Purulia Murder: তিন সন্তানকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, অবশেষে গ্রেফতার বাবা

Anirban Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 27, 2023 | 11:50 AM

Purulia Murder: পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের বাসিন্দা প্রভাস মাহাতো পেশায় দিনমজুর। মদ্যপ অবস্থায় নিত্যদিন তাঁর সঙ্গে বচসা হত তাঁর স্ত্রী-র সঙ্গে। গত শুক্রবার রাত্রিবেলাও একই ঘটনা ঘটে। অভিযোগ, ঘর থেকে চ্যালা কাঠ নিয়ে স্ত্রীকেই প্রথমে মারধর শুরু করেছিলেন প্রভাস।

Purulia Murder: তিন সন্তানকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, অবশেষে গ্রেফতার বাবা
প্রভাস মাহাতো, অভিযুক্ত বাবা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পুরুলিয়া: মদ্যপ অবস্থায় চার সন্তানকে মেঝেতে ফেলে বেধড়ক পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। ঘটনার চার-পাঁচদিন পর অবশেষে গ্রেফতার অভিযুক্ত বাবা প্রভাস মাহাতো। বুধবার পুরুলিয়া জেলা পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তোলা হবে আদালতে।

উল্লেখ্য,খুনের ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না প্রভাসের। ঘটনার দিন রাত থেকেই পলাতক ছিল অভিযুক্ত। তাঁর নাগাল পেতে পুরুলিয়ার পাশাপাশি বিহারেও খোঁজ চালিয়েছিল পুলিশ। শেষমেশ পুরুলিয়া থেকেই গ্রেফতার হলেন অভিযুক্ত বাবা।

পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের বাসিন্দা প্রভাস মাহাতো পেশায় দিনমজুর। মদ্যপ অবস্থায় নিত্যদিন তাঁর সঙ্গে বচসা হত তাঁর স্ত্রী-র। গত শুক্রবার রাত্রিবেলাও একই ঘটনা ঘটে। অভিযোগ, ঘর থেকে চ্যালা কাঠ নিয়ে স্ত্রীকেই প্রথমে মারধর শুরু করেছিলেন প্রভাস। কোনওমতে ঘর থেকে বেরিয়ে প্রতিবেশীদের ডাকতে গিয়েছিলেন প্রভাসের স্ত্রী। অভিযোগ, সেই সময়ই চার সন্তানকে বেধড়ক পেটান প্রভাস।

সেই মারের জেরে প্রথমে তিন বছরের ছেলে, পরে এক কন্যা সন্তান ও রবিবার আর এক ছেলের মৃত্যু হয়। আর এক সন্তান বর্তমানে রাঁচির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। স্ত্রী শ্যামলা রয়েছেন সেখানেই। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত। গতকাল পুলিশ গ্রেফতার করে তাঁকে।

 

 

Next Article