পুরুলিয়া: সকাল থেকেই আকাশ মেঘলা। গত দুই দিনে বেশ ভাল বৃষ্টিও হয়ে গিয়েছিল। আজও খুব বেশি চড়া রোদ্দুর ছিল না। দুই কিশোর নদীর পাড়ে গিয়েছিল। মাছরাঙা (Kingfisher) পাখি ধরতে। আর সেটাই কাল হল। নদীর পাড় ধসে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই কিশোরের। পাখি ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) আড়ষা থানার অন্তর্গত ফুসড়াটাঁড় এলাকায়। মৃত দুই কিশোরের নাম মহেশ্বর হেমব্রম (১৪) এবং সনৎ বাস্কে (১০)। আজ দুপুরে হঠাৎ এই অঘটনের পর স্থানীয় মানুষজনই ওই দুই কিশোরকে উদ্ধার করেন। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু ততক্ষণে দুই কিশোরের মৃত্যু হয়েছিল।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, চার বন্ধু মিলে নদীর পাড়ে মাছরাঙা ধরতে গিয়েছিল। আজ সেভাবে বৃষ্টি না হলেও মঙ্গলবার ও বুধবারের বৃষ্টির ফলে নদীর পাড়ের বালি মাটি নরম হয়ে গিয়েছিল। ভিজে ঝুরঝুরে ওই মাটির উপর দিয়েই যাচ্ছিল তারা। পাখি ধরার তোড়জোড় চলছিল। সেই সময়েই হঠাৎ, নরম মাটি ধসে যায়। আর মাটিতে চাপা পড়ে যায় মহেশ্বর ও সনৎ। বাকি দুই বন্ধু তড়িঘড়ি সাহায্যের জন্য আশপাশের লোকজনকে ডেকে আনে। সকলে মিলে ওই দুই কিশোরকে উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পুরুলিয়া মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক ওই দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ওই দুই কিশোরের আচমকা এই মর্মান্তিক পরিণতিতে পরিবারের লোকজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। কীভাবে এই ঘটনা ঘটল, তা বুঝেই উঠতে পারছেন না পরিবারের লোকেরা। পাড়া-প্রতিবেশীরাও মেনে নিতে পারছেন না দুই বন্ধুর এই অকালে মৃত্যু। সামান্য পাখি ধরার নেশায় যে দু’জনের এমন পরিণতি হবে, তা ভাবতেই পারছেন না এলাকাবাসীরা।