরফ থেকে সমানে চেষ্টা করছে ঝালদা পুরসভাকে নিজেদের দখলে নিয়ে আসার। তাতে সমর্থ না হয়েই এইভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও পাল্টা তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “অডিয়োতে স্পষ্ট যে নেপাল মাহাতো তাঁর দলীয় কোনও নেতাকেই ব্যালট ফেলে বিষয়টা নিয়ে হাওয়া গরম করার কথা বলেছেন। এর তদন্তের প্রয়োজন।”

Next Article