Panchayat Election 2023 Result: কুড়মি আন্দোলনের রং জঙ্গলমহলে, কুড়মি সমর্থিত নির্দলদের জয়ের তালিকা দীর্ঘ হচ্ছে

Anirban Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Jul 11, 2023 | 9:05 PM

Panchayat Election 2023 Result: পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও দুধকুণ্ডি গ্রামপঞ্চায়েতে কুড়মিসমর্থিত নির্দলদের জয় হয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৪৭ আসনে জয়লাভ কুড়মি সমর্থিত নির্দলদের।

Panchayat Election 2023 Result: কুড়মি আন্দোলনের রং জঙ্গলমহলে, কুড়মি সমর্থিত নির্দলদের জয়ের তালিকা দীর্ঘ হচ্ছে
জয়ের উচ্ছ্বাস।
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের আগে যে সমস্ত ইস্য়ু ফ্যাক্টর হয়ে উঠেছে তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম কুড়মি আন্দোলন। ভোটের বাক্সে এই আন্দোলনের ঝাঁঝ কতটা পড়বে, তা নিয়ে একটা আশঙ্কা শাসকদলের ছিলই। কারণ, বিস্তীর্ণ জঙ্গলমহলে এই কুড়মি-ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভোটের গণনা শুরু হতেই আশঙ্কা ক্রমাগত সত্যি হতে শুরু করে। কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীদের জয়ের তালিকা ক্রমেই বাড়ছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে জঙ্গলমহলে দাগ কেটেছে কুড়মি সমাজ। দুই পঞ্চায়েতে কুড়মি সমর্থিত নির্দল সংখ্যাগরিষ্ঠ বলেও জানা গিয়েছে।

পুরুলিয়ায় সংখ্যা গরিষ্ঠতা পেয়ে দু’টি গ্রামপঞ্চায়েত দখল করেছে আদিবাসী কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা। হলুদ আবির গায়ে মেখে বিজয় উৎসবে মাতেন তাঁরা। পুরুলিয়া ২ ব্লকের বেলমা গ্রামপঞ্চায়েত, আড়শা ব্লকের সিরকাবাঁধ গ্রামপঞ্চায়েত ও মানকিয়ারি গ্রামপঞ্চায়েতেও কুড়মি সমর্থিত নির্দলরা জেতেন বলে সূত্রের খবর। যদিও সরকারিভাবে কুড়মি সম্প্রদায়ের তরফে কোনও তথ্য এখনও দেওয়া হয়নি।

পুরুলিয়ার পাশাপাশি ঝাড়গ্রামেও দুধকুণ্ডি গ্রামপঞ্চায়েতে কুড়মিসমর্থিত নির্দলদের জয় হয়েছে। গ্রাম পঞ্চায়েতে ৪৭ আসনে জয়লাভ কুড়মি সমর্থিত নির্দলদের। এমনও শোনা যাচ্ছে, পুরুলিয়ায় কুড়মি অধ্যুষিত ১০ গ্রামপঞ্চায়েতে এগিয়ে কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীরা।

তফশিলি উপজাতি তকমার দাবিতে আন্দোলন কুড়মি সম্প্রদায়ের। কালচারাল রিসার্চ ইন্সটিটিউট বা সিআরআই-এর রিপোর্টে প্রয়োজনীয় অনুমোদন প্রয়োজন এর জন্য। কুড়মিদের দাবি, তাঁদের ধর্মক সারনাকে ধর্ম কোড দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবিকে সামনে রেখে কুড়মিদের একাংশ গত কয়েক মাস ধরে লাগাতার জঙ্গলমহলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ভোটের আগে এই আন্দোলন চরম আকার নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকানো থেকে মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়িতে ইট কিংবা দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ, রাস্তা অবরোধ, রেল রোকো অনেক কিছুই দেখেছে জঙ্গলমহল। এমনকী ভোটে ভেলকি দেখানোর হুঁশিয়ারিও দেন কুড়মিরা।  বলেছিলেন, প্রয়োজনে রাজনৈতিক দলকে বয়কট করে সমর্থন দেবেন নির্দলদের। এমনকী ভোট প্রচারে নিজেদের বাড়ির দেওয়াল পর্যন্ত ব্যবহার করতে দেননি তাঁরা। গণনার ট্রেন্ড বলছে সেই বিক্ষোভের রং ধরেছে জঙ্গলমহলের বুকে।

 

পঞ্চায়েত ভোটের সমস্ত খবরের LIVE UPDATE পেতে ক্লিক করুন এই লিঙ্কে

 

Next Article