আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল
Manoj Tigga |
695314 |
BJP |
Won |
Prakash Chik Baraik |
619867 |
TMC |
Lost |
Mili Oraon |
39709 |
RSP |
Lost |
Parimal Oraon |
12584 |
IND |
Lost |
Arjun Indwar |
11122 |
IND |
Lost |
Munib Narjinary |
6648 |
BSP |
Lost |
Rahul Marak |
5695 |
KMSP |
Lost |
Chandan Oraon |
2787 |
SUCI |
Lost |
Nripendra Narayan Debkarjee |
2055 |
KPP(U) |
Lost |
Babita Bara |
1552 |
GNASURKP |
Lost |
Binay Murmu |
- |
NBENPP |
Lost |
পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম আলিপুরদুয়ার। রাজ্যের অপেক্ষাকৃত নতুন জেলাগুলির মধ্যে একটি হল আলিপুরদুয়ার। আর সেই জেলায় রয়েছে এই একটিমাত্র লোকসভা কেন্দ্র। তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত রয়েছে এই আসনটি। এই জেলার বেশিরভাগ বাসিন্দা তফসিলি জাতি ও উপজাতির মানুষ। এই কেন্দ্রে রাজনীতির রঙ বদলেছে বারবার। একসময় বামেদের হাতে থাকা আলিপুরদুয়ার কেন্দ্র বর্তমানে বিজেপির হাতে। এই জেলার অধীনে রয়েছে পাঁচটি বিধানসভা কেন্দ্র। আলিপুরদুয়ারের অন্তর্গত পাঁচ বিধানসভা কেন্দ্র হল কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, মাদারিহাট ও ফালাকাটা। ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে এই কেন্দ্রের সাংসদ হন জন বার্লা। তবে এবার ওই কেন্দ্রে জন বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। মনোজ টিগ্গার নাম ঘোষণা করা হয়েছে বিজেপির প্রার্থী হিসেবে। আলিপুরদুয়ার কেন্দ্রে আদিবাসী ভোট একটা বড় ফ্যাক্টর। সব দলই সেই ভোটব্যাঙ্ককে পাখির করে লড়াই করে। সেই কারণেই জন বার্লাকে ২০১৯ সালে সামনে এনেছিল বিজেপি। এনআরসি ইস্যুকে সামনে রেখে গত লোকসভা নির্বাচনে লড়াই করে গেরুয়া শিবির। অন্যদিকে, ২০১৯-এ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন দশরথ তিরকে। আরএসপি ও কংগ্রেসের প্রার্থী ছিলেন মিলি ওরাওঁ ও মোহনলাল বসুমাতা। ২০১৯-এ এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল ৭ লক্ষ ৫০ হাজার ৮০৪টি ভোট, তৃণমূল পেয়েছিল ৫ লক্ষ ৬ হাজার ৮১৫টি ভোট। ২১ হাজার ১৭৫টি ভোট পড়েছিল নোটায়। ২০১৯-এর আগে সালে এই কেন্দ্র ছিল তৃণমূলের হাতে। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে। বিজেপি ছিল দু নম্বরে। কম ব্যবধানেই পরাজিত হয়েছিল বিজেপি। তৃণমূল যেখানে পেয়েছিল ৩,৬২,৪৫৩টি ভোট, বীরেন্দ্র বরা ওঁরাও পেয়েছিলেন ৩,৩৫,৮৫৭টি ভোট। নোটা-য় ভোট পড়েছিল ১৯,৮৮৫টি। বারবার রঙ বদলেছে এই কেন্দ্রে। ২০০৯ সালে অর্থাৎ তৃণমূল রাজ্য়ে ক্ষমতায় আসার আগে এই কেন্দ্র ছিল বামেদের হাতে। আরএসপি-র মনোহর তিরকে সাংসদ হয়েছিলেন এই কেন্দ্র থেকে। দ্বিতীয় স্থানে পবন কুমার লাকড়া পেয়েছিলেন ২,৭২,০৬৮টি ভোট আর বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা ১,৯৯,৮৪৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। সেই মনোজ টিগ্গাই এবারের প্রার্থী। বিজেপির হাতে থাকা এই কেন্দ্রে এবার গেরুয়া শিবিরেই ক্ষোভের সুর। বাদ পড়ায় মন ভেঙেছে জন বার্লার। কেন্দ্রীয় মন্ত্রীর পদও পেয়েছিলেন তিনি। কিন্তু কোন অঙ্কে এবার বাদ পড়লেন, তা স্পষ্ট নয়। শুধু আদিবাসী ভোট নয়, চা বলয়ও এই কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর।
Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”