মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল
প্রার্থীদের নাম | মোট ভোট | পার্টি | सফল |
---|---|---|---|
Abu Taher Khan | 682442 | TMC | Won |
Md Salim | 518227 | CPM | Lost |
Gouri Sankar Ghosh | 292031 | BJP | Lost |
Habib Saikh | 12370 | AISF | Lost |
Asim Ray | 5534 | BLRP | Lost |
Sahabuddin Mallik | 4156 | IND | Lost |
Rafikul Islam | 4065 | IND | Lost |
Md Taiedul Islam | 3293 | SDPI | Lost |
Mahafujul Alam | 3426 | SUCI | Lost |
Dhananjoy Sarkar | 1539 | IND | Lost |
Krishna Prosad Biswas | 1206 | IND | Lost |
মুর্শিদাবাদ জেলার একটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে ৬টি রয়েছে মুর্শিদাবাদ জেলায়। আর একটি বিধানসভা আসন নদিয়া জেলায়। এই লোকসভা কেন্দ্র দীর্ঘ সময় বামেদের দখলে ছিল। কংগ্রেসও বেশ কয়েকবার এই আসনে জিতেছে। বর্তমানে এই লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে।
মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা আসন হল- ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবং করিমপুর। এর মধ্যে করিমপুর বিধানসভা আসনটি নদিয়া জেলায়। বাকি ৬টি আসন মুর্শিদাবাদ জেলায়। একুশের বিধানসভা নির্বাচনে সাতটি আসনের মধ্যে মুর্শিদাবাদে জেতেন বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। বাকি ৬টি আসনে জেতেন তৃণমূল প্রার্থীরা।
১৯৫২ সালে দেশের প্রথম লোকসভা নির্বাচনে এই আসনে জেতে কংগ্রেস। তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি এক সময় দীর্ঘদিন বামেদের দখলে ছিল। ১৯৮০ সালের লোকসভা নির্বাচনে প্রথম বার এই আসনে জেতে বামেরা। তার পর থেকে ২০০৪ সাল পর্যন্ত এই কেন্দ্র তাদের দখলে ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার এই আসনে জেতে তৃণমূল।
২০১৪ সালের নির্বাচনের ফলাফল-
২০১৪ সালে এই কেন্দ্রে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সিপিএম প্রার্থী বদরুদ্দোজা খান ৪ লক্ষ ২৬ হাজার ৯৪৭ ভোট পান। কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান হোসেন পান ৪ লক্ষ ৮ হাজার ৪৯৪ ভোট। সেখানে তৃণমূল প্রার্থী মহম্মদ আলির প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ২ লক্ষ ৮৯ হাজার ২৭। চতুর্থ স্থানে থাকা বিজেপি প্রার্থী সুজিত কুমার ঘোষ পান ১ লক্ষ ১ হাজার ৬৯ ভোট। বদরুদ্দোজা খান জেতেন ১৮ হাজার ৪৫৩ ভোটে। ২০১৪ সালে এই কেন্দ্রে ১২ লক্ষ ৮৭ হাজার ৭৬৪ ভোট পড়েছিল।
২০১৯ সালের নির্বাচনের ফলাফল-
২০১৯ সালের নির্বাচনে কংগ্রেস ও বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল তৃণমূল। রাজ্যের শাসকদল প্রার্থী করেছিল আবু তাহের খানকে। আর কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন আবু হেনা। কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে গিয়ে প্রার্থী হন হুমায়ুন কবীর। তৃণমূল প্রার্থী পেয়েছিলেন ৬ লক্ষ ৪ হাজার ৩৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আবু হেনা পান ৩ লক্ষ ৭৭ হাজার ৯২৯ ভোট। বিজেপি প্রার্থী হুমায়ুন পান ২ লক্ষ ৪৭ হাজার ৮০৯ ভোট। ২ লক্ষ ২৬ হাজার ৪১৭ ভোটে জেতেন আবু তাহের খান। মোট ভোট পড়েছিল ১৪ লক্ষ ৫৪ হাজার ১৯২।
২০২৪ সালের নির্বাচনে এই আসনে বিজেপি প্রার্থী করেছে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। তৃণমূল তাদের বর্তমান সাংসদ আবু তাহের খানকেই টিকিট দিয়েছে। তৃণমূল তাদের আসন ধরে রাখবে নাকি অন্য কোনও দল জয়ী হবে, সেটাই এখন দেখার।
প্রার্থীদের নাম | ফলাফল | মোট ভোট | ভোট শতাংশ |
---|---|---|---|
Abu Taher Khan তৃণমূল কংগ্রেস | Won | 6,04,346 | 41.57 |
Abu Hena - Late Abdus Sattar কংগ্রেস | Lost | 3,77,929 | 26.00 |
Humayun Kabir বিজেপি | Lost | 2,47,809 | 17.05 |
Badaruddoza Khan CPM | Lost | 1,80,793 | 12.44 |
Humayun Kabir Sekh আইএনডি | Lost | 7,180 | 0.49 |
Kamarujjaman (Bakul) Khandekar এস ইউ সি আই সি | Lost | 5,655 | 0.39 |
Mijanul Haque বিএসপি | Lost | 4,521 | 0.31 |
Md Jalaluddin Mondal আইএনডি | Lost | 4,040 | 0.28 |
Md Habibur Rahaman জেইএসএম | Lost | 2,839 | 0.20 |
Abu Hena - Sazzad Ali আইএনডি | Lost | 2,503 | 0.17 |
Dhananjoy Sarkar বিএমইউপি | Lost | 1,115 | 0.08 |
Nota NOTA | Lost | 15,025 | 1.03 |
প্রার্থীদের নাম | ফলাফল | মোট ভোট | ভোট শতাংশ |
---|---|---|---|
Abdul Mannan Hossain কংগ্রেস | Won | 4,96,348 | 47.21 |
Anisur Rehman সিপিআইএমএল | Lost | 4,60,701 | 43.82 |
Nirmal Kumar Saha বিজেপি | Lost | 42,290 | 4.02 |
Santwana Halder (Saha) আইএনডি | Lost | 11,991 | 1.14 |
Khadija Banu আইএনডি | Lost | 9,090 | 0.86 |
Dr Sukumar Ghosh আইএনডি | Lost | 8,204 | 0.78 |
Chitta Ranjan Mondal বিএসপি | Lost | 7,913 | 0.75 |
Alam Mehdi আইএনডি | Lost | 5,897 | 0.56 |
Jaforulla Molla এউডিএফ | Lost | 5,630 | 0.54 |
Chandan Kr Mondal আইএনডি | Lost | 1,970 | 0.19 |
Md Sahazamal এসপি | Lost | 1,349 | 0.13 |
প্রার্থীদের নাম | ফলাফল | মোট ভোট | ভোট শতাংশ |
---|---|---|---|
Badaruddoza Khan সিপিআইএমএল | Won | 4,26,947 | 33.15 |
Abdul Mannan Hossain কংগ্রেস | Lost | 4,08,494 | 31.72 |
Ali Mohammad তৃণমূল কংগ্রেস | Lost | 2,89,027 | 22.44 |
Sujit Kumar Ghosh বিজেপি | Lost | 1,01,069 | 7.85 |
Md Najmul Hoque এআইইউডিএফ | Lost | 11,333 | 0.88 |
Kamarujjaman Khandekar (Bakul) এস ইউ সি আই সি | Lost | 8,378 | 0.65 |
Md Khodabox Sekh ডব্লিউপিও আই | Lost | 6,445 | 0.50 |
Masudul Islam এস ডি পি আই | Lost | 6,010 | 0.47 |
Jitendra Nath Halder বিএসপি | Lost | 5,722 | 0.44 |
Abdul Bari আইইউএমএল | Lost | 5,383 | 0.42 |
Asim Kumar Das আইএনডি | Lost | 4,539 | 0.35 |
Swapan Kumar Mandal এএমবি | Lost | 4,260 | 0.33 |
Nota NOTA | Lost | 10,156 | 0.79 |
Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”