আটলান্টা: আগেরবার পুলিশি নির্দেশ মানেননি, নিজের প্রভাব খাটিয়েছিলেন। এবার আর কোনও জারিজুরি খাটল না। গ্রেফতারির পর মাগশট (Mugshot) তুলতে বাধ্য হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর তা প্রকাশ্য়ে আসতেই ভাইরাল হয়ে গেল। ওই ছবিতে দেখা গিয়েছে, কার্যত রাগে-ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প। প্রায় আধ ঘণ্টা আটলান্টার জর্জিয়া জেলে কাটান তিনি। পরে মোটা টাকার বন্ডে জামিন পান।
বিগত কয়েক দশকে, রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কেরিয়ারের উত্থান থেকে শুরু করে হোয়াইট হাউসে কাটানো চার বছর, অগুনতি ছবির মধ্য়ে ডোনাল্ড ট্রাম্পের এই ছবিটিই সবথেকে বেশি ভাইরাল হয়েছে। জামিন পাওয়ার পর ট্রাম্প নিজেই তাঁর নিজস্ব সামাজিক মাধ্য়ম ট্রুথ সোশ্যালে মাগশটের ছবি শেয়ার করেন। ব্যস, তারপরই ছবি ভাইরাল! রিপাবলিকান ও ডেমোক্রাট-উভয় দলের সমর্থকরাই ট্রাম্পের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ওই ছবি পোস্ট করে সমর্থন ও সমালোচনা-দুইই করেন।
আসন্ন ২০২৪ সালের নির্বাচনেও ফের একবার পদপ্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারের মাঝেই গ্রেফতার হলেন তিনি। আটলান্টা পুলিশের তরফে জানানো হয়েছে, ২০২০ সালের নির্বাচনে কারচুপি ও চক্রান্তের অভিযোগে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। তিনিই প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ দায়ের হয়েছে। এর আগেও একবার গ্রেফতার হলেও, এই প্রথম ট্রাম্পের মাগশট নেওয়া হল।
জানা গিয়েছে, বাকি কর্তৃপক্ষ ছাড় দিলেও, ট্রাম্পের জেদকে গুরুত্বও দেননি জর্জিয়ার ফুলটন কাউন্টির শেরিফ প্যাট লাবাট। তিনি সাফ জানান, বাকি অপরাধীদের মতোই গণ্য করা হবে ডোনাল্ড ট্রাম্পকে। কোনও বিশেষ সুবিধা বা আইনি ছাড় পাবেন না তিনি। ধৃতের মাগশট নেওয়া বাধ্য়তামূলক। ফলে সেই নিয়ম অনুসরণ করতে বাধ্য ট্রাম্প। তাঁর মাগশট ও আঙুলের ছাপ নেওয়া হয়। পরে যদিও ২০০,০০০ ডলার বন্ডে জামিন পান তিনি। মোট ২০ মিনিট জেলে ছিলেন ট্রাম্প।
ছবিতে দেখা যায়, ৭৭ বছরের ট্রাম্প ক্যামেরার দিকে ভুরু কুচকে তাকিয়ে রয়েছেন। আটলান্টার ফুলটন জেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্যে ট্রাম্পের বিবরণীতে উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। ওজন ৯৭ কেজি এবং তাঁর চুলের রঙ ব্লন্ড বা স্ট্রবেরি বলে উল্লেখ করা হয়েছে।
জামিনের পর ট্রাম্প নিজের মাগশটের ছবি পোস্ট করে লেখেন, “আজ, জর্জিয়ার ফুলটন কাউন্টির অন্যতম কুখ্যাত জেলে আমায় বিনা কোনও অপরাধে গ্রেফতার করা হয়।”