BRICS: ব্রিকস জোটে সংযুক্ত হতে চলেছে আরও ৬টি দেশ, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 24, 2023 | 10:08 PM

BRICS: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিনদিন ব্যাপী ব্রিকস সম্মেলন বসেছে। এই সম্মেলনেই ব্রিকসের সম্প্রসারণ ও নতুন দেশগুলির অন্তর্ভুক্তিকরণের ব্যাপারে আলোচনা হয়।

BRICS: ব্রিকস জোটে সংযুক্ত হতে চলেছে আরও ৬টি দেশ, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী
ব্রিকস-ভুক্ত ৫ দেশের রাষ্ট্রপ্রধান।
Image Credit source: PTI

Follow Us

জোহানেসবার্গ: সম্প্রসারিত হতে চলেছে ব্রিকস (BRICS)। এবার ব্রিকসে যুক্ত হচ্ছে আরও ৬টি দেশ। যদিও ব্রিকসে অন্তর্ভুক্তিকরণের আবেদনের তালিকা ছিল আরও লম্বা। শেষ পর্যন্ত ৬টি দেশকেই অন্তর্ভুক্তি করার ব্যাপারে সিলমোহর পড়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ ক্রিল রামাফোসা ৬টি দেশের ব্রিকসে অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেছে। ফলে আগামী বছর অর্থাৎ ২০২৪-এর ব্রিকস সম্মেলনে মোট ১১টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন। ব্রিকস-এর সম্প্রসারণের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তবে নতুন দেশ সংযুক্ত হলেও ব্রিকসের স্থায়ী সদস্য হিসাবে বর্তমানে যে পাঁচটি দেশ রয়েছে অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা থাকছে।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিনদিন ব্যাপী ব্রিকস সম্মেলন বসেছে। এই সম্মেলনেই ব্রিকসের সম্প্রসারণ ও নতুন দেশগুলির অন্তর্ভুক্তিকরণের ব্যাপারে আলোচনা হয়। মোট ৪০টি দেশ ব্রিকসে অন্তর্ভুক্তির ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। শেষ পর্যন্ত ৬টি দেশ ব্রিকসে যোগ দিতে পারে বলে সম্মেলনে আলোচনা হয়েছে। এবারের ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ হিসাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ ক্রিল রামাফোসা ৬টি দেশের নাম ঘোষণা করেন। এই দেশগুলি হল- আর্জেন্টিনা, ইথিওপিয়া, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমির শাহী এবং ইরান।

প্রেসিডেন্ট রামাফোসা বলেন, “আমরা ব্রিকস জোটের সম্প্রসারণ করার ব্যাপারে প্রথম ধাপে ঐক্যমত্যে পৌঁছেছি। আমরা আর্জেন্টিনা, ইথিওপিয়া, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমির শাহী এবং ইরানকে ব্রিকস-এর সদস্য হওয়ার আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।” নতুন ৬টি দেশ সংযুক্ত হলে এই যৌথ সংগঠন , ব্রিকস-এর নাম বদল হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২২ অগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকা ছাড়াও ব্রাজিল, ভারত, চিনের রাষ্ট্রপ্রধান সশরীরে যোগ দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেবল সশরীরে অংশগ্রহণ করেননি।

Next Article