১০ জনকে নিয়ে রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, যাত্রী তালিকায় নাম ওয়াগনার গ্রুপের প্রধানের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 23, 2023 | 11:47 PM

এই বাহিনী পুতিনের হয়ে দীর্ঘ দিন কাজ করেছে। এমনকি ইউক্রেন যুদ্ধের প্রথম সারিতে ছিল এই বাহিনী। কিন্তু কয়েক মাস আগে ওয়াগনারের সদস্যরা রাশিয়ার সেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল।

১০ জনকে নিয়ে রাশিয়ায় ভেঙে পড়ল বিমান, যাত্রী তালিকায় নাম ওয়াগনার গ্রুপের প্রধানের
ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন

Follow Us

মস্কো: রাশিয়ার কুখ্যাত ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন কি মারা গিয়েছেন? একটি বিমান দুর্ঘটনা ঘিরে এ রকমই জল্পনা ছড়িয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ গামী একটি বিমান বুধবার ভেঙে পড়েছে। সেই বিমানের যাত্রী তালিকায় নাম রয়েছে ইয়েভগেনি প্রিগোজিনের। প্রিগোজিন সশস্ত্র বাহিনী ওয়াগনারের প্রধান। এই বাহিনী পুতিনের হয়ে দীর্ঘ দিন কাজ করেছে। এমনকি ইউক্রেন যুদ্ধের প্রথম সারিতে ছিল এই বাহিনী। কিন্তু কয়েক মাস আগে ওয়াগনারের সদস্যরা রাশিয়ার সেনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। তার পর থেকেই পুতিনের রোষে পড়েন ‘বন্ধু’ প্রিগোজিন।

রাশিয়ায় ভেঙে পড়া যে বিমানটির যাত্রী তালিকায় প্রিগোজিন ছিল, তাতে তিনি চেপেছিলেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি। এই বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি সংবাদ সংস্থা বা রাশিয়ান প্রশাসনের সূত্রে। ওই বিমান প্রিগোজিনেরই ব্যক্তিগত বিমান ছিল বলে জানা গিয়েছে।

রাশিয়ার সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, সাত জন যাত্রী এবং তিন জন পাইলটকে নিয়ে যাচ্ছিল বিমানটি। মস্কো থেকে ১০০ কিলোমিটার উত্তরে টিভের এলাকায় তা ভেঙে পড়ে। কেন এই বিমান ভেঙে পড়ল তার তদন্ত শুরু হয়েছে বলে রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে।

Next Article