জোহান্সবার্গ: আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বের দরবারে উন্নয়নের ইঞ্জিন হয়ে উঠবে ভারত, মঙ্গলবার ব্রিকসের মঞ্চে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। উন্নয়নের লক্ষ্যে ভারত যে আর্থিক পরিবর্তন ও প্রযুক্তিগত বিভিন্ন ধাপ পার করেছে, তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ব্রিকস বিজনেস ফোরামে (BRICS Business Forum) তিনি বলেন, “আগামী ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার শপথ নিয়েছে ভারত।”
ব্রিকস বিজনেস সামিটে যোগ দিতে মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ব্রিকস বিজনেস কাউন্সিলের দশম বর্ষপূর্তিতে অভিনন্দন জানান। তিনি বলেন, “ব্রিকসের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্য়ে আর্থিক সহযোগিতা তৈরিতে কাউন্সিল বিশেষ ভূমিকা পালন করেছে।”
ব্রিকসের মঞ্চে প্রধানমন্ত্রী মোদী বলেন, “ব্রিকস বিজনেস কাউন্সিলের দশম বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন। বিগত ১০ বছরে আমাদের মধ্যে আর্থিক সহযোগিতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছে ব্রিকস বিজনেস কাউন্সিল। ২০০৯ সালে যখম প্রথম ব্রিকস সামিট হয়েছিল, তখন বিশ্ব সবে মাত্র বিশাল এক আর্থিক সঙ্কট থেকে বেরিয়ে আসছিল। সেই সময়ে বৈশ্বিক অর্থনীতিতে আশার আলো হয়ে উঠে এসেছিল ব্রিকস। বর্তমান সময়েও করোনা প্য়ান্ডেমিক ও বিভিন্ন সমস্যা নিয়ে উদ্বেগের মাঝেও বিশ্ব ই-অর্থনীতি চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে। এই সময়েও ব্রিকস সদস্য দেশগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ভারতের অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বৈশ্বিক অর্থনীতির অস্থির পরিস্থিতিতেও ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। শীঘ্রই ভারত ৫ ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে। বিশ্বের উন্নয়নের ইঞ্জিন হয়ে উঠবে ভারত। এবং এর কারণ হল ভারত সঙ্কট ও প্রতিবন্ধকতাকে আর্থিক উন্নয়নের সুযোগে পরিণত করেছে। ভারতের মানুষ শপথ নিয়েছে যে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করবে।”
তিনি আরও বলেন, “বিগত কয়েক বছরে আমরা মিশন মোডে বিভিন্ন পরিবর্তন করেছি এবং এগুলি ভারতে বাণিজ্য় ব্যবস্থাকে ক্রমাগত উন্নত করেছে। আমরা সম্মতির বোঝা কমিয়েছি এবং রেড টেপ সরিয়েছি। জিএসটির সূচনা বিনিয়োগকারীদের বিশেষ আত্মবিশ্বাস জুগিয়েছে। আমরা জনসেবা প্রদান ও সুশাসনকে গুরুত্ব দিয়েছি।”