Sundarban: একে নিম্নচাপ দোসর হল কোটাল, লাগাতার বৃষ্টিতে ভাসছে সুন্দরবন

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 02, 2023 | 12:29 PM

Sundarban: এ দিকে, জলস্তর বেড়ে যাওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের মহাকুমা শাসকের দফতর সহ সুন্দরবনের মথুরাপুর দু'নম্বর ও কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লক অফিসগুলোতে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

Sundarban: একে নিম্নচাপ দোসর হল কোটাল, লাগাতার বৃষ্টিতে ভাসছে সুন্দরবন
ভাসছে সুন্দরবন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সুন্দরবন: মঙ্গলবার বিকেল থেকেই টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। দফায়-দফায় বৃষ্টি চলছে। উপকূলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট তুলনামূলক বেশী। একদিকে খারাপ আবহাওয়া দোসর পূর্ণিমার কোটাল। যার জেরে জলস্তর বেড়ে গিয়েছে। উত্তাল হয়েছে জলস্তর।

এ দিকে, জলস্তর বেড়ে যাওয়ায় মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের মহাকুমা শাসকের দফতর সহ সুন্দরবনের মথুরাপুর দু’নম্বর ও কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথরপ্রতিমা ব্লক অফিসগুলোতে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা কন্ট্রোলরুমে উপস্থিত রয়েছেন। পরিস্থিতি বুঝে প্রয়োজনে কাকদ্বীপ মহকুমা এলাকার ফেরি সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেবে প্রশাসন। জোয়ারের সময় কোটলের জেরে নদী ও সমুদ্রের জলস্তর বাড়লে সাগর, নামখানা ও পাথরপ্রতিমা ব্লকের বেহাল একাধিক মাটির বাঁধ।

তবে সেচ দফতরের আধিকারিক থেকে কর্মীরা বেহাল বাঁধের উপর নজরদারি চালাচ্ছে। একের পর এক দুর্যোগের জেরে সুন্দরবনের সাগর, নামখানা ও পাথরপ্রতিমা এলাকার একাধিক মাটির বাঁধ বেহাল হয়ে পড়ায় মেরামতের কাজ চলছিল। নতুন করে দুর্যোগের জেরে বাঁধ তৈরির কাজ ব্যহত হবে বলে মনে করছে প্রশাসনের কর্তারা।

Next Article