পুরুলিয়া লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Jyotirmay Singh Mahato 578489 BJP Won
Shantiram Mahato 561410 TMC Lost
Nepal Chandra Mahato 129157 INC Lost
Ajit Prasad Mahata 98658 IND Lost
Dhirendranath Mahato 14572 AIFB Lost
Sontosh Rajoward 7760 BSP Lost
Susmita Mahato 6109 SUCI Lost
Gorish Roy 4809 IND Lost
Bhagwat Dass Shastri 4512 IND Lost
Asit Baran Mahato 3877 PDS Lost
Pijush Kanti Rajak 3418 IND Lost
Ajit Mahato 3318 IND Lost
পুরুলিয়া লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

পুরুলিয়া লোকসভা কেন্দ্র। বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হল পুরুলিয়া। কারণ, আদিবাসী কুড়মি সমাজের এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের একটি বড় ফ্যাক্টর। এবারের লোকসভা নির্বাচনে কুড়মি সমাজ আলাদা করে ভোটে লড়াইয়েই ঘোষণা করে দিয়েছে। আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতোকে পুরুলিয়া থেকে প্রার্থী করেছে আদিবাসী কুড়মি সমাজ। এবারের লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় মূলত দ্বিমুখী লড়াই। তৃণমূল বনাম বিজেপি। তৃণমূল প্রার্থী করেছে শান্তিরাম মাহাতোকে। বিজেপির থেকে পুরুলিয়ায় ফের একবার ভোটে লড়ছেন বিদায়ি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি বনাম তৃণমূলের এই লড়াইয়ের মাঝে কুড়মি সমাজের প্রার্থী কতটা দাগ কাটতে পারে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিজেপির দুর্ভেদ্য কেল্লা পুরুলিয়া

পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র। বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর ও পারা - এই সাতটি বিধানসভা নিয়ে তৈরি পুরুলিয়া লোকসভা কেন্দ্র। একুশের বিধানসভা নির্বাচনের নিরিখে দেখতে গেলে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপিরই দাপট বেশি। সাতটির মধ্য পাঁচটি বিধানসভা কেন্দ্রেরই  পদ্ম ফুটিয়েছিল বিজেপি। কেবল বাঘমুণ্ডি ও মানবাজার তৃণমূল নিজের দখলে রাখতে পেরেছিল। তাছাড়া উনিশের লোকসভা নির্বাচনেও এই পুরুলিয়া থেকে পদ্ম ফুটিয়েছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো। সেদিক থেকে দেখতে গেলে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি ও তৃণমূলের মধ্যে।

এককালে শোনা যেত ফরওয়ার্ড ব্লকের সিংহের গর্জন

বাম জমানায় এই পুরুলিয়া ছিল ফরওয়ার্ড ব্লকের অন্যতম শক্ত ঘাঁটি। বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকই বরাবর প্রার্থী দিয়েছে এখানে। সেই ১৯৭৭ সাল থেকে এখানে জিতছে ফরওয়ার্ড ব্লক। টানা দশবার লোকসভা ভোটে সিংহ প্রার্থীর উপরেই ভরসা রেখেছিল পুরুলিয়া। এমনকী ২০০৯ সালের লোকসভা নির্বাচনে যখন গোটা বাংলায় বাম-বিরোধী হাওয়া, তখনও পুরুলিয়ার শক্ত ঘাঁটি নিজেদের দখলে রাখতে পেরেছিল ফরওয়ার্ড ব্লক। কিন্তু খেলা ঘুরে যায় এরপরে। ২০১৪ সালে ফরওয়ার্ড ব্লককে হঠিয়ে দিয়ে পুরুলিয়ায় প্রথমবার জয় পায় তৃণমূল। কিন্তু সেই জয়ের আনন্দের স্থায়িত্ব ছিল ওই একটা টার্মেই। ২০১৯ সালেই আবার মোদী ম্যাজিকে ভর করে পুরুলিয়ায় গেরুয়া ধ্বজা ওড়ায় বিজেপি। একনজরে দেখে নেওয়া যাক গত কয়েকটি লোকসভা নির্বাচনের হালহকিকত -

২০০৯ সালেও পুরুলিয়ার দুর্গ ধরে রাখে বামেরা

২০০৯ সালে বাংলায় চারদিকে তখন তৃণমূল সবুজ আবির ওড়াতে শুরু করেছে। বাম শাসনের বিরুদ্ধে এক প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠতে শুরু করেছে। সেই সময়ে লোকসভা নির্বাচনে পুরুলিয়া থেকে বামেদের প্রার্থী হন ফরওয়ার্ড ব্লক নেতা নরহরি মাহাতো। প্রতিষ্ঠান বিরোধিতার সেই হাওয়ার মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছিলেন নরহরি। পেয়েছিলেন ৩ লাখ ৯৯ হাজার ভোট। আর কংগ্রেসের শান্তিরাম মাহাতো পেয়েছিলেন ৩ লাখ ৭৯ হাজার ভোট। বিজেপির থেকে সেইবার প্রার্থী করা হয়েছিল সায়ন্তন বসুকে। তিনি পেয়েছিলেন ২১ হাজারের কিছু বেশি ভোট।

২০১৪-য় প্রথমবার পুরুলিয়ায় জয়ের স্বাদ তৃণমূলের

কিন্তু ২০১৪ সালের লোকসভা নির্বাচনে আর এই পুরুলিয়ার দুর্গ ধরে রাখতে পারেনি বামেরা। এবারও পুরুলিয়া থেকে বামেরা ভরসা রেখেছিল ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতোর উপর। কিন্তু তাঁকে পরাস্ত করে পুরুলিয়া থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মৃগাঙ্ক মাহাতো। তিনি পেয়েছিলেন ৪ লাখ ৬৮ হাজার ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নরহরি মাহাতো পেয়েছিলেন ৩ লাখ ১৪ হাজার ভোট। এছাড়া কংগ্রেসের নেপাল মাহাতো পেয়েছিলেন ২ লাখ ৫৭ হাজার ভোট এবং বিজেপির বিকাশ বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৮৬ হাজার ভোট।

জয়ের আনন্দ বেশিদিন টেকেনি তৃণমূলের, এক টার্ম পরেই বিজেপির দখলে

২০১৪ সালে প্রথমবার তৃণমূল দখল নেয় পুরুলিয়ার। কিন্তু সে হাসি বেশিদিন টেকেনি। ২০১৯ সালের লোকসভা জ্যোতির্ময় সিং মাহাতোর হাত ধরে রেকর্ড তৈরি করে বিজেপি। পদ্ম প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পান সাড়ে ৬ লাখেরও বেশি ভোট। ৬ লাখ ৬৮ হাজার। ভোট শতাংশ গত লোকসভার তুলনায় ৪২ শতাংশ বেড়ে যায়। ২০১৪ সালের লোকসভা ভোটে যেখানে ৭ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি, এবার তা বেড়ে হয় ৪৯.৩৩ শতাংশ।  আর তৃণমূলের মৃগাঙ্ক মাহাতো পেয়েছিলেন ৪ লাখ ৬৩ হাজার ভোট। কংগ্রেসের নেপাল মাহাতো পেয়েছিলেন ৮৪ হাজার ভোট। আর ফরওয়ার্ড ব্লকের শক্তি ক্রমশ কমতে কমতে একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে ভোট রাজনীতিতে। উনিশের ভোটে পুরুলিয়া থেকে চার বারের প্রাক্তন সাংসদ বীর সিং মাহাতোকে দাঁড় করিয়েছিল ফরওয়ার্ড ব্লক। কিন্তু চতুর্থ স্থানে ভোটের লড়াই শেষ করেন তিনি। পান  ৬৮ হাজারের কিছু বেশি ভোট।

এবারও কি দুর্গ ধরে রাখতে পারবে বিজেপি?

এবার সামনে আরও একটি বড় নির্বাচন। উনিশের লোকসভা ভোটে বাংলায় যে উল্কাগতির উত্থান দেখেছে বিজেপি, এবার তা আরও বাড়িয়ে নিতে চাইছে পদ্ম শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই টার্গেট জানিয়ে দিয়েছেন। বিয়াল্লিশে ৪২ চাইছে বিজেপি। এমন অবস্থায় এবার ফের একবার মুখোমুখি লড়াইয়ে নামছে তৃণমূল ও বিজেপি। বিজেপি কি পারবে তৃণমূলকে পরাস্ত করে পুরুলিয়ায় আবার গেরুয়া আবির ওড়াতে? আপাতত সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

পুরুলিয়া লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Jyotirmay Singh Mahato বিজেপি Won 6,68,107 49.30
Dr Mriganka Mahato তৃণমূল কংগ্রেস Lost 4,63,375 34.19
Nepal Mahata কংগ্রেস Lost 84,477 6.23
Bir Singh Mahato ফরওয়ার্ড ব্লক Lost 68,434 5.05
Anandi Tudu বিএসপি Lost 11,202 0.83
Mrityunjoy Mahato আইএনডি Lost 10,336 0.76
Sekh Fatik BNARP Lost 7,777 0.57
Barjuram Singh Sardar আইএনডি Lost 6,516 0.48
Uttam Tantubay বিএইচএমপি Lost 6,031 0.45
Rangalal Kumar এস ইউ সি আই সি Lost 4,369 0.32
Uma Charan Mahato আইএনডি Lost 3,876 0.29
Laxmikanta Mahata এএমবি Lost 3,503 0.26
Jawaharlal Mahato এমপিআই Lost 2,452 0.18
Dipendu Mahato জেএমএম Lost 1,798 0.13
Rajib Mahato এসএস Lost 1,661 0.12
Nota NOTA Lost 11,322 0.84
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Narahari Mahato ফরওয়ার্ড ব্লক Won 3,99,201 44.13
Shantiram Mahato কংগ্রেস Lost 3,79,900 42.00
Ajit Prasad Mahato জেএমএম Lost 30,799 3.41
Sayantan Basu বিজেপি Lost 21,509 2.38
Asit Baran Mahato বিএসপি Lost 20,499 2.27
Mrityunjay Mahato আইএনডি Lost 15,716 1.74
Mukesh Sahu আইএনডি Lost 9,183 1.02
Bisambar Mura আইএনডি Lost 8,739 0.97
Abhiram Besra জেডিপি Lost 6,857 0.76
Abinash Saren এএমবি Lost 2,942 0.33
Dhiren Rajak আইএনডি Lost 2,876 0.32
Amulya Ratan Mahato আইএনডি Lost 2,354 0.26
Dhiren Chandra Mahato জেডিইউ Lost 2,080 0.23
Umacharan Mahato আইএনডি Lost 1,863 0.21
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Mriganko Mahato তৃণমূল কংগ্রেস Won 4,68,277 38.87
Narahari Mahato ফরওয়ার্ড ব্লক Lost 3,14,400 26.10
Nepal Nahata কংগ্রেস Lost 2,57,923 21.41
Bikash Banerjee বিজেপি Lost 86,236 7.16
Subrarna Kumar এস ইউ সি আই সি Lost 11,266 0.94
Mihir Kumar Rajwar বিএসপি Lost 9,850 0.82
Ajit Prasad Mahata জেভিএম Lost 9,012 0.75
Tapan Kumar Mahato জেএমএম Lost 7,386 0.61
Baidyanath Hansda জেডিপি Lost 7,168 0.60
Monbodh Mahato আইএনডি Lost 6,774 0.56
Dhiren Rajak আইএনডি Lost 5,584 0.46
Purna Chandra Tudu আইএনডি Lost 4,073 0.34
Nota NOTA Lost 16,726 1.39
পুরুলিয়া লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনPurulia মনোনয়ন জমা16 মনোনয়ন বাতিল2 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ12 মোট প্রার্থী14
পুরুষ ভোটার6,49,056 মহিলা ভোটার6,08,743 অন্যান্য ভোটার- মোট ভোটার12,57,799 ভোটের তারিখ30/04/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনPurulia মনোনয়ন জমা16 মনোনয়ন বাতিল4 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ9 মোট প্রার্থী12
পুরুষ ভোটার7,64,758 মহিলা ভোটার7,07,169 অন্যান্য ভোটার6 মোট ভোটার14,71,933 ভোটের তারিখ07/05/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনPurulia মনোনয়ন জমা15 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ13 মোট প্রার্থী15
পুরুষ ভোটার8,43,205 মহিলা ভোটার8,02,670 অন্যান্য ভোটার9 মোট ভোটার16,45,884 ভোটের তারিখ12/05/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনPurulia মোট জনসংখ্যা22,44,195 শহুরে জনসংখ্যা (%) 13 গ্রামীণ জনসংখ্যা (%)87 তফসিলি জাতির জনসংখ্যা (%)20 তফসিলি জনজাতি (%)15 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)65
হিন্দু (%)85-90 মুসলিম (%)5-10 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 5-10
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”