জঙ্গিপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Khalilur Rahaman 544427 TMC Won
Murtoja Hossain Bokul 427790 INC Lost
Dhananjay Ghosh 340814 BJP Lost
Rejaul Mondal 7500 IND Lost
Sajahan Biswas 6858 AISF Lost
Muktipada Konai 5671 IND Lost
Ashish Bhuimali 3951 IND Lost
Md Sahabuddin 3496 SDPI Lost
Md Sarwarul Islam Sarkar 3515 BSP Lost
Samiruddin 1950 SUCI Lost
Parimal Ghosh 1931 IND Lost
Sanuar Ali 1700 BHJKP Lost
Rajib Chatterjee 1532 BLRP Lost
Md Asadul Biswas 1340 IND Lost
জঙ্গিপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

মুর্শিদাবাদ জেলার একটি লোকসভা কেন্দ্র জঙ্গিপুর। এই লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা আসনই মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। বর্তমানে লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে। 

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা হল- সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম এবং খড়গ্রাম। তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুতে ২০২৩ সালে সাগরদিঘি আসনে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে জয়ী হন বাম-কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। তবে কয়েক মাসের মধ্যে তৃণমূলে যোগ দেন তিনি। 

২০১৯ সাল পর্যন্ত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র বাম ও কংগ্রেসের দখলেই ছিল। ১৯৬৭ সালে প্রথমবার এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়। জয়ী হন কংগ্রেসের লুৎফল হক। ১৯৭২ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। ১৯৭৭ সালে বামেরা এই আসনে জয়লাভ করে। ১৯৯৬ সাল পর্যন্ত আসনটি বামেদের দখলে ছিল। এরপর ১৯৯৬ সালে কংগ্রেস আসনটি পুনরুদ্ধার করে। তবে পাঁচ বছর পর আবার জয়ী হয় সিপিএম। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে এই আসনে প্রার্থী হন প্রণব মুখোপাধ্যায়। ২০১২ সাল পর্যন্ত তিনি জঙ্গিপুরের সাংসদ ছিলেন। ২০১২ সালে সাংসদ পদে ইস্তফা দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন প্রণববাবু। এবং রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর এই আসনে উপনির্বাচনে প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়কে প্রার্থী করে কংগ্রেস। উপনির্বাচনে তিনি জয়ী হন। ২০১৪ সালের নির্বাচনেও কংগ্রেস প্রার্থী হন অভিজিৎবাবু। এবারও জেতেন তিনি। তবে ২০১৯ সালের নির্বাচনে প্রথমবার এই আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

২০১৪ সালের নির্বাচন-

২০১২ সালের উপনির্বাচনে জয়ের পর অভিজিৎ মুখোপাধ্যায়কে ফের প্রার্থী করে কংগ্রেস। আর এই নির্বাচনে বাম ও কংগ্রেস প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। অভিজিৎ মুখোপাধ্যায় পান ৩ লক্ষ ৭৮ হাজার ২০১ ভোট। সেখানে সিপিএম প্রার্থী মুজফ্ফর হোসেন পান ৩ লক্ষ ৭০ হাজার ৪০ ভোট। ৮ হাজার ১৬১ ভোটে জেতেন অভিজিৎ মুখোপাধ্যায়।

২০১৯ সালের নির্বাচন-

২০১৯ সালের নির্বাচনে এই আসনে প্রথমবার জয়ের হাসি হাসে তৃণমূল। ঘাসফুল প্রার্থী খলিলুর রহমান পান ৫ লক্ষ ৬২ হাজার ৮৩৮ ভোট। কংগ্রেস ও বামেদের পিছন ফেলে এই আসনে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। পদ্ম প্রার্থী মাফুজা খাতুন পান ৩ লক্ষ ১৭ হাজার ৫৬ ভোট। আর ২০১৪ সালের বিজয়ী প্রার্থী কংগ্রেসের অভিজিৎ মুখোপাধ্যায় পান ২ লক্ষ ৫৫ হাজার ৮৩৬ ভোট। 

২০২৪ সালের নির্বাচনেও খলিলুর রহমানকে প্রার্থী করেছে তৃণমূল। আর এবারও বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন মাফুজা খাতুন। শেষপর্যন্ত শেষ হাসি কে হাসবে, সেটাই এখন দেখার। 
 

জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Khalilur Rahaman তৃণমূল কংগ্রেস Won 5,62,838 43.15
Mafuja Khatun বিজেপি Lost 3,17,056 24.30
Abhijit Mukherjee কংগ্রেস Lost 2,55,836 19.61
Md Zulfikar Ali সিপিআইএমএল Lost 95,501 7.32
Dr S Q R Ilyas ডব্লিউপিও আই Lost 21,302 1.63
Prasad Halder আইএনডি Lost 12,839 0.98
Taiedul Islam এস ডি পি আই Lost 11,696 0.90
Avijit Khamaru আইএনডি Lost 5,790 0.44
Samiruddin এস ইউ সি আই সি Lost 3,857 0.30
Shamimul Islam বিএসপি Lost 3,498 0.27
Dhananjoy Banerjee পি জে পি এস Lost 2,936 0.23
Nota NOTA Lost 11,355 0.87
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Pranab Mukherjee কংগ্রেস Won 5,06,749 54.24
Mriganka Sekhar Bhattacharya সিপিআইএমএল Lost 3,78,600 40.52
Debashish Majumdar বিজেপি Lost 21,791 2.33
Zamirul Hassan এউডিএফ Lost 19,000 2.03
Tapas Saha আইএনডি Lost 8,141 0.87
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Abhijit Mukherjee কংগ্রেস Won 3,78,201 33.80
Muzaffar Hossain সিপিআইএমএল Lost 3,70,040 33.07
Sk Nurul Islam তৃণমূল কংগ্রেস Lost 2,07,455 18.54
Samrat Ghosh বিজেপি Lost 96,751 8.65
Md Sahabuddin এস ডি পি আই Lost 17,257 1.54
Abhijit Sarkar আইএনডি Lost 10,055 0.90
Monirul Islam ডব্লিউপিও আই Lost 9,476 0.85
Abdus Sayeed এস ইউ সি আই সি Lost 7,926 0.71
Sanjit Singh বিএসপি Lost 5,507 0.49
Dhananjay Banerjee এএমবি Lost 3,019 0.27
Md Ginnatulla Sk জেইএসএম Lost 2,318 0.21
Nota NOTA Lost 11,079 0.99
জঙ্গিপুর লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনJangipur মনোনয়ন জমা7 মনোনয়ন বাতিল1 মনোনয়ন প্রত্যাহার1 জামানত জব্দ3 মোট প্রার্থী5
পুরুষ ভোটার5,61,735 মহিলা ভোটার5,25,319 অন্যান্য ভোটার- মোট ভোটার10,87,054 ভোটের তারিখ07/05/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনJangipur মনোনয়ন জমা11 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ8 মোট প্রার্থী11
পুরুষ ভোটার7,14,890 মহিলা ভোটার6,76,753 অন্যান্য ভোটার13 মোট ভোটার13,91,656 ভোটের তারিখ24/04/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনJangipur মনোনয়ন জমা11 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ8 মোট প্রার্থী11
পুরুষ ভোটার8,26,225 মহিলা ভোটার7,89,947 অন্যান্য ভোটার41 মোট ভোটার16,16,213 ভোটের তারিখ23/04/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনJangipur মোট জনসংখ্যা22,85,797 শহুরে জনসংখ্যা (%) 22 গ্রামীণ জনসংখ্যা (%)78 তফসিলি জাতির জনসংখ্যা (%)16 তফসিলি জনজাতি (%)2 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)82
হিন্দু (%)35-40 মুসলিম (%)60-65 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 0-5
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”