Russia-Ukraine War: ইউক্রেনের ব্যস্ত শহরে রাশিয়ান মিসাইলের হামলা, মৃত ৬, আহত ৯০

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 20, 2023 | 6:53 PM

চেরনিহিভ শহর ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৪৫ কিলোমিটার দূরে। প্রচুর প্রাচীন চার্চে রয়েছে এই শহরে। সাজানো গোছানো এই শহরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়ার মিশাইশ হামলায়।

Russia-Ukraine War: ইউক্রেনের ব্যস্ত শহরে রাশিয়ান মিসাইলের হামলা, মৃত ৬, আহত ৯০
ইউক্রেনের শহরে রাশিয়ার মিসাইল হামলা।
Image Credit source: twitter

Follow Us

কিয়েভ: ইউক্রেনের শহরে ফের ভয়াবহ মিসাইল হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের ঐতিহাসিক শহর চেরনিহিভ শহরের সেন্ট্রাল স্কোয়ারে রাশিয়ার মিসাইল হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে ৬ বছরের এক বাচ্চা। শহরের ব্যস্ত এলাকায় এই মিশাইল হামলার জেরে ৯০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১২ জন শিশু এবং ১০ জন পুলিশ অফিসার। জানা গিয়েছে, শনিবার ওই শহরে ছিল ছুটির দিন। প্রার্থনার জন্য লোক জন যখন চার্চে যাচ্ছিল তখনই এই হামলা চলে।

এই ঘটনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি লিখেছেন, “আমাদের চেরনিহিভ শহরের মধ্যে রাশিয়ান মিসাইল হামলা চালিয়েছে। এমন জায়গায় হামলা হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়, থিয়েটার রয়েছে। একটা সাধারণ শনিবারকে যন্ত্রণার বানিয়ে দিল রাশিয়া।” এই হামলার জেরে থিয়েটারের সামনে গাড়ি, বাড়ির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়।

চেরনিহিভ শহর ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৪৫ কিলোমিটার দূরে। প্রচুর প্রাচীন চার্চে রয়েছে এই শহরে। সাজানো গোছানো এই শহরই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাশিয়ার মিশাইশ হামলায়। যদিও মিসাইল হামলায় বিধ্বস্ত হলেও রাশিয়ার ১৭টি ড্রোনকে ধ্বংস করার কথা জানিয়েছে ইউক্রেনের বায়ুসেনা।

Next Article