Union Budget 2023: নির্মলার মুখে মধ্যবিত্ত, মহিলা, যুবদের কথা; তেইশের বাজেটে ‘টার্গেট’ চব্বিশ?

Union Budget 2023: বাজেটের মূল্য বক্তব্য পেশ করার আগেই নির্মলা সীতারামন জানিয়ে দেন, এবারের সাধারণ বাজেটে একদিকে নাগরিকদের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে।

Union Budget 2023: নির্মলার মুখে মধ্যবিত্ত, মহিলা, যুবদের কথা; তেইশের বাজেটে 'টার্গেট' চব্বিশ?
নির্মলা সীতারামন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 12:54 PM

নয়া দিল্লি: অতীতের ওপর ভিত্তি করে ভবিষ্যতের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। সাধারণ বাজেট সম্পর্কে শুরুতেই এমনটা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেট জুড়ে যেভাবে, কৃষক, মধ্যবিত্ত, মহিলাদের কথা শোনা গিয়েছে অর্থমন্ত্রীর মুখে, তাতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের পথ প্রশস্ত করার ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। বাজেটে সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল কর ছাড়। বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে সম্পূর্ণ কর ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। আর সেই প্রসঙ্গে মধ্যবিত্তদের কথা উল্লেখ করেছেন তিনি।

বাজেটের মূল্য বক্তব্য পেশ করার আগেই নির্মলা সীতারামন জানিয়ে দেন, এবারের সাধারণ বাজেটে একদিকে নাগরিকদের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে। অন্যদিকে কর্মসংস্থানের দিকেও নজর দেওয়া হয়েছে। মনে রাখা দরকার, বিরোধীদের একটা বড় ইস্যু হল বেকারত্ব। এই ইস্যুতে কংগ্রেস সহ বিরোধীদের সরব হতে দেখা গিয়েছে। এরপরই মহিলা ক্ষমতায়নের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। আর যে সাত বিষয়ের ওপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথমেই রাখা হয়েছে সার্বিক উন্নয়ন।

বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে কৃষি। বিগত বছরে কৃষক আন্দোলনের চেহারা কেমন ছিল, তা সবারই জানা। বুধবার সাধারণ বাজেট পেশ করতে গিয়ে কৃষির জন্য শুরুতেই প্রায় মিনিট পাঁচেক সময় ব্যয় করেন নির্মলা। কৃষিক্ষেত্রে আত্মনির্ভরতার কথা বলার পাশাপাশি, পুষ্টির কথা মাথায় রেখে মিলেট, বাজরা, জোয়ার চাষে জোর দেওয়ার কথাও বলেন তিনি।

আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে যুব সম্প্রদায়ের জন্য উন্নয়নমূল কাজের কথা উল্লেখ করা হয়েছে বাজেটে। আগামী ৩ বছরের মধ্যে দেশের ৪৭ লক্ষ যুবক-যুবতীকে স্টাইপেন্ড দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। এই সব প্রস্তাবই যে সাধারণ ভোটারদের কথা মাথায় রেখে, তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। বাদ পড়েনি মহিলাদের কথাও। মহিলাদের কম সময়ের জন্য টাকা জমানোর একটি স্কিমের প্রস্তাবও দেওয়া হয়েছে এদিন।

এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, কর্নাটকের কথা। ২০২৩-এই বিধানসভা নির্বাচন আছে সেই রাজ্যে। সেই কর্নাটকের আপার ভদ্রা প্রজেক্টের জন্য বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্র, যা ওই রাজ্যের খরাপ্রবণ এলাকায় জলের অভাব পূরণ করবে। এই প্রকল্পে থাঙ্গা নদীর ১৭.৪০ হাজার কিউবিক ফুট জল ভদ্রা জল সংরক্ষণ কেন্দ্রের রিজার্ভারে পাঠানো হবে।

২০২৪-এ লোকসভা নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিকভাবে শুরু করে দিয়েছে বিজেপি। আর সেই ভোটের আগে এটাই ছিল মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই ভোটের কথা মাথায় রেখে বাজেট পেশ করা হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। যদিও ভোটে সেই বাজেটের যথেষ্ট প্রভাব পড়বে কি না, তা সময়ই বলবে।