Panchayat Election 2023 Result: বোমা ফাটার বিকট শব্দ! গণনার দিন সাত সকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা

Shuvendu Halder | Edited By: tannistha bhandari

Jul 11, 2023 | 9:34 AM

Panchayat Election 2023 Result: ভোটের দিন সকাল থেকে একাধিক জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে। তবে বোমার শব্দে রীতিমতো আতঙ্ক ছড়ায় ডায়মন্ড হারবারে।

Panchayat Election 2023 Result: বোমা ফাটার বিকট শব্দ! গণনার দিন সাত সকালে মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা
পরপর পড়ল বোমা
Image Credit source: TV9 Bangla

Follow Us

ডায়মন্ড হারবার: দিনের আলো ভাল করে ফোটেনি তখনও। পরপর বোমা ফাটার শব্দে ঘুম ভেঙেছে এলাকার মানুষের। বহিরাগত দৃষ্কৃতীদের বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। গণনা শুরু হওয়ার আগে প্রবল বোমাবাজি হয় বলে অভিযোগ। দূর থেকেই ধোঁয়া দেখতে পান অনেকে। ফকিরচাঁদ কলেজে এদিন সকাল ৮ থেকে গণনা শুরু হওয়ার কথা ছিল। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা পৌঁছে গিয়েছিলেন কলেজের সামনে। সেই সময় কেউ বা কারা বোমাবাজি শুরু করে।

গণনা শুরু হলেও বিরোধী প্রার্থী এবং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। যত সময় যাচ্ছে পরিস্থিতি ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে ডায়মন্ড হারবারে। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নামলেও দুষ্কৃতীদের সামাল দিতে হিমশিম খেতে হয়। বিরোধীদের দাবি, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে রয়েছে আধা সামরিক বাহিনীও। কড়া নিরাপত্তা মোতায়েন থাকা সত্ত্বেও কী ভাবে এমন দুষ্কৃতী তাণ্ডব চলছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।

সিপিএম নেতা প্রতিকূর রহমান বলেন, “রাত থেকেই বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজের বাইরে দাঁড়িয়ে ছিল তৃণমূলের লোকজন। আমরা যখন ঢুকতে যাই, তখন বাধা দেওয়া হয়। নিরীহ, নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ করা হয়। পরপর বোমা ছোড়া হয়েছে, গুলিও চালানো হয়েছে।” বাম নেতারা রাস্তায় বলে বিক্ষোভ দেখাচ্ছেন।

Next Article