Share Market Investment: আদানি থেকে অ্যারো গ্রিনটেক, এই ৫ শেয়ারে বিনিয়োগ করে মালামাল হতে পারেন খুচরো বিনিয়োগকারীরা
Stocks Investment: বাজার বিশেষজ্ঞদের মতে, যদি শেয়ার বাজারের বর্তমান হালচাল বুঝে বিনিয়োগ করা যায়, তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা কম। এমনই পাঁচটি সংস্থার উল্লেখ করা হয়েছে, যেখানে বর্তমানে বিনিয়োগ লাভজনক।
নয়া দিল্লি: শেয়ার বাজারে সঠিকভাবে যদি বিনিয়োগ করা যায়, তবে মালামাল হওয়া যায় সহজেই। তবে শেয়ার বাজারে বিনিয়োগ করা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কারণ শেয়ারের ওঠা-নামা লেগেই থাকে। সেই বুঝে বিনিয়োগ করা উচিত। কোন সংস্থায় বিনিয়োগ করলে বেশি লাভ পাওয়া যাবে কিংবা কোন বিনিয়োগে বেশি ঝুঁকি, তা টাকা বিনিয়োগের আগে বোঝা উচিত। সম্প্রতিই দালাল স্ট্রিটে একাধিক শেয়ার দরে ধস নেমেছে। তবে এরফলে খুচরো বিনিয়োগকারীদের নতুন করে শেয়ারে বিনিয়োগ বা জমা রাখার সুযোগও তৈরি হয়েছে। একাধিক এমন সংস্থা রয়েছে, যেখানে বিনিয়োগ করলে আসন্ন ভবিষ্যতে ভাল রিটার্ন পাকা।
বাজার বিশেষজ্ঞদের মতে, যদি শেয়ার বাজারের বর্তমান হালচাল বুঝে বিনিয়োগ করা যায়, তবে আর্থিক ক্ষতির সম্ভাবনা কম। এমনই পাঁচটি সংস্থার উল্লেখ করা হয়েছে, যেখানে বর্তমানে বিনিয়োগ লাভজনক। এক নজরে দেখে নেওয়া যাক সেই সংস্থাগুলি-
অ্যারো গ্রিনটেক-
এই সংস্থার শেয়ার বর্তমানে সবথেকে চড়া। অ্যারো গ্রিনটেক সংস্থার বর্তমানে শেয়ার দর ৩৯৪.৫০ টাকা, যা বিগত দিনের তুলনায় ২২.৫ শতাংশ।
ইনগেরসোল রান্ড-
এই সংস্থার শেয়ারও চড়চড়িয়ে বাড়ছে। ইনগেরসোলের শেয়ার দর বর্তমানে ২৯৩৫ টাকা। শেয়ার দর বাড়া সত্ত্বেও বাজার বর্তমানে আন্ডার ভ্যালুতে রয়েছে। ফলে আগামিদিনে এই শেয়ারদর ৩২৬৩ টাকা অবধি বাড়তে পারে। রিস্ক অ্যাপেটাইট ২৭৭৮ টাকা হতে পারে।
আদানি এন্টারপ্রাইজ-
টানা ২৪ দিন ধরে ঊর্ধ্বমুখী আদানি এন্টারপ্রাইজের শেয়ার দর। আদানি সংস্থার শেয়ারে ইপিএস তুলনামূলকভাবে শক্তিশালী। বর্তমানে মার্কেটের অবস্থা ‘বুল মার্কেটে’র মতো থাকলেও, শীঘ্রই তা বিয়ার মার্কেটে পরিণত হতে পারে। সর্বোচ্চ ২৭৫০ টাকা অবধি শেয়ারদর বাড়তে পারে। ক্ষতির মুখে পড়লে শেয়ার দর কমে ২৩৪৪ টাকায় কমে দাঁড়াতে পারে।
সারদা মোটরস-
বিগত এক সপ্তাহের শেয়ার বাজারের উত্থান-পতনের গ্রাফ দেখলে বোঝা যাবে, মাসব্যাপী নিম্নমুখী থাকার পর এবার চড়তে শুরু করেছে সারদা মোটরসের শেয়ার দর। বর্তমানে সারদা মোটরসের শেয়ার দর ৯৫০ টাকা। এই শেয়ার দর কমে সর্বনিম্ন ৮২৯ টাকায় পৌঁছতে পারে।