অশান্তির আবহে মিটেছে ভোট। শনিবার ভোটগ্রহণ ও সোমবার পুনর্নির্বাচনের পর মঙ্গলবার সকাল থেকেই শুরু হচ্ছে ভোট গননা। বিরোধীদের সঙ্গে দ্রুত ব্যবধান বাড়াচ্ছে তৃণমূল, জেলা-পরিষদ, পঞ্চায়েত সমিতি সব কটিতেই জয়জয়কার। এ দিকে, মনোনয়ন পর্বের মতো ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। কাঁঠালিয়ার গণনাকেন্দ্রের বাইরে মুহুর্মুহু বোমা ফেটেছে। মৃত্যু হয় চারজনের। আহত হন পুলিশ আধিকারিক। অগ্নিগর্ভ ভাঙড়ে বুধবারও সকাল থেকে পরিস্থিতি থমথমে। এলাকায় পড়ে রয়েছে তাজা বোমা। ফলে আজ পরিস্থিতি কোনও দিকে যাবে তা নজরে থাকবে। সঙ্গে গ্রাম দখলে শাসক-বিরোধীদের পরিসংখ্যান কত হয় তাও থাকবে নজরে।
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে ঘটা হিংসার পরিপ্রেক্ষিতে রাজভবনের পিসরুমে জমা পড়া অভিযোগ এবার আদালতের কাছে যাচ্ছে। সূত্রের খবর, প্রায় সাড়ে সাত হাজার অভিযোগ হাইকোর্টের সামনে পেশ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
বিজেপির তথ্য অনুসন্ধানকারী দল এসেছে বাংলায়। ভোটে যে সমস্ত জায়গায় হিংসা হয়েছে, ঘুরে দেখছে তারা। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিস্তারিত পড়ুন: বাবাকে মারছে শুনে ছুটেছিল ১৩ বছরের ছেলে, ছাড় পায়নি সোনাই
ভোটের গণনার রাতে ভয়ঙ্কর হয়ে ওঠে ভাঙড়। আহত হন পুলিশকর্তা। এই হিংসার বলি হয়েছেন ৩ জন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন নওশাদ সিদ্দিকি। অন্যদিকে শওকত মোল্লা বলছেন, পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়। তদন্ত করুক সিট। বিস্তারিত পড়ুন: ভাঙড়ের ঘটনায় সিট চান শওকত, নওশাদ বললেন সিবিআই
গতকাল রাতে ভাঙড়ের অশান্তি নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয়। ভাঙড় নিয়ে কোনও রিপোর্টই তলব করেনি কমিশন। জেলাশাসক আলাদা করে জানায়নি কমিশনকে। কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই অশান্তি সম্পর্কে কোনও অভিযোগ আসেনি। ফলে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ নেয়নি কমিশন। ভাঙড়ে অশান্তির ঘটনায় ব্যখ্যা রাজ্য নির্বাচন কমিশনের।
পঞ্চায়েত নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি বলবৎ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার তা তুলে নেওয়া হল। মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার।
আইএসএফের কয়েকজন কমিশনের দফতরে পৌঁছলেন বুধবার সন্ধ্যায়। আরও দু’ তিনজন প্রতিনিধি আসার কথা। এরপরই কমিশনের সচিবের সঙ্গে দেখা করবেন তাঁরা। ভাঙরের পরিস্থিতি কথা জানাবেন। কমিশনারের সঙ্গেই কথা বলতেন আইএসএফ প্রতিনিধিরা। দেরী হয়ে যাওয়ার কারণে বুধবার আর কমিশনারের সঙ্গে কথা বলা হবে না। ভাঙরে গিয়েছিলেন এই প্রতিনিধিরা।
২০১৮-র থেকে ভাল ফল হলেও পঞ্চায়েতে ধাক্কা খেয়েছে বিজেপি, কমেছে ভোট শতাংশ। কেন এমন ফলাফল হল? কী বলছে বিজেপি?
বিস্তারিত পড়ুন: আদিবাসী, মতুয়াগড়ে বড় ধাক্কা, কেন এমন ফল হল বিজেপির?
তৃণমূল জয়ী হয়েছে ৬৭৪ আসনে। এগিয়ে রয়েছে ১৪৯ আসনে।
বিজেপি জয়ী হয়েছে ২১ আসনে। এগিয়ে রয়েছে ৫টি আসনে।
সিপিএম জয়ী হয়েছে ২টি আসনে।
কংগ্রেস জয়ী হয়েছে ৬টি আসনে। এগিয়ে রয়েছে ৫টি আসনে।
একটি আসনে জয়ী নির্দল।
সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি কোনও খাতা খোলেনি।
বীরভূম জেলা পরিষদের বাম-কংগ্রেস জোটের একমাত্র জয়ী প্রার্থী সাব্বির হোসেন। জয়ের পর জোট প্রার্থী জানিয়ে দিলেন, তিনি মানুষের সঙ্গে বেইমানি করবেন না।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বের তিন সদস্যের দল পৌঁছল রাজ্যে। বিভিন্ন স্পর্শকাতর এলাকা ঘুরে দেখবেন তাঁরা। হিংসা পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া হবে বিজেপি নেতৃত্বকে।
বিস্তারিত পড়ুন: ‘আমাদের আমলেও বিহার-উত্তর প্রদেশে এত হিংসা হত না’, বাংলায় দাঁড়িয়ে বললেন রবি শঙ্কর
কেন মানুষকে মার খেতে হচ্ছে, সেই প্রশ্নই তুলেছেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ হলে, বিষয়টা নিয়ে ভাবতে হবে।
বিস্তারিত পড়ুন: ‘রাজ্য নিজের নাগরিকদের সুরক্ষা দিতে না পারলে, ভাবতে হবে’, চরম ভর্ৎসনা হাইকোর্টের
বেলা ১.২৫ টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফলাফলের আপডেট
তৃণমূল
জয়ী ৩৪৬৯৪
এগিয়ে ৬৭৭
বিজেপি
জয়ী ৯৬৫৬
এগিয়ে ১৬৬
সিপিআই
জয়ী ২৬
এগিয়ে ০১
সিপিএম
জয়ী ২৯২৬
এগিয়ে ৮৩
কংগ্রেস
জয়ী ২৫২৮
এগিয়ে ৬৫
এনসিপি
জয়ী – 01
ফঃবঃ
জয়ী – 50
এগিয়ে -02
আরএসপি
জয়ী – 69
এগিয়ে – 02
অন্যান্য
জয়ী ৮২৮
এগিয়ে ০৯
নির্দল
জয়ী ২০৫১
এগিয়ে ৩৬
বুধবার সকালে সিআইডি’র বম্ব স্কোয়াড বোমা উদ্ধার করে ভাঙড়ে। পাশাপাশি ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করেছে। কাশীপুর থানায় রয়েছেন সিআইডি’র আধিকারিক রশিদ আনোয়ার। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়াও যাচ্ছেন কাশীপুর থানায়। দুপুরে একে একে বোমাগুলি নিষ্ক্রিয় করা হল ভাঙড়ে।
ভোটের বলি আরও এক। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কিসমত গাদি এলাকার কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু হল কলকাতার হাসপাতালে। ভোটের দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে আহত হন তিনি। রাজেশকে প্রথমে সাগরদিঘি ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজ, বুধবার সকালেই সেখানেই মৃত্যু হয়েছে রাজেশের।
গণনাতেও মৃত্যুর খবর সামনে এসেছে। ভোট ও গণনা নিয়ে নির্বাচন কমিশনকে আবারও বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। পাশাপাশি, রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিস্তারিত পড়ুন: ‘জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর’, কমিশনকে কড়া বার্তা প্রধান বিচারপতির
দেবশ্রীর দাবি, জেলা পরিষদে বিজেপির প্রার্থী জয়ী হওয়া সত্ত্বেও তাঁদের সার্টিফিকেট দিচ্ছেন না বিডিও। এই অভিযোগে রায়গঞ্জের একটি গণনা কেন্দ্রে বিক্ষোভ দেখাতে গিয়ে ক্ষোভে কেঁদে ফেললেন তিনি। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা চলে গেলেন পুলিশ সুপারের অফিসে।
বিস্তারিত পড়ুন: ‘বাবার সম্পত্তির মতো সার্টিফিকেট বিলি করছে বিডিও’, রাগে-কান্নায় গর্জে উঠলেন দেবশ্রী
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
রাতে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল ভাঙড়। বুধবার সকাল হতেই সেখানে পৌঁছে গেল বম্ব স্কোয়াড। কাঁঠালিয়ার ঠিক যে জায়গায় তুমুল গণ্ডগোল হয়েছিল, সেখানেই ব্যাগের মধ্যে মিলেছে একাধিক তাজা বোমা। সেগুলি একে একে ব্যাগ থেকে বের করে নিষ্ক্রিয় করা হয়।
সিপিএমের বিজয় মিছিল ঘিরে উত্তেজনা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। পড়ল বোমা। চলল গুলি। ঘটনায় ভাঙল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। বোমার আঘাতে আহত মহিলা। ভগবানপুর এক ব্লকের বেঁউদিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভীমচক বুথের ঘটনা।
প্রায় ২৪ ঘণ্টা ধরে চলছে গণনা। রায়গঞ্জ পলিটেকনিকে গননা কেন্দ্রেই অসুস্থ হয়ে অচৈতন্য ভোটকর্মী। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হল রায়গঞ্জ মেডিক্যালে। দীর্ঘ সময় ধরে গণনার কাজে নিযুক্ত থাকাতেই ওই ভোটকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জের বিডিও।
দণ্ডিকাণ্ডের নির্যাতিতাকে টিকিট দিয়েছিল তৃণমূল। বিজেপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন: জয়ী হলেন দণ্ডিকাণ্ডের নির্যাতিতা, বিজেপি প্রার্থীকে হারালেন ১০৫ ভোটে
প্রশ্নের জবাবই দিলেন না রাজ্য নির্বাচন কমিশনার। এত হিংসার ঘটনা সত্ত্বেও চুপ রাজীব সিনহা।
বিস্তারিত পড়ুন : ‘গণনা প্রক্রিয়া শান্তিপূর্ণ?’, সাংবাদিকদের প্রশ্নের জবাবই দিলেন না কমিশনার রাজীব
পঞ্চায়েত ভোট ঘিরে লাগাতার হিংসার সাক্ষী থেকে গ্রাম বাংলা। মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া অশান্তি অব্যাহত রয়েছে গণনার দিনেও। এই হিংসা নিয়েই সরব হলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক।
বিস্তারিত পড়ুন: ‘রক্তের বিজয় চাই না, রক্ত নিয়ে জয় পাওয়া যায় না’, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়কের
মাঝরাতে উত্তপ্ত ভাঙড়। সূত্রের খবর, গুলিবিদ্ধ অতিরিক্ত পুলিশ সুপার।
হাওড়ার একাধিক গণনাকেন্দ্রে উত্তেজনা। উত্তেজনা ডোমজুড় আজাদ কলেজের গণনাকেন্দ্রে। অশান্তির ছবি জেলার আরও নানা প্রান্তে। বিস্তারিত পড়ুন – ‘বন্দুক নিয়ে ঘুরছে তৃণমূলের লোকজন’, অভিযোগ বামেদের, অশান্ত সাঁকরাইলে গণনা বন্ধ করলেন ভোটকর্মীরা
রাত ১টা পর্যন্ত পঞ্চায়েত সমিতির ভোটের ফল
তৃণমূল
জয়ী ৩,৭৬১
এগিয়ে ৭৩৫
বিজেপি
জয়ী ৪৬৮
এগিয়ে ১৫৯
সিপিআই
জয়ী ০০
এগিয়ে ০১
সিপিএম
জয়ী ৯৮
এগিয়ে ৪০
কংগ্রেস
জয়ী ১০২
এগিয়ে ৩৩
এনসিপি
জয়ী ০০
এগিয়ে ০০
ফঃবঃ
জয়ী ০০
এগিয়ে ০০
আরএসপি
জয়ী – ০২
এগিয়ে – ০০
অন্যান্য
জয়ী ১২২
এগিয়ে ০৬
নির্দল
জয়ী ৯৫
এগিয়ে ১৮
টাই
২৫
রাত ১টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে ভোটের আপডেট
তৃণমূল
জয়ী ৩২,১১২
এগিয়ে ১,২১৭
বিজেপি
জয়ী ৮,৭৩৫
এগিয়ে ২৯৬
সিপিআই
জয়ী ২২
এগিয়ে ০২
সিপিএম
জয়ী ২,৬৯১
এগিয়ে ১৯১
কংগ্রেস
জয়ী ২,২৯২
এগিয়ে ১১৫
এনসিপি
জয়ী ০১
এগিয়ে ০০
ফঃবঃ
জয়ী ৪২
এগিয়ে ০৪
আরএসপি
জয়ী – ৬৩
এগিয়ে – ০৮
অন্যান্য
জয়ী ৮০৩
এগিয়ে ১৪
নির্দল
জয়ী ১,৮৯৪
এগিয়ে ৫৭
বিএসপি
জয়ী ০০
এগিয়ে ০১
টাই
৫৫৭
বাঁকুড়া জেলার ২২ টি পঞ্চায়েত সমিতির মধ্যে ২০ টি পঞ্চায়েত সমিতিতে জয় তৃণমূলের।
রাত ১২টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের ফল
তৃণমূল
জয়ী ৩১, ৫২৬
এগিয়ে ১৩২৩
বিজেপি
জয়ী ৮৫৪০
এগিয়ে ৩৩০
সিপিআই
জয়ী ২২
এগিয়ে ৩
সিপিএম
জয়ী ২৬৪০
এগিয়ে ২১০
কংগ্রেস
জয়ী ২২৫১
এগিয়ে ১১৮
এনসিপি
জয়ী ১
এগিয়ে ০
ফঃবঃ
জয়ী ৪২
এগিয়ে ৪
আরএসপি
জয়ী – ৬২
এগিয়ে – ৮
অন্যান্য
জয়ী ৭৯৭
এগিয়ে ১৮
নির্দল
জয়ী ১৮৬০
এগিয়ে ৬৭
টাই ৫৯২
ভাঙড়ে ভোট গণনার রাতে বোমাবাজির অভিযোগ। দফায় দফায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাঠালিয়া গণনাকেন্দ্রের বাইরেই এই বোমাবাজি চলছে বলে অভিযোগ।
বিস্তারিত পড়ুন: ভোট গণনার রাতে ফের অশান্ত ভাঙড়, কাঠালিয়া গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজির অভিযোগ
রাত সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চায়েত সমিতির ভোটের ফলাফল
তৃণমূল
জয়ী ২৬১২
এগিয়ে ৬২৭
বিজেপি
জয়ী ২৭৫
এগিয়ে ১৪৯
সিপিআই
জয়ী ০০
এগিয়ে ০০
সিপিএম
জয়ী ৬৩
এগিয়ে ৫৩
কংগ্রেস
জয়ী ৫০
এগিয়ে ২৬
এনসিপি
জয়ী ০০
এগিয়ে ০০
ফঃবঃ
জয়ী ১
এগিয়ে
আরএসপি
জয়ী – ৩
এগিয়ে – ০
অন্যান্য
জয়ী ৯১
এগিয়ে ১০
নির্দল
জয়ী ৭০
এগিয়ে ১৭
টাই ৩৯
রাত সাড়ে ১১টা পর্যন্ত জেলা পরিষদের ফলাফল
তৃণমূল
জয়ী – ৮৮
এগিয়ে- ১৬৩
বিজেপি
জয়ী – ০
এগিয়ে ১৩
সিপিআই
জয়ী – ০
এগিয়ে -০
সিপিএম
জয়ী ০
এগিয়ে ৪
কংগ্রেস
জয়ী ০
এগিয়ে ২
ফঃবঃ
জয়ী ০
এগিয়ে ০
আরএসপি
জয়ী – ০
এগিয়ে – ০
অন্যান্য
জয়ী o
এগিয়ে o
নির্দল
জয়ী ০
এগিয়ে ০
টাই ৪
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
রাতের অন্ধকারে কংগ্রেসের জয়ী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের ৭১ নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
হাওড়া গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫৭। তৃণমূলের দখলে ১৪৫। পঞ্চায়েত সমিতি ১৪ টি। তৃণমূলের দখলে ৮ টি।
রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে কোন দল কত আসন দখল করল দেখে নিন
তৃণমূল
জয়ী ২৯৬৬৫
এগিয়ে ১৫২৭
বিজেপি
জয়ী ৮০২১
এগিয়ে ৪০৬
সিপিআই
জয়ী ২৪
এগিয়ে ০৩
সিপিএম
জয়ী ২৪৭২
এগিয়ে ২৩৯
কংগ্রেস
জয়ী ২০৯৪
এগিয়ে ১৩১
এনসিপি
জয়ী ১
এগিয়ে ০
ফঃবঃ
জয়ী ৩৯
এগিয়ে ০৪
আরএসপি
জয়ী – ৬১
এগিয়ে – ১৫অন্যান্য
জয়ী ৭৪৬(দার্জিলিং ২৮১, কালিম্পং ১৫৮)
এগিয়ে ২২
নির্দল
জয়ী ১৭২৬
এগিয়ে ৮৮
কোচবিহারে ২৪ টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি । ২০১৮ তে মাত্র ১ টি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে ছিল বিজেপির । স্বাভাবিক ভাবেই উচ্ছাসিত বিজেপি শিবির।
বাঁকুড়ার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ১৬০টিতে জয়ী তৃণমূল। পাশাপাশি ১০টিতে জয়ী বিজেপি। ২টিতে ত্রিশঙ্কু। ২২টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টির দখল নিল তৃণমূল।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত গেল বাম কংগ্রেস জোটের দখলে। দুর্বাচটি পঞ্চায়েতের মোট আসন- ১৮।
কংগ্রেস-৮
সিপিএম- ৫
তৃণমূল – ৫
মগরাহাট ২ ব্লক। গোকর্নি গ্রাম পঞ্চায়েত।
মোট আসন – ২২
বাম,কংগ্রেস জোট- ৯
বিজেপি- ৩
তৃণমূল- ১০।
মগরাহাট ২ ব্লক, পঞ্চায়েত আমড়াতলা।
মোট আসন- ১৯।
বাম জোট- ৬।
বিজেপি- ৬।
তৃণমূল – ৭।
কুলপি ব্লকের দক্ষিণ গাজিপুর পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের।
মোট আসন- ১৫।
কংগ্রেস -৬
আইএসএফ- ২
সিপিএম- ১
বিজেপি- ১
তৃণমূল – ৫।
মথুরাপুর ১ ব্লকের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের।
মোট আসন- ১৫।
বিজেপি- ৬
সিপিএম- ৩
নির্দল – ২
তৃণমূল – ৪
এই পঞ্চায়েত ত্রিশঙ্কু।
মথুরাপুর- ১ ব্লকের নালুয়া পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের।
মোট আসন- ১৯
তৃণমূল – ৯
বিজেপি- ৬
সিপিএম- ৪
এই পঞ্চায়েত ত্রিশঙ্কু।
মথুরাপুর ১ ব্লকের দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর হাতছাড়া তৃণমূলের।
মোট আসন- ২১
বিজেপি- ৮
আইএসএফ- ৫
সিপিএম- ১
নির্দল- ১
তৃণমূল -৬
এই পঞ্চায়েতও ত্রিশঙ্কু।
মথুরাপুর ১ ব্লকের শংকরপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের।
মোট আসন- ১৯।
সিপিএম- ১০।
বিজেপি- ১।
তৃণমূল – ৮।
পাথরপ্রতিমা ব্লকের হেরম্বগোপালপুর গ্রামপঞ্চায়েত
মোট আসন – ২০
তৃণমূল- ১০
বিজেপি- ১০।
‘বাংলায় গনতন্ত্রের পুনরুদ্ধার করার লড়াইয়ে সিপিএম বদ্ধপরিকর। এই লড়াই চলবে। বাংলাকে মাফিয়ারাজ মুক্ত করব।’ বললেন সিপিআইএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।
‘সকল মা-মাটি-মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’ ফেসবুকে পোস্ট করলেন মমতা। বিস্তারিত পড়ুন – মা-মাটি-মানুষকে শুভেচ্ছা তৃণমূল সুপ্রিমোর, বিশাল জয়ে মমতা-অভিষেককে কুর্নিশ সায়নীর
৩৭৬২০ ভোটে জেলা পরিষদ আসনে জয় তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলামের।
পশ্চিম বর্ধমান ৮ পঞ্চায়েত সমিতির ফল
১) অন্ডাল – (জয়ী তৃণমূল)
২) পান্ডবেশ্বর – (জয়ী তৃণমূল)
৩) দুর্গাপুর ফরিদপুর – (জয়ী তৃণমূল)
৪) কাঁকসা – (জয়ী তৃণমূল)
৫) রানিগঞ্জ – (জয়ী তৃণমূল)
৬) বারাবনি – (জয়ী তৃণমূল)
৭) সালানপুর – (জয়ী তৃণমূল)
৮) জামুড়িয়া – (জয়ী তৃণমূল)
বর্ধমান ১ ও বর্ধমান ২ মহকুমার গ্রাম পঞ্চায়েতের ফলাফল
১: আউশগ্রাম ১ (মোট আসন- ৭)
তৃণমূল কংগ্রেস – ৭
২: আউশগ্রাম ২ (মোট আসন- ৭)
তৃণমূল কংগ্রেস – ৭
৩: গলসি ১ (মোট আসন-৯ )
তৃণমূল কংগ্রেস – ৯
৪. গলসী ২ ( মোট আসন – ৬)
তৃণমূল কংগ্রেস – ৬
ত্রিশঙ্কু- ৩
৫. ভাতার (মোট আসন- ১৪)
তৃণমূল -১৪
৬. মেমারি ১ (মোট আসন- ১০)
তৃণমূল কংগ্রেস – ১০
৭. মেমারী ২( মোট আসন – ৯)
তৃণমূল কংগ্রেস -৯
৮. জামালপুর (মোট আসন- ১৩)
তৃণমূল কংগ্রেস ১৩
৯. রায়না ১ (মোট আসন- ৮)
তৃণমূল কংগ্রেস – ৭
সিপিএম- ১
১০. রায়না ২(মোট আসন- ৮)
তৃণমূল কংগ্রেস – ৮
১১. খন্ডঘোষ (মোট আসন- ১০)
তৃণমূল কংগ্রেস – ১০
১২. বর্ধমান ১(মোট আসন- ৯)
তৃণমূল কংগ্রেস – ৯
১৩. বর্ধমান ২(মোট আসন- ৯)
তৃণমূল কংগ্রেস – ৯
ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর এবং একটি ইমেল আইডি প্রকাশ করল বিজেপির লিগাল সেল। ৮১০০৯৯৫৮৬৮ এবং ৮১০০৯৯৫৮৬২ – এই দুই ফোন নম্বর এবং panchayatviolence2023@gmail.com -এই ইমেলে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
ব্যাঁওতা ১-২, বামনঘাটা, ভগবানপুরের ছটি অঞ্চল মিলিয়ে জেলা পরিষদে ৪০ হাজার ভোটে এগিয়ে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৭০টিতে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল-কংগ্রেস। ৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ১টি তে এগিয়ে নির্দল।
জয়ী ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরও বিজেপি প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এবার প্রশাসনের বিরুদ্ধেই সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বিস্তারিত পড়ুন: জিতে যাওয়ার পরেও বিজেপি প্রার্থীদের পরাজিত ঘোষণা, বিডিওকে কাঠগড়ায় দাঁড় করালেন সুকান্ত
তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দাসপুর। এক তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দাসপুর ১ নম্বর ব্লকের মুরসিধনগর এলাকায়।
বিস্তারিত পড়ুন: গণনার মাঝেই জয়ের আনন্দে মিছিল, তৃণমূল কর্মীকে ছুরির ‘কোপ’
সবংয়ের ৩ দাঁররা অঞ্চলের নির্দল প্রার্থী তনুজা বিবি তৃণমূলের প্রার্থীর কাছে হেরে গিয়েছেন ১ ভোটে। নির্দল প্রার্থীর অভিযোগ তাঁকে হারিয়ে দিয়েছেন কাউন্টিং অফিসার। ক্ষোভে ফেটে পড়ে কাউন্টিং অফিসারকে সপাটে চড় মারেন তিনি। ইতিমধ্যেই নির্দল প্রার্থী-সহ আরও একজনকে আটক করেছে সবং থানার পুলিশ।
ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির মোট আসন ৩০। এর মধ্যে আগেই ১৪ টি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল। ভোট হয় ১৬ আসনে। ১৬টির মধ্যে তৃণমূল পেয়েছে ৮টি আসন। জমি কমিটির দখলে গিয়েছে ৩ আসন। আইএসএফের দখলে ৫ আসন। ২ নম্বর পঞ্চায়েত সমিতির দখল তৃণমূলের।
“এই নির্বাচন নিয়ে কোনও বিশ্লেষণে যাব না। এটা জনগণের রায়ের প্রতিফন নয়।” সাংবাদিক বৈঠকে বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হুগলির ধনিয়াখালি ব্লকে ১৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮টিতেই দখল তৃণমূলের। একইসঙ্গে ৫৪টি পঞ্চায়েত সমিতির সবকটিতেই জয় ঘাসফুল শিবিরের।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পায়ে লুটিয়ে পড়লেন গোসানিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী বিউটিবালা দাস। তাঁর কাছেই এই অভিযোগ করেছেন তিনি। দীর্ঘক্ষণ অঝোরে কাঁদতেও দেখা গেল তাঁকে।
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
ভাঙড়ে গাজীপুরে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। চারজনকে আটক করল পুলিশ।
মুর্শিদাবাদে খাতা খুলল মিম। সূত্রের খবর, লালগোলা বিধানসভা ৬১ দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে জয়ী হয়েছেন মিম প্রার্থী।
পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম জিতে গিয়েছেন ২৪৪৮ ভোটে। তবে ভাঙড় ২ ব্লকে আবার গ্রাম পঞ্চায়েতে বেশ ভাল ফল করেছে আইএসএফ।
চন্ডীতলা ২ নম্বর ব্লকের জনাই গ্রাম পঞ্চায়েত চলে গেল সিপিএমের দখলে। এই পঞ্চায়েতে গ্রাম সদস্যের আসন সংখ্যা ১৫। যার মধ্যে ৮টি সিপিআইএম জিতে গিয়েছে। ৭টি রয়েছে তৃণমূলের দখলে।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের পর দেখা গিয়েছিল তারকেশ্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টিই ছিল তৃণমূলের দখলে। এবারে ৯টি গ্রাম পঞ্চায়েত রইল তৃণমূলের দখলে। ১টিতে জিতল সিপিআইএম।
২৪ ভোটে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিবানী দেহরি। হেরে গিয়েছেন নির্দল প্রার্থী রানি খামারি। যদিও এই বুথে বিজেপির কোনও প্রার্থী ছিল না।
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকে বিজেপির জয়ের উল্লাস। গত পঞ্চায়েত নির্বাচনে ঘাটাল ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও ২০২৩-এর নির্বাচনে তিনটি গ্রাম পঞ্চায়েত দখলের পথে বিজেপি।
ঘাটাল ব্লকের মোট ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সুলতানপুর গ্রাম পঞ্চায়েত, মনোহরপুর গ্রাম পঞ্চায়েত ও ইড়পালা গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি। তাই জয়ের আনন্দে মেতেছেন বিজেপির নেতারা। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রামকুমার দে।
দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে হারিয়ে দখল নিল বিজেপি। সাগর বিধানসভার মধ্যেই পড়ে এই পঞ্চায়েত। এখানকার বিধায়ক বঙ্কিম হাজরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তাই সেখানে শাসক দলের এই হার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
পঞ্চায়েত নির্বাচনের গণনার দিনেও হিংসা অব্যাহত। ভোটের দিন একাধিক মৃত্যুর খবর সামনে এসেছিল। মঙ্গলবার গণনার দিনও আহত হয়েছেন অনেকে। দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন গোটা রাজ্যে আহত হয়েছেন ৬১ জন, উদ্ধার হয়েছে ৭৬টি তাজা বোমা। একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট ১১ জনকে।
বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর বাঁকুড়ায়। শালতোড়ায় বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার নেতাজি সেন্টেনারি কলেজে গণনার সময় বিজেপি শিবিরের পাশে নিজের গাড়ি দাঁড় করিয়ে বসেছিলেন বিধায়ক। সেই সময় আচমকাই বেশ কয়েকজন তৃণমূল কর্মী পাথর ছুড়তে শুরু করে বলে অভিযোগ।
ঘটনায় আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। চন্দনা বাউরির অভিযোগ, তাঁর গাড়ি ও একাধিক বিজেপি কর্মীর গাড়ি ভাঙচুর চালানো হয়েছে। তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবেই বিজেপি শিবিরের উপর এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
সিপিএমের জয়ী প্রার্থীকে গলা ধাক্কা দিয়ে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মেমারিতে। পূর্ব বর্ধমানের মেমারির ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথে সিপিএমের প্রার্থী সনকা ক্ষেত্রপালের দাবি, তিনি গণনায় ৫৩ ভোটে জয়ী হন। পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাঁকে ঘাড় থাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ও বাধা দিলে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
রামপুরহাটের কুসুম্বা গ্রামে মুখ্যমন্ত্রীর মামারবাড়ি। এই পঞ্চায়েতে ২টি আসনে জয় পেল বিজেপি। সবিস্তারে পড়ুন: মমতার মামার বাড়ির গ্রামেই বড় জয় পেল বিজেপি
গণনা কেন্দ্র থেকে ব্যালট পেপার চুরির চেষ্টা, এমন অভিযোগকে ঘিরেই উত্তেজনা ছড়াল মালদহ জেলা স্কুলে। গণনা কেন্দ্রে শোভানগর গ্রাম পঞ্চায়েত আসনে গণনা চলছিল। অভিযোগ, পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনের প্রার্থী আফসানা পারভিনের স্বামী শেখ জামিল হাসান ব্যালট বক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁকে তাড়া করে ও আটক করে।
জীবনে নাকি কখনও হারতে শেখেননি গোপাল নন্দী। ৫৮ বছর ধরে তিনি অপরাজিত। ৮৮-তে ফের জয়ী হলেন তিনি। কখনও দলীয় প্রতীকে, কখনও নির্দল হয়ে নির্বাচনে লড়েছেন তিনি।
পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর পঞ্চায়েতের ৩০৫ বুথের গোবিন্দ নগরের বাসিন্দা গোপাল নন্দী। তাঁর রাজনীতি শুরু ছাত্র জীবন থেকেই। তিনিই ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবথেকে প্রবীন তৃণমূলের প্রার্থী। বিরোধীরাও স্বীকার করছেন, এত বছরেও গোপাল বাবুর গায়ে লাগেনি কোনও দুর্নীতির রং।
হাওড়ার বালির নিশ্চিন্দায় গণনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। বাম প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসএফআই নেত্রী দীপ্সিতা ধর। তাঁর অভিযোগ, সকাল থেকেই বাম প্রার্থীদের, এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে জানালা দিয়ে ব্যালট ফেলে দেওয়া হলেও, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে দাবি করেছেন তিনি। দীপ্সিতা জানান, পুলিশের ভূমিকা দেখে তিনি অনুমান করেন যে তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করেন বামকর্মী সমর্থকেরা।
বালি নিশ্চিন্দায় পল্লীমঙ্গল বিদ্যামন্দির গণনা কেন্দ্রে এই অভিযোগ ওঠে। সেই খবর সংগ্রহ করতে গেলে TV9 বাংলার সাংবাদিককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এলাকা না ছাড়লে প্রাণে মারা হবে, এমন হুমকিও দেওয়া হয়েছে তাঁকে।
ভোটের হিংসা নিয়ে মন্তব্য করে শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়েছেন হুমায়ুন কবীর। সেই হুমায়ুন কবীর সমর্থিত ২ নির্দল প্রার্থী জয়ী হলেন। মুর্শিদাবাদে ২ আসনে জয়ী নির্দল।
বিস্তারিত পড়ুন : ‘নৈতিক জয়’, সমর্থিত ২ নির্দল প্রার্থীর জয়ে বললেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর
কোচবিহারে উদ্ধার বোমা। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের চিলাখানা মাছ বাজার থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির নাটাবাড়ি বিধানসভার ৩ নম্বর মণ্ডল সভাপতি চিরঞ্জিত দাস বলেন, চিলাখানার মানুষ শান্তিপ্রিয়। ২০১৮-র মতো ২০২৩-এও সাধারণ মানুষের কাছ থেকে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে তৃণমূল।
সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। শুরু থেকেই এগিয়ে শাসক দল। ইতিমধ্যেই অনেক জায়গায় এগিয়ে গিয়েছে শাসক দল। তবে বিজেপি ও সিপিএমের মধ্যে চলছে জোর লড়াই।
পূর্ব মেদিনীপুর || বাঁকুড়া || পশ্চিম বর্ধমান || পূর্ব বর্ধমান || বীরভূম || কোচবিহার || দক্ষিণ দিনাজপুর || হুগলি || হাওড়া || জলপাইগুড়ি || ঝাড়গ্রাম || উত্তর দিনাজপুর || মালদহ || আলিপুরদুয়ার || পঃ মেদিনীপুর || মুর্শিদাবাদ || নদিয়া || উত্তর ২৪ পরগনা || দক্ষিণ ২৪ পরগনা || পুরুলিয়া || দার্জিলিং || কালিম্পং |
কোচবিহার ১ নম্বর ব্লকের গণনা কেন্দ্রে ব্যালটে কালি ছিটিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিংকু রায় রাজভর। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্রে। কালি ছেটানোর পর কেন্দ্রীয় বাহিনী তাঁকে পুলিশের হাতে তুলে দেয়। তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী ছিলেন।
ভোট হিংসায় সিবিআই তদন্তের দাবি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিস্তারিত পড়ুন: ভোট হিংসায় CBI তদন্তের দাবি, শুভেন্দুকে মামলার অনুমতি প্রধান বিচারপতির
ধনেখালিতে পুনরায় ভোটের দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার ধনেখালির কৃষাণ মাণ্ডি গণনা কেন্দ্র থেকে বিরোধীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে যান লকেট চট্টোপাধ্যায়।
ভোট গণনা কেন্দ্রের বাইরে বেআইনি জমায়েত! লাঠি দিয়ে সরাল কেন্দ্রীয় বাহিনী। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে ধূপগুড়ি থানার আইসি চড়-থাপ্পড় মারেন বলেও অভিযোগ। ভোট গণনা কেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে জারি রয়েছে ১৪৪ ধারা। সেখানেই বেআইনিভাবে জমায়েত করার অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে।
কাউন্টিংয়ে গোলমাল বাধা দিচ্ছিলেন। প্রতিবাদ করায় বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ।
বিস্তারিত পড়ুন: গণনার ‘গোলমাল’ ধরছিলেন, রীতিমতো কোলে তুলে বিজেপি প্রার্থীকে গণনাকেন্দ্র থেকে বার করল পুলিশ
জমায়েতের মধ্যেই ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তাঁকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখান থেকে সরিয়ে দিতে চান। কিন্তু তাতে বাধা দেন বিধায়ক। উত্তেজনা ছড়ায় সামসেরগঞ্জে। বিধায়ককে ধাক্কা মারতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ।
বিস্তারিত পড়ুন: বিধায়ককে ধাক্কা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, ঢাল হয়ে দাঁড়াল রাজ্য পুলিশ, তপ্ত সামসেরগঞ্জ
সকাল ১০টা পর্যন্ত গণনা শেষে গ্রাম পঞ্চায়েতে আরও ১০ আসনে জয়ী তৃণমূল। উত্তর ২৪ পরগনায় ১টি, দক্ষিণ ২৪ পরগনায় ৫টি, পশ্চিম মেদিনীপুরে ২টি, পুরুলিয়ায় ১টি ও পূর্ব বর্ধমানে ১টি আসনে জয় পেয়েছে তৃণমূল।
তৃণমূল এগিয়ে আছে ৬০১টি আসনে, ১৩০ আসনে এগিয়ে বিজেপি, সিপিএম এগিয়ে ৪ আসনে। ইতিমধ্যেই অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের বিজয় উল্লাস।
গণনা শুরু হওয়ার ২ ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে প্রবেশ করলেন কমিশনার রাজীব সিনহা। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে সামনে এসেছে অশান্তির অভিযোগ। সে বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনার বলেন, “আমাদের কাছে অশান্তির অভিযোগ আসছে। আমরা স্টেপ নিচ্ছি।”
বেলা বাড়লেও পরিস্থিতি শান্ত হল না ডায়মন্ড হারবারে। মুহুর্মুহু বোমার শব্দ শোনা যাচ্ছে গণনাকেন্দ্রের বাইরে থেকে। তৃণমূলের বিরুদ্ধেই বোমাবাজির অভিযোগ। এই ঘটনাকে ‘ডায়মন্ড হারবার মডেল’ বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
The “Diamond Harbour Model” is in full swing on the Counting Day also. TMC goons are making the last desperate attempt to steal the Elections by obstructing the Counting Agents & Candidates of @BJP4Bengal and other opposition political parties from entering the Counting Hall.… pic.twitter.com/04WOGw4vHv
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 11, 2023
ভাঙড়ে গিয়ে গণনা কেন্দ্র ঘুরে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিমানবন্দর থেকে সোজা চলে যান সেখানে। ঘুরে দেখেন ভাঙড় এলাকা। স্পর্শকাতর এলাকাগুলিতে ভোট গণনা কেন্দ্রের বাইরে গাড়ি থেকেই কথা বলেন বিডিও-দের সঙ্গে। গণনা শান্তিপূর্ণভাবে হচ্ছে কি না, সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেন তিনি। বিজয়গঞ্জ বাজারের মাঠ, ঘটকপুকুর মোড়েও যান রাজ্যপাল।
আইএসএফ এবং বাম প্রার্থীদের মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ডি এন হাই স্কুলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, সিপিএমের পার্টি অফিসে ঢুকে লাঠি চার্জ করে পুলিশ। পুলিশের লাঠি চার্জে বেশ কয়েক জন আহত হয়েছেন, এমনকী এক সিপিএম কর্মীর মাথা ফেটে গিয়েছে বলেও অভিযোগ।