Hacker: নামী ভারতীয় স্কুলের ওয়েবসাইট হ্যাকিং বাংলাদেশি হ্যাকারদের

Rajib Khan | Edited By: অংশুমান গোস্বামী

Aug 12, 2023 | 7:33 PM

গোয়েন্দাদের (আইবি) ধারণা, এই হ্যাকটিভিস্ট গ্রুপটি প্রাথমিক ভাবে ধর্মীয় এবং রাজনৈতিক কারণ দ্বারা অনুপ্রাণিত এবং ভারতের মধ্যে বিভিন্ন সেক্টরকে তারা লক্ষ্যবস্তু করেছে।

Hacker: নামী ভারতীয় স্কুলের ওয়েবসাইট হ্যাকিং বাংলাদেশি হ্যাকারদের
প্রতীকী ছবি

Follow Us

ঢাকা: ভারতের একটি নামী স্কুলের ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠল বাংলাদেশী হ্যাকারদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার গভীর রাতে ওয়েবসাইট হ্যাক করার বিষয়টি প্রথম স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। যেখানে লাল সবুজের পতাকা মোড়া ওয়েবসাইটের হোমপেজে ভেসে ওঠা একটি বার্তায় লেখা ছিল, “যখন স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকে, তখন আমাদের স্মরণ করুন।” যেখানে অজ্ঞাত হ্যাকাররা নিজেদেরকে “বাংলাদেশের মুসলিম হ্যাকার” বলে পরিচয় দিয়েছে। যদিও এর কোনও সত্যতা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তারা এই বিষয়ে কোনও লিখিত অভিযোগও পায়নি।

একটি সাইবার সিকিউরিটি ফার্মের গবেষকরা একটি হ্যাকটিভিস্ট গ্রুপের কার্যকলাপের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই রিপোর্টে জানিয়েছিল, ভারতের প্রায় শতাধিক ওয়েবসাইটে হানা দিয়েছে বাংলাদেশের হ্যাকটিভিস্ট গ্রুপ ‘মিস্ট্রিয়াস টিম বাংলাদেশ’। এই হ্যাকার গ্রুপটি distributed denial-of-service (DDoS) ব্যবহার করে ২০২২ সালের মার্চ মাস থেকে বিভিন্ন ডোমেইনে হানা দিচ্ছে। গোয়েন্দাদের (আইবি) ধারণা, এই হ্যাকটিভিস্ট গ্রুপটি প্রাথমিক ভাবে ধর্মীয় এবং রাজনৈতিক কারণ দ্বারা অনুপ্রাণিত এবং ভারতের মধ্যে বিভিন্ন সেক্টরকে তারা লক্ষ্যবস্তু করেছে।

হ্যাক করার পরই স্কুলের ওয়েবসাইটের হোমপেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকা লাগানো একটি বার্তা ভেসে ওঠে। যাতে লেখা হয় ‘আমরা বাংলাদেশী মুসলিম হ্যাকাররা কখনই আমাদের সাইবার স্পেসকে নোংরা করার চেষ্টা করি না। আমরা যেখানে থাকি, সেখানে নিপীড়নের বিরোধিতা করি। আমরা স্বাধীনতার প্রতিনিধিত্ব করি। যখন স্বাধীনতা ঝুঁকির মধ্যে থাকে, তখন আমরা প্রযুক্তিগত ব্যবস্থার সাধারণ বিবর্তন ঘটাই। আমাদের স্মরণ করুন।’ বার্তার শেষে একাধিক কোড নাম দিয়ে সাইন অফ মেসেজ করা হয়, যেখানে লেখা ছিল ‘জয় বাংলা’ এবং ‘বাংলাদেশ’ এই শব্দ দুটি।

Next Article