Raiganj university: শিক্ষাক্ষেত্রে ফের বোসের অ্যাকশন! এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ উপাচার্যকে

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 22, 2023 | 2:09 PM

New VC Raiganj University: দীপকবাবু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই বাংলা বিভাগে অধ্যপনা করেছেন। দীর্ঘ সময় কলা বিভাগের দায়িত্ব সামলেছেন। বেশ কয়েকদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী ভাবে কেউ ছিলেন না।

Raiganj university: শিক্ষাক্ষেত্রে ফের বোসের অ্যাকশন! এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ উপাচার্যকে
ডঃ দীপক কুমার রায়, অস্থায়ী উপাচার্য
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রায়গঞ্জ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) পর এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালের নির্দেশ পাওয়ার পরই মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব দায়িত্ব নেন ডক্টর দীপক কুমার রায়। উপাচার্য নিয়োগ নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে সেই সময়ে ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগ যে নয়া মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।

দীপকবাবু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই বাংলা বিভাগে অধ্যপনা করেছেন। দীর্ঘ সময় কলা বিভাগের দায়িত্ব সামলেছেন। বেশ কয়েকদিন ধরেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে স্থায়ী ভাবে কেউ ছিলেন না। প্রায় আড়াই মাস ধরে পদটি ফাঁকা অবস্থায় পড়েছিল। সূত্রের খবর, সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দীপকবাবুর ফোনে কথা হয়। ওইদিনই রাজ্যপালের নির্দেশ এসে পৌঁছয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।
এরপর মঙ্গলবার সকালে অধ্যাপক ডঃ দীপক কুমার রায় এই দায়িত্বভার গ্রহণ করেন।

এ দিন, দায়িত্বভার গ্রহণ করার পর নতুন উপাচার্য দীপকবাবু বলেন, “গতকাল রাজ্যপালের অর্ডার পেয়েছি। সেই মতোই দায়িত্ব নিলাম। এখানে উপাচার্য না থাকার কারণে খুবই অসুবিধায় পড়েছিলাম। আমি নিজেও অসুবিধা ভোগ করেছি। রাজ্যপালকেও জানানো হয়েছে। আমি চাই দিনাজপুরের মতো প্রান্তিক জায়গায় এই বিশ্ববিদ্যালয় অবস্থিত। এখানে শিক্ষার পরিবেশের যেন উন্নতি হয়।” সম্প্রতি, যাদবপুর-কাণ্ডে পড়ুয়া মৃত্যুর পরই তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। এই অচল অবস্থার মধ্যেই অস্থায়ী উপাচার্য হিসাবে রাজ্যপাল নতুন উপাচার্য নিয়োগ করেন সেখানে। আর যাদবপুরের পর এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।

Next Article