Pakistan: ‘মানবজাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত’, চন্দ্রযান-৩-র অবতরণ পাকিস্তানেও লাইভ দেখানোর দাবি প্রাক্তন মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 23, 2023 | 11:34 AM

Chandrayaan-3: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন ফাওয়াদ চৌধুরি। মঙ্গলবার তিনি এক্স (টুইটারের নতুন নাম) বলেন, "পাকিস্তান মিডিয়ার উচিত চন্দ্রযানের চাঁদে অবতরণের লাইভ কভারেজ দেখানো..."।

Pakistan: মানবজাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত, চন্দ্রযান-৩-র অবতরণ পাকিস্তানেও লাইভ দেখানোর দাবি প্রাক্তন মন্ত্রীর
ভারতের চন্দ্রাভিযানের প্রশংসা পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী।
Image Credit source: TV9 বাংলা

Follow Us

ইসলামাবাদ: ভারতের চন্দ্রাভিযানের প্রশংসা পাকিস্তানের। চন্দ্রযান-৩ এর চাঁদের মাটি স্পর্শ করার মুহূর্ত যেন পাকিস্তানের সংবাদমাধ্য়মেও দেখানো হয়, তার দাবি জানান পাকিস্তানের প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরি। ভারতের চন্দ্রাভিযানকে মানবজাতির কাছে এক ঐতিহাসিক মুহূর্ত, এমনটাই বলেন তিনি। এই অভিযানের জন্য ভারতীয় বৈজ্ঞানিক ও মহাকাশ গবেষকদের অভিনন্দনও জানান তিনি।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন ফাওয়াদ চৌধুরি। মঙ্গলবার তিনি এক্স (টুইটারের নতুন নাম) বলেন, “পাকিস্তান মিডিয়ার উচিত চন্দ্রযানের চাঁদে অবতরণের লাইভ কভারেজ দেখানো…এটা মানবজাতি, বিশেষ করে ভারতীয় বিজ্ঞানী ও মহাকাশ সমাজের জন্য ঐতিহাসিক মুহূর্ত… অনেক অভিনন্দন জানাচ্ছি।”

আজ, বুধবারই চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩। ইসরোর তরফে জানানো হয়েছে, আজ সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-৩। অবতরণের ঠিক আগের ২০ মিনিট সবথেকে ‘ভয়ে’র, এমনটাই জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। বিকেল ৫ টা ২০ মিনিট থেকেই চাঁদে অবতরণের লাইভ কভারেজ দেখানো হবে ইসরোর ফেসবুক, ইউটিউব ও ওয়েবসাইটে।

চন্দ্রযান-৩ যদি নিরাপদভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে পারে, তবে রাশিয়া, আমেরিকা ও চিনের পর ভারত চতুর্থ দেশ হবে, যারা চাঁদের মাটিতে অবতরণ করবে। এর আগে সোমবার রাশিয়ার লুনা-২৫ এর অবতরণ করার কথা ছিল চাঁদের পৃষ্ঠে, কিন্তু শেষ মুহূর্তে রবিবার চাঁদের বুকে আছড়ে পড়ে লুনা। ব্যর্থ হয় রাশিয়ার চন্দ্রাভিযান। ফলে গোটা বিশ্বের নজর এখন ভারতের চন্দ্রযাব-৩ এর উপরেই রয়েছে। চাঁদে মোট ১৪ দিন থাকবে ল্যান্ডার বিক্রম, যা চাঁদের সময় অনুযায়ী ১ দিন। এই সময়ের মধ্যে ল্যান্ডার চাঁদের মাটির নমুনা সংগ্রহ করবে এবং ছবি পাঠাবে।

Next Article