Video: মঞ্চে পড়ে ভারতের জাতীয় পতাকা, দেখা মাত্রই প্রধানমন্ত্রী মোদী কুড়িয়ে পকেটে রাখলেন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Aug 24, 2023 | 5:12 PM

BRICS: ফটোশ্যুটের মঞ্চে কেন এভাবে জাতীয় পতাকা পড়েছিল, তা নিয়ে প্রশ্নের মুখে উদ্যোক্তাদের ভূমিকা। যদিও উদ্যোক্তাদের দাবি, ফটোশ্যুটের সময় কোন দেশের প্রধান কোথায় দাঁড়াবেন, সেটা স্থির করতেই মঞ্চের উপর বিভিন্ন দেশের পতাকা ফেলে রাখা হয়েছিল।

Video: মঞ্চে পড়ে ভারতের জাতীয় পতাকা, দেখা মাত্রই প্রধানমন্ত্রী মোদী কুড়িয়ে পকেটে রাখলেন
ব্রিকস সম্মেলনের মঞ্চে পড়ে থাকা জাতীয় পতাকা তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: PTI

Follow Us

জোহানেসবার্গ: দেশের সম্মানের প্রতি সদা সতর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কোনওভাবে জাতীয় পতাকার অমর্যাদা হতে দিতে নারাজ তিনি। তাই ব্রিকস (BRICS) সম্মেলনে ফটোশুটের সময় মঞ্চের উপর তেরঙ্গা পড়ে থাকলে সেটি নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি নিজের হাতে তেরঙ্গা (National Flag) কুড়িয়ে নিয়ে পকেটে রাখেন। যা দেখে দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রীও তাঁর দেশের জাতীয় পতাকাটি মঞ্চ থেকে তোলেন। দেশ ও জাতীয় পতাকার প্রতি প্রধানমন্ত্রী মোদীর এই শ্রদ্ধা স্বাভাবিকভাবেই বিশ্বের দরবারে ভারতকে বিশেষ মর্যাদায় আসীন করে। প্রধানমন্ত্রীর তেরঙ্গা কুড়োনোর ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল ভিডিয়োটিতে কী দেখা যাচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, বুধবার ব্রিকস সম্মেলনে ফটোশুট সেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ক্রিল রামাফোসা একসঙ্গে মঞ্চে ওঠেন। সেই মঞ্চের উপর পড়েছিল বিভিন্ন দেশের জাতীয় পতাকা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট তাঁর দেশের জাতীয় পতাকাটি নজর না করে তার উপরই দাঁড়িয়ে পড়েন। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর এড়ায়নি তেরঙ্গা। তিনি মঞ্চে উঠেই নীচু হয়ে তেরঙ্গাটি তোলেন এবং নিজের জ্যাকেটের পকেটে রাখেন। তারপর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টও তাঁর দেশের পতাকাটি কুড়িয়ে নেন। এরপর সামিটের উদ্যোক্তাদের একজন মঞ্চে উঠে এসে প্রেসিডেন্ট ক্রিলের হাত থেকে জাতীয় পতাকাটি সংগ্রহ করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও তেরঙ্গাটি নিতে যান। কিন্তু, প্রধানমন্ত্রী মোদী সেটি দেননি, নিজের কাছেই রাখেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এভাবে দেশের জাতীয় পতাকা মঞ্চ থেকে কুড়িয়ে নিয়ে জ্যাকেটে রাখার ঘটনা তাঁর দেশাত্মবোধেরই পরিচয়বহ। তবে ফটোশুটের মঞ্চে কেন এভাবে জাতীয় পতাকা পড়েছিল, তা নিয়ে প্রশ্নের মুখে উদ্যোক্তাদের ভূমিকা। যদিও উদ্যোক্তাদের দাবি, ফটোশুটের সময় কোন দেশের প্রধান কোথায় দাঁড়াবেন, সেটা স্থির করতেই মঞ্চের উপর বিভিন্ন দেশের পতাকা ফেলে রাখা হয়েছিল।

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও ব্রাজিল, রাশিয়া এবং চিনের রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দিয়েছেন।

Next Article