আরামবাগ লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল
Mitali Bag |
712587 |
TMC |
Won |
Arup Kanti Digar |
706188 |
BJP |
Lost |
Biplab Kumar Moitra |
92502 |
CPM |
Lost |
Raghu Mallik |
16130 |
IND |
Lost |
Subir Kumar Roy |
3831 |
BSP |
Lost |
Vaskar Malik |
3665 |
IND |
Lost |
Sukanta Porel |
1816 |
SUCI |
Lost |
Bablu Ghanti |
1629 |
IND |
Lost |
Abhijit Maji |
1606 |
IND |
Lost |
Alok Dolai |
1094 |
IND |
Lost |
এক সময়ে হুগলির আরামবাগে ছিল বামেদের একছত্র আধিপত্য়। রাজ্য়ে পালা বদলের পর অন্যান্য প্রান্তের মতো সেখানেও ঘাসফুল ঝড় ওঠে। বর্তমানে এই লোকসভা কেন্দ্রের নানা প্রান্তে ভালই শক্তি বৃদ্ধি করেছে বিজেপি। পদ্ম শিবিরের বিধায়কও রয়েছে এই লোকসভা কেন্দ্রে। ভারতের ৫৪৩টি সংসদীয় কেন্দ্রের মধ্যে ২৯ নম্বর কেন্দ্র আরামবাগ লোকসভা। এর মধ্যে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে ৬টি বিধানসভা কেন্দ্র হুগলি জেলায় রয়েছে। একটি বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে। হুগলিতে থাকা বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে রয়েছে হরিপাল, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ (এসসি), গোঘাট (এসসি), খানাকুল। পশ্চিম মেদিনীপুরে রয়েছে চন্দ্রকোনা। এটিও আরামবাগ লোকসভার মধ্যেই। ২০০৯ সালে কেন্দ্রটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়। আগে এই লোকসভার মধ্যেই ছিল ঘাটাল। কিন্তু, পরে তা সরে যায়। এই কেন্দ্রে মোট ভোট দাতার সংখ্য়া ১৬ লক্ষের উপর। ভারতের ২০০১ সালের জনগণনার রিপোর্ট বলছে শুধুমাত্র এই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা আরামবাগ শহরের জনসংখ্যা হল ৫৬,১২৯ জন। এর মধ্য়ে প্রায় ৫১ শতাংশ পুরুষ, ৪৯ শতাংশ মহিলা। সাক্ষরতার হার ৬৬ শতাংশ। শুরুতে এই লোকসভায় কিছু বছর ফরওয়ার্ড ব্লকের দাপট ছিল। ১৯৬৭-৭১ সাল পর্যন্ত আরামবাগের সাংসদ ছিলেন ফরওয়ার্ড ব্লকের অমিয়নাথ বোস। যদিও একাত্তর সাল থেকে ক্ষমতা বাড়াতে শুরু করে বামেরা। ১৯৭১ সালে জেতেন সিপিএম প্রার্থী মনোরঞ্জন হাজরা। এগারো থেকেই পালা বদলের ঝড় যদিও ১৯৭৭ সালে ক্ষমতায় আসেন ভারতীয় লোক দলের প্রার্থী প্রফুল্ল চন্দ্র সেন। ১৯৮০ সালে ফের ক্ষমতায় ফেরে বামেরা। ১৯৮৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রে একটানা সাংসদ ছিলেন দাপুটে সিপিএম নেতা অনিল বসু। ২০০৯ সালে সিপিএম থেকে জিতে আসেন শক্তি মোহন মালিক। তবে ২০১১ সালের রাজ্যজোড়া পালাবদলের পর থেকেই ঘুরতে থাকে আরামবাগের হাওয়া। ধীরে ধীরে শক্তি বাড়তে থাকে ঘাসফুল শিবিরের। ২০১৪ সালে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রথম জয় আসে তৃণমূলের। জেতেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও জিতে আসেন অপরূপা। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি দল। নজরে আগের লোকসভার খতিয়ান ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অপরূপা পেয়েছিলেন ৬,৪৯,৯২৯। দ্বিতীয় স্থানে থেকে বিজেপির তপন কুমার রায় পেয়েচিলেন ৬,৪৮,৭৮৭ ভোট। সিপিআইএম প্রার্থী শাক্তি মোহন মালিক পান ১,০০,৫২০ ভোট। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে অপরূপা পেয়েছিলেন ৭,৪৮,৭৬৪ ভোট। যদিও সেইবার দ্বিতীয় স্থানে ছিল বামেরা। সিপিআইএম প্রার্থী শক্তি মোহন মালিক পেয়েছিলেন ৪,০১,৯১৯ ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী মধুসূদন বাগ পেয়েছিলেন ১,৫৮,৪৮০ ভোট।
Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”