C V Ananda Bose: র্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়তে ISRO থেকে প্রযুক্তিগত সাহায্য নেবেন রাজ্যপাল, দীর্ঘক্ষণ আলোচনা ইসরো চেয়ারম্যানের সঙ্গে
Ragging in University: রাজভবন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে র্যাগিং থেকে মুক্ত করতে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছে ইসরো।
কলকাতা: যাদবপুরের পড়ুয়া মৃত্যু ঘিরে গোটা রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। জোরালো হচ্ছে র্যাগিং-এর তত্ত্ব। আর এসবের মধ্যেই ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে কীভাবে র্যাগিং আটকানো যায়, তা নিয়ে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ইসরো চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন তিনি। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে র্যাগিং থেকে মুক্ত করতে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছে ইসরো।
রাজভবনের ওই সূত্র মারফত আরও জানা যাচ্ছে, এদিন ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সঙ্গে অনেকটা সময় ধরে আলোচনা করেছেন বাংলার বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোস। কীভাবে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলিকে র্যাগিং থেকে মুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে। শুধু ইসরোর চেয়ারম্যানের সঙ্গেই নয়, এর পাশাপাশি হায়দরাবাদের একটি সংস্থার সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন রাজ্যপাল বোস।
রাজভবন সূত্রে খবর, ভিডিয়ো অ্যানালিসিস, ইমেজ ম্যাচিং, অটোমেটিক টার্গেট রিকগনিশন ও রিমোট সেন্সিংয়ের মতো বিভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্রগুলিকে ব্যবহার করে এই সমস্যার থেকে মুক্তির একটি যথাযথ উপায় বার করার বিষয়ে ইসরো ও হায়দরাবাদের ওই সংস্থা সাহায্যের বার্তা দিয়েছে রাজভবনকে। এই নিয়ে পরবর্তী পর্যায়ের আলোচনার জন্য রাজ্যপাল যাদবপুরের উপাচার্যকে দায়িত্ব দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
প্রসঙ্গত, বিগত কিছুদিনে র্যাগিং-এর অভিযোগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে স্নাতক স্তরের প্রথম বর্ষের এক পড়ুয়ার। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করেছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও এক পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।