Mathurapur: মথুরাপুরে নির্দলকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি, ভয় কেবল সন্ত্রাসেরই

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 10, 2023 | 10:45 AM

Mathurapur: গত ২৭ জুলাই এই পঞ্চায়েতের বিরোধী চার প্রার্থীকে কলকাতার পঞ্চসায়র থেকে অপহরণের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

Mathurapur: মথুরাপুরে নির্দলকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে চলেছে বিজেপি, ভয় কেবল সন্ত্রাসেরই
মথুরাপুরে আজ বোর্ড গঠন
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: আজ, বুধবার বোর্ড গঠন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি ও সিপিএম সঙ্গে নির্দল প্রার্থীদের নিয়ে বোর্ড গড়তে চলেছে। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট বিরোধী প্রার্থীদের নিরাপত্তার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল।

গত ২৭ জুলাই এই পঞ্চায়েতের বিরোধী চার প্রার্থীকে কলকাতার পঞ্চসায়র থেকে অপহরণের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। যদিও পরে চাপে পড়ে তাঁদেরকে ফেরানো হলেও আতঙ্কে কখনও স্থানীয় অন্ধমুনিতলার বিজেপি প্রার্থী পুজা ছাটুইয়ের বাড়িতে, কখনও আবার আরেক প্রার্থী কমলা মণ্ডলের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এই পঞ্চায়েতের ১১ জন বিরোধী প্রার্থী।

এই মুহূর্তে স্থানীয় খোঁজখিদির গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে বিরোধী প্রার্থীরা। নিরাপত্তা দেওয়ার নির্দেশ আদালত দিলেও এখনও পুলিশের দেখা নেই। পুলিশ না এলে আতঙ্কিত প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের সাহায্য নিয়ে পঞ্চায়েতে বোর্ড গড়তে যাবেন বলে জানিয়েছেন। ১৫ আসনের এই পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল ৪টি আসন। বিজেপি ৬, সিপিএম ৩ ও সিপিএম সমর্থিত নির্দল ২ আসন পেয়েছিল।

বিজেপি কমলা মণ্ডলের বক্তব্য, “আতঙ্কে রয়েছে। পুলিশের কাছে গিয়েছিলাম। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু পুলিশ কোনও খোঁজখবরই করছে না। তবুও আমরা যাব অফিসে।”

একই বক্তব্য সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী নারায়ণ হালদারের। তিনি বলেন, “গত এক মাস ধরে ঘরবন্দি রয়েছে। পালিয়ে পালিয়ে বেরাচ্ছি। আর যারা সন্ত্রাস চালিয়েছিল ভোটের দিন, তারা মুক্ত ঘুরে বেরাচ্ছে।”

যদিও তৃণমূল নেতা সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদারের বক্তব্য, “কোনও সন্ত্রাস কোথাও হয়নি। বিরোধীরা মিথ্যা অভিযোগ করছে। আজ বোর্ড গঠন। সব ঠিকভাবে হবে।”

Next Article