Best Multibagger Stocks: ৯ বছরেই মালামাল, মাত্র ৩ টাকার শেয়ার এখন দেড় হাজারে

Best Multibagger Stocks: ২০১৪ সালে স্টকটির দাম মাত্র তিন টাকার আশেপাশে থাকলেও ২০১৭ সালে তা পৌঁছে যায় ৫৭ টাকায়। তা দেখেই চোখ ছানাবড়া বিনিয়োগকারীদের।

Best Multibagger Stocks: ৯ বছরেই মালামাল, মাত্র ৩ টাকার শেয়ার এখন দেড় হাজারে
গ্রাফিক্স- অভীক দেবনাথ Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2023 | 7:34 AM

কলকাতা: বাড়তি লাভের আশায় শেয়ার মার্কেটে বিনিয়োগ করে অনেকেই যেমন ডুবেছেন অনেকেই আবার কুবের ধনের খোঁজ পেয়ে গিয়েছেন। কিন্তু, এই ওঠানামার বাজারে মাঝেমধ্য়েই এমন কিছু স্টকের খোঁজ পাওয়া যায় যেগুলির রিটার্ন দেখে চোখ ছানাবড়া হয়ে যায় বিনিয়োগকারীদের। এমনই এক স্টক রয়েছে শেয়ার মার্কেটে (Share Market) যা মাত্র ৯ বছরে ৫৫,৪০১ শতাংশ রিটার্ন দিয়েছে। 

২০১৪ সালের বাজারে আসার পর থেকেই রকেটের গতিতে উত্থান। এদিকে ওই বছর স্টকটি যখন বিএসই-তে তালিকাভুক্ত হয় সেই সময় দাম ছিল মাত্র ২ টাকা ৭৪ পয়সা। বর্তমানে একই স্টকের দাম ঘোরাফেরা করছে দেড় হাজার টাকার আশেপাশে। কথা হচ্ছে Jyoti Resins & Adhesives Limited-এর পাশে। ৩ অগস্ট এই মাল্টিব্যাগার শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৫১০ টাকা।

২০১৪ সালে স্টকটির দাম মাত্র তিন টাকার আশেপাশে থাকলেও ২০১৭ সালে তা পৌঁছে যায় ৫৭ টাকায়। সবথেকে বেশি আর্থি বৃদ্ধি দেখা যায় ২০২০ সালের পর থেকে। করোনাকালে এই সংস্থার প্রতি শেয়ারের মূল্য ১০০ টাকা ছাড়িয়ে যায়। ২০২১ সালে পেরিয়ে যায় ৫০০ টাকার গণ্ডি। আর তেইশে তা ছুঁয়ে ফেলেছে দেড় হাজারের গণ্ডি। হিসাব বলছে, ২০১৪ সালে কেউ যদি এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ তা ৫ কোটিতে পৌঁছে যেত। 

বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য।  উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।