কলকাতা: নতুন থানার যে প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা পুলিশ, তাতেই সিলমোহর দিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। ভাঙড় ও কাশীপুর থানা হয়ে যাবে কলকাতা পুলিশের অধীন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের তরফে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে কোন কোন নতুন থানাকে কলকাতা পুলিশের অন্তর্গত করা হচ্ছে, তার উল্লেখ রয়েছে। নতুন থানা তৈরির কাজও এগোচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এদিনই দুই থানা এলাকা পরিদর্শন করেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
কোথায় কোথায় নতুন থানা হতে পারে সে ব্যাপারে স্বরাষ্ট্র দফতরের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। ভাঙড়, কাশীপুর ও কলকাতা লেদার কমপ্লেক্স থানা ভেঙে মোট ৯টি থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। শুরু হচ্ছে সেই কাজ।
মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের তরফে সব সরকারি দফতরে ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বারুইপুর পুলিশ জেলাকেও বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। ভাঙড় ডিভিশনে মোট আটটি থানা হচ্ছে। অন্যদিকে পূর্ব ডিভিশনেই থাকবে কলকাতা লেদার কমপ্লেক্স থানা। ভাঙড় ও কাশীপুর জোনে দুটি আলাদা আলাদা ট্রাফিক গার্ডের নোটিফিকেশন দেওয়াও হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ভাঙড় ডিভিশনে রয়েছে মোট ৯টি থানা হচ্ছে- হাতিশালা পুলিশ স্টেশন, পোলেরহাট থানা, উত্তর কাশীপুর থানা, বিজয়গঞ্জ বাজার থানা, মাধবপুর থানা, চন্দনেশ্বর থানা, বদরা থানা, ভাঙড় থানা।