Train passenger rescued: প্ল্যাটফর্ম আর স্টেশনের মাঝে আটকে যাত্রী, ছুটলেন RPF কনস্টেবল, তারপর…

Anirban Banerjee | Edited By: tannistha bhandari

Aug 19, 2023 | 11:20 AM

Train passenger rescued: হঠাৎই চোখে পড়ে, প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়া চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে নামার চেষ্টা করছেন ওই যাত্রী। ট্রেন থামার আগেই নামতে যান তিনি।

Train passenger rescued: প্ল্যাটফর্ম আর স্টেশনের মাঝে আটকে যাত্রী, ছুটলেন RPF কনস্টেবল, তারপর...
চলন্ত ট্রেন আর প্লাটফর্মের মাঝে আটকে যান যাত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: বলা যেতে পারে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। চলন্ত ট্রেন আর প্ল্যাটফর্মের  মাঝে পড়ে প্রায় ঘষতে ঘষতে যাচ্ছিলেন এক প্রৌঢ়। এক আরপিএফ কর্মীর চেষ্টায় কোনও ক্রমে উদ্ধার পান তিনি। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আদ্রা স্টেশনে। সামান্য চোট লেগেছে তাঁর। বড় বিপদ থেকে এভাবে উদ্ধার পেয়ে আরপিএফ-কে ধন্যবাদ জানিয়েছেন ওই প্রৌঢ়। কয়েক মুহূর্তের জন্য তিনি নিজেও ভেবেছিলেন আর হয়ত বাঁচবেন না। রেল স্টেশনের সিসিটিভি-তে ধরা পড়েছে সেই ছবি।

আদ্রা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে  প্রতিদিনের মতোই যাত্রীদের আনাগোনা ছিল এদিন। প্ল্যাটফর্মে  ঢুকছিল আসানসোল হলদিয়া এক্সপ্রেস ট্রেন। হঠাৎই চোখে পড়ে, প্ল্যাটফর্মে  থেকে ছেড়ে যাওয়া চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে নামার চেষ্টা করছেন ওই যাত্রী। ট্রেন থামার আগেই নামতে যান তিনি। আর সেই সময়েই একেবারে ট্রেনের নীচে চলে যাচ্ছিলেন তিনি।

প্ল্যাটফর্মে  থাকা অন্যান্য যাত্রীরা চীৎকার শুরু করলে কর্তব্যরত আরপিএফ কর্মীর নজরে আসে বিষয়টি। হেড কনস্টেবল অখিলেন্দ্র যাদব উপস্থিত ছিলেন স্টেশনে। তিনি দৌড়ে যান। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচানোর চেষ্টা করেন ওই যাত্রীকে। প্রৌঢ়ের হাত ধরে টানলে ট্রেন থেকে নেমে যান তিনি, কিন্তু পা দুটো ঝুলতে থাকে প্লাটফর্ম আর স্টেশনের মাঝে। এরপর তাঁকে টেনে তোলেন আরপিএফ কনস্টেবল।

আদ্রা স্টেশনেই ওই প্রৌঢ়ের প্রাথমিক চিকিৎসা করেন রেলের চিকিৎসকেরা। এরপর তাঁকে বাঁকুড়ার ট্রেনে চাপিয়ে দেওয়া হয়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে যাত্রীর নাম শম্ভু মাণ্ডী। তিনি বাঁকুড়া জেলার সালতোড়া থানার দীঘিত এলাকার বাসিন্দা। রেল সূত্রে খবর, এই কাজের জন্য আরপিএফ-এর হেড কন্সটেবল অখিলেন্দ্র যাদবকে পুরস্কৃত করা হবে।

Next Article