Ballot Box Recovery: পুকুর থেকে মাছ ধরার জালে উঠল ব্যালট বাক্স! হইচই করণদিঘিতে

Rupak Ghosh | Edited By: Soumya Saha

Jul 29, 2023 | 2:35 PM

North Dinajpur: বিষয়টি করণদিঘির বিডিও নীতিশ তামাং-এর কানেও গিয়েছে। উদ্ধার হওয়া ওই ব্য়ালট বাক্সটি পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানাচ্ছেন বিডিও।

Ballot Box Recovery: পুকুর থেকে মাছ ধরার জালে উঠল ব্যালট বাক্স! হইচই করণদিঘিতে
মাছ ধরার জালে উদ্ধার ব্যালট বাক্স
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

করনদিঘি: ভোটপর্ব অনেক দিন আগেই মিটে গিয়েছে। আর এতদিন পর পুকুর থেকে বেরল আস্ত ব্যালট বাক্স। এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুরে। দাবি করা হচ্ছে ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লক এলাকার। সেখানে বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথে এক পুকুর থেকে ওই ব্যালট বাক্স পাওয়া গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টি করণদিঘির বিডিও নীতিশ তামাং-এর কানেও গিয়েছে। উদ্ধার হওয়া ওই ব্য়ালট বাক্সটি পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে জানাচ্ছেন বিডিও।

বেলুয়ার একটি পুকুরে মাছ ধরতে নেমেছিলেন জেলেরা। জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য। আর সেই সময়েই মাছ ধরার জালে আস্ত একটা ব্যালট বাক্স উঠে আসে বলে দাবি করা হচ্ছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, সবুজ রঙের ওই বাক্সটির গায়ে গোলাপি রঙের স্টিকার সাঁটানো। সেখানে লেখা রয়েছে KDI ২৫। পুকুরে মাছ ধরতে যাওয়া জেলেরাই ওই বাক্সটি উদ্ধার করেন পুকুর থেকে। পরে পুলিশে খবর যায় এবং স্থানীয় থানা থেকে পুলিশকর্মীরা গিয়ে ওই বাক্সটি বাজেয়াপ্ত করে নিয়ে যান বলে জানা যাচ্ছে।

ঘটনার প্রসঙ্গে করণদিঘির বিডিও বলছেন, ‘গোটা ব্লকে পাঁচটি বুথে পুর্ননির্বাচন হয়েছিল। তার মধ্যে বেলুয়ার ২৫ নম্বর বুথ ছিল। ভোটের দিন প্রিসাইডিং অফিসার অভিযোগ জানিয়েছিলেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত – তিনটি স্তরের ব্যালট বাক্সই কেউ ছিনতাই করে নিয়ে গিয়েছেন। বিষয়টি নিয়ে তখন পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু ব্যালট বাক্স পাওয়া যায়নি। পরে ১০ তারিখ তিনটি স্তরেই পুনর্নির্বাচন হয়েছিল। এখন যে ব্যালট বাক্স পাওয়া গিয়েছে, সেটি পুলিশকে জানানো হয়েছে। ব্যালট বাক্সটি এখন পুলিশের কাছে রয়েছে।’

Next Article