কালিয়াগঞ্জ: বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত। শাসক ও বিরোধী একে অপরের বিরুদ্ধে লাঠি, বাঁশ নিয়ে হামলা করার অভিযোগ ওঠে। বোমাবাজির অভিযোগও ওঠে। ঘটনাস্থলে বিশাল পু্লিশ বাহিনী। জানা গিয়েছে, হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।
এবারের পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জের ৮ নম্বর মোস্তফানগর গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়। মোট আসন ৩০টি। তৃণমূল ১৩টিতে জয়ী হয়। বিজেপি ৮, কংগ্রেস ৩, সিপিএম ২, এবং নির্দল ৪টি করে আসন পায়। উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি বোর্ড গঠন করে। এবার, রামধনু জোট করে বোর্ড গঠন করতে চায় বিরোধীরা। নির্দলকে পাশে পেলে তাদের ১৭টি আসন হয়ে যায়। অন্যদিকে, তৃণমূলও বোর্ড গঠন করতে মরিয়া। অভিযোগ ওঠে, তাদের জয়ী প্রার্থীদের ভোট গঠনে বাধা দেয় সিপিএম-বিজেপি। আর তা ঘিরেই ব্যাপক উত্তেজনা।
এ প্রসঙ্গে তৃণমূল নেতার বক্তব্য, “আমাদের ১৬ জন প্রার্থী, ১৪ জন আমাদের সঙ্গে ছিল, জোর করে বিজেপি ২ জনকে তুলে নিয়ে যায়। বিজেপি তির ধনুক নিয়ে জোর করে আমাদের জয়ী প্রার্থীদের ভয় দেখাচ্ছে, দফতরে ঢুকতেই দেওয়া হচ্ছে না। আদিবাসীদের নিয়ে এনে, তির ধনুক এনে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে।”
বিজেপি নেতা গৌরাঙ্গ দাস আবার উল্টে বলেন, “আমাদেরও কর্মীদের ওপর হামলা হচ্ছে। পেট্রল বোমা ছোড়া হচ্ছে। সাধারণ মানুষের সহযোগিতায় আমাদের প্রার্থীরা ভিতরে ঢোকে।”