পুরুলিয়া: মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে চার ছেলেমেয়ে-স্ত্রীকে বেধড়ক পিটিয়েছিলেন। মদ্যপ বাবার প্রহারে আগেই মৃত্যু হয়েছিল সাত বছরের মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তিন বছরের ছেলের। সোমবার সকালে ঝাড়খণ্ডের রাঁচির একটি হাসপাতালে লড়াই শেষ হয় তার। মৃত শিশুপুত্রের নাম জয়দেব মাহাতো। বছর তিনেক বয়স তার। পুরুলিয়ার টামনায় মর্মান্তিক ঘটনা।
ঘটনাটি শুক্রবারের। পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের বাসিন্দা প্রভাস মাহাতো পেশায় দিনমজুর। শুক্রবার রাত নটা নাগাদ প্রভাস মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকলে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, আচমকাই একটা চ্যালা কাঠ নিয়ে তিন শিশু কন্যা ও তিন বছরের ছেলেকে বেধড়ক মারধর করা শুরু করেন। স্ত্রী যতক্ষণে বাইরে বেরিয়ে চিৎকার করে গ্রামের মানুষ জড়ো করেন, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেক। রক্তাক্ত অবস্থায় শিশুদের উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবারই হাসপাতালে মধুমিতা মাহাতো নামে এক শিশুকন্যার মৃত্যু হয়। রবিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় ছেলের।
ঘটনার পর থেকেই ফেরার প্রভাস। তার খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বাকি দুই সন্তান গুরুতর আশঙ্কজনক অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রভাসের ভাই বলেন, “মদ্যপ অবস্থায় প্রায়ই ঝামেলা করত তার দাদা। মারধরও করতো। তবে এতবড় কাণ্ড করে বসবে তা ভাবতে পারিনি।”