উত্তর দিনাজপুর: স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে রায়গঞ্জে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। চিকিৎসাধীনদের মধ্যে ২৬ জন আক্রান্তের হদিশ মিলেছে বলে মেডিক্যাল সূত্রের দাবি। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা।
ডেঙ্গি বা ম্যালেরিয়া নয় বরং রায়গঞ্জে উদ্বেগ বাড়ছে স্ক্রাব টাইফাসের। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন। সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে থাকতে দেখা যাচ্ছে অনেক রোগীদেরই। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে।
শুক্র ও শনিবারে সংগ্রহ করা নমুনায় আক্রান্তের সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন চিকিৎসকরা। জ্বর, প্রবল শরীর ব্যথা-সহ একাধিক উপসর্গ থাকছে রোগীদের। প্রত্যেকেরই রক্তের নমুনা পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন। তবে চিকিৎসাধীনদের অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। পতঙ্গ বাহিত অন্যান্ন রোগের মধ্যে স্ক্রাব টাইফাসের আতঙ্ক ক্রমেই বাড়ছে।
যদিও এই রোগ পতঙ্গ বাহিত হলেও ছোঁয়াচে নয় বা এক মানুষের থেকে অন্য মানুষে ছড়ায় না বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। আর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারও সবরকম ব্যবস্থা আছে বলে ভরসা দিয়েছে কর্তৃপক্ষ। চিকিৎসকের পরামর্শ উদ্বিগ্ন হবেন না, তার থেকে সতর্ক থাকুন।