বাসন্তী: কলেজের এক গার্ডকে শুধু প্রশ্ন করেছিলেন, তিনি কখন কলেজে ঢুকেছেন। আর এটাই নাকি ‘মহা অন্যায়’ হয়ে গিয়েছে কলেজের অধ্যক্ষের। প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই গার্ড। অধ্যক্ষের ঘরে ঢুকে, তাঁকে উদ্দেশ্য করে প্রচণ্ড দুর্ব্যবহার ও গালিগালাজ করেন বলে অভিযোগ। এমনকী অধ্যক্ষকে হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি। অপমানিত অধ্য়ক্ষ শেষে উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। থানায় অভিযোগ জানিয়েছেন কলেজের দুই কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে একজন ওই গার্ড এবং অপরজন কলেজেরই পিওন পদে কর্মরত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সুকান্ত কলেজে। বাসন্তী থানার পুলিশ ইতিমধ্যেই অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ঠিক কী ঘটেছিল, যার জন্য অধ্যক্ষকে নিজের কলেজেরই দুই কর্মীর বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ করতে হল? বিষয়টি নিয়ে সুকান্ত কলেজের অধ্যক্ষ ধ্রুবচরণ হোতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই দুই কলেজ কর্মীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অধ্যক্ষের বক্তব্য, কলেজের সময় বিকেল সাড়ে চারটে পর্যন্ত। কিন্তু কলেজের ওই গার্ড দুপুর সাড়ে তিনটের সময় অধ্যক্ষের ঘরে ঢোকেন, হাজিরা খাতায় সই করার জন্য। গার্ড সময়ের আগে বেরিয়ে যাচ্ছেন দেখে অধ্যক্ষ শুধু জানতে চেয়েছিলেন তিনি কখন কলেজে ঢুকেছেন। আর তখনই ওই গার্ড অধ্যক্ষকে অভব্য ভাষায় আক্রমণ করতে শুরু করেন বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্য়েই গার্ডের সঙ্গে যোগ দেন কলেজের এক পিওন এবং দু’জন মিলে অধ্যক্ষকে অপমানজনক কথাবার্তা বলতে শুরু করেন।
অধ্যক্ষ ধ্রুবচরণ হোতার দাবি, ওই দুইজন কর্মী এর আগেও অনেক সময়ে কলেজে দেরি করে ঢোকেন। বার বার তাঁদের বোঝানোর চেষ্টা করেছেন অধ্যক্ষ। কিন্তু কোনও কাজ হয়নি। উল্টে তাঁকেই অপমানিত হতে হয়েছে বার বার। অধ্যক্ষ যেদিন থেকে কলেজে যোগ দিয়েছেন, তখন থেকেই তাঁর সঙ্গে এই ধরনের আচরণ করা হচ্ছে বলে অভিযোগ। বলছেন, বিগত প্রায় ১৮ মাস ধরে ওই দুই কলেজ কর্মী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে চলেছে। শেষে গতকাল সবকিছুর সীমা ছাড়িয়ে যায় এবং দু’জনের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ জানান বাসন্তীর সুকান্ত কলেজের অধ্যক্ষ। এদিকে থানায় অভিযোগ জানানোর পর থেকে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আর কলেজে যেতে দেখা যায়নি।