(নিজস্ব ছবি)
সারনা ধর্ম কোড স্বীকৃতি ও লাগু সহ একাধিক দাবিতে আজ ১২ ঘণ্টা ভারত বনধ আদিবাসীদের। রাস্তা অবরোধ, বাস না পেয়ে ভোগান্তি যাত্রীদের। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বনধের আংশিক প্রভাব। মূলত ছয় দফা দাবিতে এই বনধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। সেগুলি হল, কুড়মিদের এস.টি-র অন্তর্ভুক্ত করা চলবে না, সারনা ধর্ম কোড চালু করতে হবে, ঝাড়খণ্ডের গিরিডি পরেশনাথ পাহাড়কে জৈনদের হাত থেকে আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে, সান্তালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রথম ভাষার স্বীকৃতি দিতে হবে।
এক নজরে সকল আপডেট (সর্বশেষ তথ্য উপরে)
- হরিপালের গজার মোড়ে ডানকুনি আরামবাগ আহল্যাবাই রোড অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মীরা। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর তা তুলে দেয় হরিপাল থানার পুলিশ। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় আহল্যাবাই রোডে।
- একটি আদিবাসী সংগঠনের ডাকে রেল অবরোধ পূর্ব বর্ধমানের মেমারিতে। অবরোধের জেরে রেল ও সড়ক পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার মেমারির রেলগেটে অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। তাঁরা রেললাইনের উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে পড়েন। হাওড়া বর্ধমান মেইন লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
- আদিবাসীদের ডাকা ভারত বনধে প্রভাব পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড এলাকায় গণপরিবহন ব্যবস্থার উপর প্রভাব পড়েছে সব থেকে বেশি। ট্রেন চলাচল নেই বললেই চলে খড়গপুর আদ্রা ডিভিশনে। পাশাপাশি বাস চলাচলও একই রকমভাবেই বন্ধ বলেই জানা যাচ্ছে।
- দক্ষিণ দিনাজপুরে বনধের প্রভাব। বালুরঘাট বাস স্ট্যান্ডে বন্ধ বেসরকারি বাস চলাচল। চলছে হাতে গোনা সরকারি বাস। বাস না পেয়ে যাত্রী দুর্ভোগ। বন্ধ শহরের বেশির ভাগ দোকানপাট। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
- রুলিয়ার মধুকুণ্ডা স্টেশনে রেল অবরোধ শুরু করেন আদিবাসীদের।ইতিমধ্যেই আদ্রা ডিভিশনে পক্ষ থেকে জানানো হয়েছে ২৭ টি ট্রেন বাতিল করা হয়েছে, একটি ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং তিনটি ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে।
- বাঁকুড়া সারেঙ্গা ও বাঁকুড়া রাইপুর রুটে বেসরকারী বাস চলাচল বন্ধ। বাঁকুড়া রানিবাঁধ রুটেও চলাচল করছে অপেক্ষাকৃত কম বাস। এর ফলে স্বাভাবিক কাজের দিনে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। তবে এদিন সকাল থেকেই জঙ্গলমহল এলাকাতেও দোকান বাজার খোলা ছিল স্বাভাবিক ভাবে। বাঁকুড়া জেলার জঙ্গলমহলের অংশ বাদ দিলে বাঁকুড়া ও বিষ্ণুপুর মহকুমা এলাকায় বনধের কোনও প্রভাব পড়েনি বলাই চলে।
- বাংলার পঞ্চায়েত পরীক্ষায় আজ মনোনয়নের শেষ চ্যালেঞ্জ। তারমধ্যেই চিন্তা বাড়াচ্ছে আদিবাসী ধর্মঘট। ৫ দফা দাবিতে ১২ ঘণ্টা ভারত বনধে তাতছে জঙ্গমহল। সেঙ্গল অভিযানে সকাল থেকেই মিশ্র প্রভাব বাংলার ৪ জেলায়।