Donald Trump: ‘সম্পূর্ণ নির্দোষ আমি’, ২ লাখ ডলার দিয়ে জামিন পেতেই ফুঁসে উঠলেন ট্রাম্প

TV9 Bangla Digital | Edited By: Manu Choudhary

Sep 20, 2024 | 11:34 AM

Donald Trump Arrested: মাত্র আধ ঘণ্টা জেলে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। পরে ২০০,০০০ ডলারের বন্ডে তিনি জামিন পান।

Donald Trump: সম্পূর্ণ নির্দোষ আমি, ২ লাখ ডলার দিয়ে জামিন পেতেই ফুঁসে উঠলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প।
Image Credit source: Twitter

Follow Us

আটলান্টা: গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মাত্র ৩০ মিনিটের জন্য় জেলে গিয়েছিলেন তিনি। তারপরই জামিন (Bail) পেয়ে যান তিনি। গ্রেফতারির পরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা করা হচ্ছে”।

বৃহস্পতিবারই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কারচুপি ও প্রভাবিত করার জন্য় চক্রান্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই  অভিযোগের ভিত্তিতেই জর্জিয়া জেলে গ্রেফতার করা হয় ট্রাম্পকে। তবে মাত্র আধ ঘণ্টা জেলে ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। পরে ২০০,০০০ ডলারের বন্ডে তিনি জামিন পান।

জামিনের পেয়েই আটলান্টা থেকে নিউ জার্সিতে ফিরে যান প্রাক্তন প্রেসিডেন্ট। তবে বিমানে ওঠার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “এখানে যা হল, তা ন্যায়বিচারের সঙ্গে প্রতারণা। আমরা কোনও ভুল কাজ করিনি। আমি কোনও অপরাধ করিনি। ওরা যা করছে, তা হল নির্বাচনে হস্তক্ষেপ।”

যদিও কার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনছেন, সে বিষয়ে খোলসা করে কিছু বলেননি ট্রাম্প। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মত, দীর্ঘদিন ধরেই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য ডেমোক্র্যাট নেতাদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ আনছেন ট্রাম্প। নির্বাচনকে প্রভাবিত করা বা তাতে হস্তক্ষেপের অভিযোগও তাঁদের বিরুদ্ধেই এনেছেন সম্ভবত।

এদিকে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডোনাল্ড ট্রাম্পের মাগশট। গ্রেফতারির পর এই ছবি তোলা হয়, যেখানে নাম, বয়স, উচ্চতা সহ শারীরিক বিবরণ দেওয়া থাকে। আটলান্টার ফুলটন জেল কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্যে ট্রাম্পের বিবরণীতে তাঁর উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি বলে উল্লেখ করা হয়েছে। ওজন ৯৭ কেজি এবং তাঁর চুলের রঙ ব্লন্ড বা স্ট্রবেরি বলে উল্লেখ করা হয়েছে।

Next Article