Bangladesh: বাংলাদেশের ভারতীয় সাংবাদিকদের সংগঠনের বড় দায়িত্বে টিভি-৯ বাংলার প্রতিনিধি, ইমক্যাবের নতুন সহ-সভাপতি রাজীব খান

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 12, 2023 | 7:23 PM

Bangladesh: এই নির্বাচনে অংশগ্রহণের জন্য ৭ অগস্ট পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। নির্বাচন হয় এদিনই। তার আগে সংগঠনের বিদায়ী সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন মাছুম বিল্লাহ।

Bangladesh: বাংলাদেশের ভারতীয় সাংবাদিকদের সংগঠনের বড় দায়িত্বে টিভি-৯ বাংলার প্রতিনিধি, ইমক্যাবের নতুন সহ-সভাপতি রাজীব খান
বড় দায়িত্বে রাজীব খান
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ঢাকা: চটজলদি বাংলাদেশের (Bangladesh) খবর পেতে আমাদের এপার বাংলার মিডিয়াকে সিংহভাগ ক্ষেত্রেই নির্ভর করতে হয় বাংলাদেশের সংবাদ প্রতিনিধিদের উপর। ভারতের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সে দেশে রয়েছে ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন’ বা বাংলাদেশ ইমক্যাব। বাংলাদেশে থাকা ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের এই একমাত্র সংগঠনে গুরু দায়িত্ব পেলেন টিভি-৯ বাংলার বাংলাদেশের প্রতিনিধি রাজীব খান। পেয়েছেন সংগঠনের সহ-সভাপতির পদ। ইমক্যাব সভাপতির দায়িত্ব পেয়েছেন কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা)। নির্বাচনে জিতেই তাঁরা এই পদ পেয়েছেন। 

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, ইস্টার্ন ক্রনিকল)। শনিবার সকালে ঢাকায় বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ইমক্যাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সেখানেই নির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ আলী।

এই নির্বাচনে অংশগ্রহণের জন্য ৭ অগস্ট পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। নির্বাচন হয় এদিনই। তার আগে সংগঠনের বিদায়ী সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন মাছুম বিল্লাহ। যদিও আগের টার্মেও সাধারণ সম্পাদক ছিলেন মাছুম বিল্লাহ।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আরও অনেক পদাধিকারীই। আগামী দুই বছরের জন্য তাঁদের কাঁধে থাকছে দায়িত্ব। যুগ্ম সাধারণ সম্পাদক হচ্ছেন মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ভ্যানগার্ড)। 

Next Article