Indian Railways: কম খরচেই এবার দূরে ভ্রমণ, পুশ-পুল ট্রেন আনছে ভারতীয় রেলওয়ে, মিলবে বিশেষ সুবিধাও

Push-Pull Train: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ে আনতে চলেছে একটি নতুন ট্রেন। আপাতভাবে এই ট্রেনকে পুশ-পুল ট্রেন (Push-Pull Train) বলেই উল্লেখ করা হয়েছে ভারতীয় রেলের তরফে।

Indian Railways: কম খরচেই এবার দূরে ভ্রমণ, পুশ-পুল ট্রেন আনছে ভারতীয় রেলওয়ে, মিলবে বিশেষ সুবিধাও
ফাইল চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2023 | 7:33 AM

নয়া দিল্লি: বিশ্বের অন্যতম বড় রেলওয়ে নেটওয়ার্ক হল ভারতীয় রেলওয়ে (Indian Railway)। দৈনিক ১০ হাজারেরও বেশি ট্রেন চলে। এরমধ্যে ৭ হাজারই প্য়াসেঞ্জার বা যাত্রাীবাহী ট্রেন। ভারতীয় রেলে দৈনিক ১ কোটিরও বেশি মানুষ যাতায়াত করেন। যাত্রী সুরক্ষা ও পরিষেবাকেই সবথেকে বেশি প্রাধান্য দেয় ভারতীয় রেল। আর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ভারতীয় রেলওয়ে আনতে চলেছে একটি নতুন ট্রেন। আপাতভাবে এই ট্রেনকে পুশ-পুল ট্রেন (Push-Pull Train) বলেই উল্লেখ করা হয়েছে ভারতীয় রেলের তরফে। একনজরে জেনে নেওয়া যাক, এই ট্রেনে কী কী পরিষেবা পাওয়া যাবে।

রেলের তরফে জানানো হয়েছে, ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন। স্লিপার ক্লাস ও সেকেন্ড ক্লাস সিটিংয়ের ব্যবস্থা থাকবে এই ট্রেনে। পাশাপাশি আধুনিক লাইটিং, অত্যাধুনিক শৌচালয়, পর্যাপ্ত সংখ্যক চার্জিং পয়েন্ট সহ একাধিক সুবিধা পাওয়া যাবে। 

পুশ-পুল ট্রেন-

রেলের তত্য অনুযায়ী, এই ট্রেনে আটটি সেকেন্ড ক্লাস কোচ থাকবে। এই কামরাগুলি অসংরক্ষিত হবে। প্রতিটি কামরায় যাত্রী ধারণ সংখ্যা ১০০ হবে। এরফলে মূলত পরিযায়ী শ্রমিকরা উপকৃত হবেন। সংরক্ষিত কামরার ক্ষেত্রেও টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখার পরিকল্পনা করা হয়েছে।

কেন ‘পুশ-পুল’ নাম?

রেলে পুশ-পুল মোড হল যেখানে ট্রেনের দুই প্রান্তেই ইঞ্জিন থাকে। এই পরিষেবায় একদিকে যেমন যাত্রায় কম সময় লাগে, তেমনই ট্রেনে ঝাঁকুনিও কম হয়। ইলেকট্রিক লোকোমোটিভ ও এলএইচবি কোচ থাকবে এই ট্রেনে। এখনও অবধি ট্রেন উদ্বোধনের দিন ঘোষণা না করা হলেও, রেল সূত্রে খবর, চলতি বছরের অক্টোবর মাসেই এই ট্রেনের উদ্বোধন হতে পারে। প্রাথমিক স্তরে দুটি ট্রেন উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের।