Suvendu Adhikari: 'রাজ্যপাল বেআইনি কাজ করছেন', দাবি শুভেন্দুর; শুনে কী বললেন সিভি আনন্দ বোস?

Suvendu Adhikari: ‘রাজ্যপাল বেআইনি কাজ করছেন’, দাবি শুভেন্দুর; শুনে কী বললেন সিভি আনন্দ বোস?

Tanmoy Pramanik

| Edited By: Soumya Saha

Updated on: Apr 27, 2023 | 8:54 PM

CV Ananda Bose: শুভেন্দু বললেন, 'রাজ্যপাল রাজ্য সরকারকেও তো অনেকভাবে সাহায্য করছে। আমি সেগুলো বলতে চাই না। পরে একদিন বলব। সম্প্রতি লোকায়ুক্ত নিয়ে তিনি যেটি করেছেন, সম্পূর্ণ বেআইনি কাজ করেছেন।'

কলকাতা: ফের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) নিশানা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। রাজ্যপাল ‘বেআইনি’ কাজ করছেন বলে দাবি শুভেন্দুর। বললেন, ‘রাজ্যপাল রাজ্য সরকারকেও তো অনেকভাবে সাহায্য করছে। আমি সেগুলো বলতে চাই না। পরে একদিন বলব। সম্প্রতি লোকায়ুক্ত নিয়ে তিনি যেটি করেছেন, সম্পূর্ণ বেআইনি কাজ করেছেন। লোকায়ুক্তের চেয়ারম্যানের এক্সটেনশন হয় না। সেই এক্সটেনশনেও দিয়েছেন।’ এরপর বিরোধী দলনেতা আরও বলেন, ‘যেমন বীরেন্দ্রকে ইলেকশন কমিশন সরিয়েছে, তারপর উনি ইনফরমেশন কমিশনার করে দিয়েছেন। যখনই বেআইনি কাজ আটকাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর কর্মচারীরা রেগে উঠবে। আবার রাজ্যপাল কিছু একটা সহযোগিতা করে মিটিয়ে দেবেন।’ বললেন, ‘আমি গোপালকৃষ্ণ গান্ধীকে প্রণাম করি। জগদীপ ধনখড়কে স্যালুট করি।’

শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যকে অবশ্য বিরোধী দলনেতার মত প্রকাশের অধিকার হিসেবেই দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিরোধী দলনেতার মন্তব্যের পর রাজ্যপালের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিরোধী দলনেতা যেটা ঠিক মনে করেছেন, সেটি প্রকাশ করার অধিকার তাঁর রয়েছে।’

তবে বিরোধী দলনেতার এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের শাসক শিবির। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘রাজ্যপালকে যে ভাষায় শুভেন্দু অধিকারী আক্রমণ করলেন, তা সমস্ত শিষ্টাচার ও সৌজন্যের বিরুদ্ধে। সাংবিধানিক রীতিনীতির বিরুদ্ধে।’ শুভেন্দু অধিকারী যেভাবে নিশানা করেছেন রাজ্যপালকে সেটিকে রাজ্যের সাংবিধানিক প্রধান মতপ্রকাশের অধিকার হিসেবে ব্যাখ্যা করলেও, শাসক শিবির মোটেই বিষয়টিকে ভাল চোখে দেখছে না। কুণাল ঘোষের মন্তব্য থেকেই তা স্পষ্ট।

উল্লেখ্য, সিভি আনন্দ বোস রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে আসার পর থেকে বিভিন্ন সময়ে রাজ্যের সঙ্গে রাজভবনের দ্বন্দ্বের বাতাবরণ দেখা গিয়েছে। আবার অনেক ক্ষেত্রে রাজভবনের সঙ্গে একসঙ্গে চলার বার্তাও দিয়েছে রাজ্য। এমন অবস্থায় শুভেন্দু অধিকারীর মুখে এমন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

Published on: Apr 27, 2023 08:12 PM