Malda: কাকভোরে মালদার উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল বোস, দেখা করবেন স্বজনহারা পরিবারগুলির সঙ্গে
C V Ananda Bose: ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে আগামিকাল (শুক্রবার) মালদায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামিকাল ভোরেই মালদার উদ্দেশে রওনা দেবেন তিনি। এখনও পর্যন্ত যা খবর, বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মালদায় যাওয়ার কথা রয়েছে তাঁর।
কলকাতা: মিজোরামে রেলের একটি নির্মীয়মান সেতু ভেঙে মৃত্যু হয়েছে মালদার ২৪ জন শ্রমিকের। শোকস্তব্ধ একের পর এক গ্রাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে আগামিকাল (শুক্রবার) মালদায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামিকাল ভোরেই মালদার উদ্দেশে রওনা দেবেন তিনি। এখনও পর্যন্ত যা খবর, বন্দে ভারত এক্সপ্রেসে চেপে মালদায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সকাল ১০টায় রাজ্যপাল বোস পৌঁছে যাবেন মালদার সার্কিট হাউজ়ে। এরপর সেদিন মালদায় বিভিন্ন গ্রামে ক্ষতিগ্রস্ত, স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করার কথা রয়েছে বাংলার সাংবিধানিক প্রধানের।
উল্লেখ্য, মালদায় স্বজনহারা পরিবারগুলির সঙ্গে এদিন দেখা করতে গিয়েছিল তৃণমূলের এক প্রতিনিধি দল। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও এদিন দেখা করেন শোকস্তব্ধ পরিবারগুলির সঙ্গে। পেটের তাগিদে, মিজোরামে কাজ করতে গিয়েছিলেন মালদার ২৪ জন পরিযায়ী শ্রমিক। কিন্তু, আর ঘরে ফেরা হল না। মিজোরামের সেতু বিপর্যয় কেড়ে নিয়েছে এতগুলি প্রাণ। আর সেই মৃত্যু ঘিরেও এখন সরগরম বাংলার রাজনীতি। বৃহস্পতিবার দিনভর শাসক-বিরোধীর কাদা ছোড়াছুড়ি চলেছে এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে। আর এসবের মধ্যেই আগামিকাল মালদা যাচ্ছেন বাংলার সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আবহেও রাজ্যের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে গিয়েছেন রাজ্যপাল বোস। যেখানে যেখানে মানুষ সমস্যায় পড়েছেন, সেখানেই পৌঁছে গিয়েছেন তিনি। স্পষ্ট করে দিয়েছেন, তিনি ‘গ্রাউন্ড জিরোর’ রাজ্যপাল।
উল্লেখ্য, মিজোরামে মর্মান্তিক ঘটনার পর রাজ্য সরকারের তরফে মালদার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে রেলের তরফেও মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা, গুরতর আহতদের ২ লাখ টাকা ও বাকিদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকেও মৃতদের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।