Ration: আঙুলের ছাপ নিলেও খালি হাতে ফেরাচ্ছে রেশন ডিলার, ব্লক অফিসে বিক্ষোভ মহিলাদের

Anirban Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Jul 25, 2023 | 6:02 AM

Purulia: স্থানীয় বাসিন্দা মামনি মাজির কথায়, বায়োমেট্রিকের যা যা কাজ সেগুলি করিয়ে নিচ্ছে, টোকেনও দিচ্ছে। অথচ যখন জিনিস দেওয়ার সময় হচ্ছে, খালি হাতেই ফিরতে হচ্ছে।

Ration: আঙুলের ছাপ নিলেও খালি হাতে ফেরাচ্ছে রেশন ডিলার, ব্লক অফিসে বিক্ষোভ মহিলাদের
প্রতিবাদে মহিলারা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: প্রাপ্য রেশনটুকুও না পাওয়ার অভিযোগ উঠল মানবাজারে। সোমবার মানবাজার-১ ব্লক অফিসের সামনে বিক্ষোভও দেখান ব্লকের আওতাধীন একাধির গ্রামের মহিলারা। মানবাজার ১ ব্লকের ধানাড়া অঞ্চলের কেলারডি, পড়্যাশ্যা, পিড়রগড়িয়া, ধগড়া গ্রামের মহিলারা এদিন পথে নামে। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে না। অথচ এ নিয়ে বারবার অভিযোগ জানালেও প্রশাসনিক কারও কোনও হেলদোলও নেই।

স্থানীয় বাসিন্দা মামনি মাজির কথায়, বায়োমেট্রিকের যা যা কাজ সেগুলি করিয়ে নিচ্ছে, টোকেনও দিচ্ছে। অথচ যখন জিনিস দেওয়ার সময় হচ্ছে, খালি হাতেই ফিরতে হচ্ছে। দিনের পর দিন এক ঘটনা। অথচ ব্লক আধিকারিককে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। তাই এবার ময়দানে নামলেন।

ছায়া সিং সর্দারও এদিনের বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন। তিনি বলেন, রেশনটা প্রাপ্য। অথচ রেশন ডিলার রোজই ফিরিয়ে দিচ্ছেন। গরিব মানুষকে এটুকুও যদি না দেয়, তাহলে আর এমন ডিলার রেখে লাভ কী? প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় ধরে এদিন বিক্ষোভ দেখান তাঁরা।

মানবাজার-১ ব্লকের খাদ্য নিয়ামক আধিকারিক সুদীপকুমার করণ জানান, রেশন মজুত সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। তা সমাধানের চেষ্টায় রেশন ডিলারদের ডেকে পাঠানোও হয়েছে। অন্যদিকে রেশন ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সদস্য দেবাশিস কর্মকার বলেন, যান্ত্রিক কারণে সমস্যা হচ্ছে। অনেক সময়েই যন্ত্র সঠিকভাবে কাজ না করার কারণে এগুলি হচ্ছে। সমস্যা সমাধানের আশ্বাস শোনা গিয়েছে তাঁর গলাতেও।

Next Article