Dahala Election: দুপুরে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগদান, সন্ধ্যাতেই মিলল প্রধান, উপপ্রধানের পদ
Panchayat Election: নির্বাচনের ফলাফলের নিরিখে খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতে ম্যাজিক ফিগার ছিল না তৃনমূলের। ১৮ আসনের ওই গ্রাম পঞ্চায়েতের ৬ টিতে তৃনমূল, বিজেপি ও সিপিএম উভয় দলই ৫ টি করে ও ২ টি আসন জেতে কুড়মি সমর্থিত নির্দল।
বিজেপির টিকিটে জয়ী হলেও পঞ্চায়েত গঠনের ঠিক আগে দুজন যোগ দিলেন ঘাসফুল শিবিরে। দুপুরে সেই যোগদান পর্বের পরেই বোর্ড গঠনে অংশ নিয়ে প্রধান ও উপপ্রধানের পদ পেলেন দলবদলু দুই পঞ্চায়েত সদস্য। ঘটনা বাঁকুড়ার খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতের।
নির্বাচনের ফলাফলের নিরিখে খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতে ম্যাজিক ফিগার ছিল না তৃনমূলের। ১৮ আসনের ওই গ্রাম পঞ্চায়েতের ৬ টিতে তৃনমূল, বিজেপি ও সিপিএম উভয় দলই ৫ টি করে ও ২ টি আসন জেতে কুড়মি সমর্থিত নির্দল। গতকাল ওই পঞ্চায়েতে ছিল বোর্ড গঠন। বোর্ড গঠনের ঠিক আগে গতকাল দুপুরে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির টিকিটে জেতা অসিতকুমার মাহাতো ও নিবেদিতা মন্ডল নামের দুই পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগ দেন এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির হাত ধরে। স্বাভাবিক ভাবে ওই গ্রাম পঞ্চায়েতে তৃনমূলের পক্ষে থাকা সদস্যের সংখ্যা দাঁড়ায় ৮ জন। কুড়মি সমর্থিত নির্দলরা বোর্ড গঠনে অংশ না নেওয়ায় বিরোধীদলগুলির হাতেও থাকে ৮ টি আসন। এরপর পঞ্চায়েতে বোর্ড গঠনের জট কাটাতে লটারি করা হয়। লটারিতে প্রধান হিসাবে জয়ী হন বিজেপি ছেড়ে সদ্য তৃনমূলে যোগ দেওয়া অসিতকুমার মাহাতো। অন্যদিকে সংরক্ষিত পদে উপপ্রধানের পদ পান আরেক দলবদলু নিবেদিতা মন্ডল। দুপুরে দলবদলে সন্ধ্যায় প্রধান উপপ্রধানের পদ মেলায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে দহলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিজেপির দাবী ভয় দেখিয়ে ও প্রলোভন দিয়ে বিজেপির ওই দুই সদস্যকে নিজেদের দলে টেনেছে তৃনমূল। তৃনমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। তৃনমূলের দাবী উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই এই যোগদান। তৃনমূলের সুরে সুর মিলিয়েছেন দলবদলুরাও।