দমদম লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল
Saugata Roy |
528579 |
TMC |
Won |
Silbhadra Datta |
457919 |
BJP |
Lost |
Sujan Chakrabarty |
240784 |
CPM |
Lost |
Shekh Imanur Rahman |
6411 |
IND |
Lost |
Swami Nath Kori |
3766 |
BSP |
Lost |
Hirak Sinha |
3147 |
IND |
Lost |
Dulu Dey |
1694 |
IND |
Lost |
Banamali Panda |
1739 |
SUCI |
Lost |
Manika Mukherjee |
1237 |
BNARP |
Lost |
Santanu Mandal |
885 |
DSPOI |
Lost |
Gouri Biswas |
701 |
IND |
Lost |
Tridib Bhunia |
772 |
IND |
Lost |
Subrata Bhowmik |
604 |
MBMP |
Lost |
Hari Pada Biswas |
474 |
MPOI |
Lost |
এই মুহূর্তে রাজ্য রাজনীতির যে প্রেক্ষাপট, তাতে দমদম লোকসভা এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ কেন্দ্রে ২০০৯ থেকে জিতে আসছেন তৃণমূলের সৌগত রায়। ২০১৯ সালেই জয়ের হ্যাট্রিক সেরে ফেলেছেন তিনি। কিন্তু ২০২৪-এর লোকসভা নির্বাচন তৃণমূলের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই মনে করছে রাজনৈতিক মহল। দমদম লোকসভা কেন্দ্র যে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত, নামগুলি বললেই এমন অনুমানের কারণ স্পষ্ট হয়ে যাবে। পুরনিয়োগের কাঁটা দমদম, দমদম উত্তর, পানিহাটি, খড়দহ, বরাহনগর, কামারহাটি, রাজারহাট গোপালপুর— এই সাত বিধানসভার সবক'টিতেই এখন ঘাসফুল ফুটে আছে ঠিকই। তবে এর মধ্যে একাধিক পুরসভার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। আরেকটু ভেঙে বললে, পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে। বরাহনগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম রয়েছে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে। প্রায়শই কোনও কোনও শাসকনেতাকে ডেকে পাঠায় তদন্তকারীরা। ঘণ্টার পর ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। স্বভাবতই এই কাঁটা কিছুটা হলেও এ ভোটে বিরোধীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে রাজনৈতিক মহলের মত। দল ছেড়েছেন তাপস রায় আরও একটি বিষয় উল্লেখ্য। বরাহনগরের বিধায়ক তাপস রায় লোকসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাঁর সঙ্গে এ দলের সম্পর্ক দুই দশকের বেশি সময়ের। ছেড়েছেন বিধায়ক পদও। বরাহনগরের তিনবারের বিধায়ক তিনি। এই তাপস আবার ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতিও ছিলেন। অর্থাৎ শাসক-সংগঠনের গুরুভারও ছিল তাঁর উপর। স্বভাবতই তাঁর দলত্যাগে শাসকশিবিরে কিছুটা হলেই ধাক্কা তো লেগেছেই। এই আবহে এবারের নির্বাচন। প্রথম সাংসদ কিন্তু জনতা পার্টিরই ১৯৭৭ সালে দমদম লোকসভা কেন্দ্র তৈরি হয়। অনেকেরই অজানা যে এই লোকসভা কেন্দ্রের প্রথম সাংসদ কিন্তু জনতা পার্টির ছিল। ১৯৭৭ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত এখানকার সাংসদ ছিলেন অশোককৃষ্ণ দত্ত। এরপর ১৯৮০ সালে এখানে সাংসদ হন সিপিএমের নীরেন ঘোষ। ১৯৮৪-এর লোকসভা ভোটে এই দমদম কংগ্রেসের হাতে যায়। আশুতোষ লাহা ছিলেন পাঁচ বছর সাংসদ পদে। ১৯৮৯ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সিপিএমের নির্মলকান্তি চট্টোপাধ্যায় এ কেন্দ্রের সাংসদ ছিলেন। সৌগতর হ্যাট্রিক, তবু 'কিন্তু' থাকছে... তবে দমদমে বিজেপির মাটিও খুব অশক্ত নয়। ১৯৯৮ থেকে ২০০৪ অবধি তপন শিকদার ছিলেন এ কেন্দ্রের সাংসদ। ২০০৪ সালে অবশ্য ফেরে সিপিএম। ২০০৯ অবধি অমিতাভ নন্দী সাংসদ পদে থেকেছেন। ২০০৯ সালে দমদম লোকসভা কেন্দ্রের পালে লাগে পরিবর্তনের হাওয়া। ২০০৯, ২০১৪, ২০১৯— পরপর তিনবারের সাংসদ সৌগত রায়। ২০১৯-এর ফলাফল ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সৌগত রায় ৫ লক্ষ ১২ হাজার ৬২টি ভোটে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৪ লক্ষ ৫৯ হাজার ৬৩টি ভোট। সিপিএমের নেপালদেব ভট্টাচার্যও লড়েছিলেন। তবে বড্ড কম ভোট পান। দেড় লাখের কিছু বেশি। এবার বিজেপি আদা জল খেয়ে এই কেন্দ্র দখলে মরিয়া। তৃণমূলও কোনওভাবেই মাটি ছাড়তে নারাজ। ভোটের দামামা বাজতেই দমদার দমদমে শুরু রাজনীতির লড়াই।
Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”