GST bill: পাকা বিল দিয়েই পণ্য কিনুন আর সরকারের থেকে জিতে নিন নগদ ১০ লক্ষ টাকা

Mera bill Mera Aadhikar: 'মেরা বিল মেরা অধিকার' নামে একটি অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা তাঁদের কেনা পণ্যের বিল আপলোড করে ১০ লক্ষ টাকা পর্যন্ত জিততে পারেন।

GST bill: পাকা বিল দিয়েই পণ্য কিনুন আর সরকারের থেকে জিতে নিন নগদ ১০ লক্ষ টাকা
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2023 | 1:31 AM

নয়া দিল্লি: মোবাইল হোক বা ফ্রিজ- কোনও পণ্য কেনার পর ওয়াব়্যান্টি সময়কাল পেরিয়ে গেলে সাধারণত আমরা সেই পণ্যের বিল ফেলে দিই। আপনিও কি এরকমটা করেন? যদি করে থাকেন তাহলে অবিলম্বে সেই অভ্যাস দূর করুন। পণ্যসামগ্রী কেনার পর বিল রেখে দিলে তার মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত নগদ জিততে পারেন। অবাক লাগছে! হ্যাঁ, নরেন্দ্র মোদী সরকার (Modi Government) গ্রাহকদের জন্য এবার এমনই সুযোগ আনতে চলেছে। ‘মেরা বিল মেরা অধিকার’ নামে একটি অ্যাপ চালু করতে চলেছে। এই অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা তাঁদের কেনা পণ্যের বিল আপলোড করে ১০ লক্ষ টাকা পর্যন্ত জিততে পারেন।

মূলত, জিএসটি ফাঁকি ঠেকাতেই কেন্দ্রীয় সরকার জিএসটি পুরষ্কার অর্থাৎ চালান প্রচার প্রকল্পের অধীনে গ্রাহকদের এই বিশেষ সুযোগ দিচ্ছে। তথ্য অনুযায়ী, সরকার শীঘ্রই ‘মেরা বিল মেরা অধিকার’ প্রকল্প বাস্তবায়ন করতে পারে। এই প্রকল্পের মাধ্যমে সরকার মূলত জিএসটি বিল তৈরির প্রচার করছে। অর্থাৎ জিএসটি-সহ পাকা বিল নিয়েই পণ্য কেনার উপর জোর দিচ্ছে সরকার। আপনার কাছে পাকা বিল থাকলে সেটি সরকারের কাছে প্রমাণ পাঠিয়ে আপনিও পুরস্কার জিতে নিতে পারেন।

কীভাবে কর ফাঁকি ধরা যায়

‘বিল লাও ইনাম পাও’ বা ‘মেরা বিল মেরা অধিকার’ যোজনার মাধ্যমে গ্রাহকেরা তাদের বিল পোর্টালে আপলোড করবে। এর ফলে কর ফাঁকি বা অর্থের অপব্যবহার কমবে। সম্প্রতি, জিএসটি কাউন্সিলের ৫০ তম বৈঠকে ৫ হাজার কোটি টাকার কর ফাঁকির তথ্য তুলে ধরা হয়েছিল। তাই নরেন্দ্র মোদীর সরকার এবার এই ধরনের কাজকর্ম রুখতে দ্রুত কাজ করছে। যার অধীনে ‘মেরা বিল মেরা অধিকার’ প্রকল্প চালু করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে গ্রাহকরা আবেদনে GST-এর অধীনে কেনা পণ্যের চালান আপলোড করে নগদ জিততে পারেন। রিপোর্ট অনুযায়ী, ক্রেতারা কেনাকাটার উপর নির্ভর করে ১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কার জিততে পারেন।

কীভাবে বিলটি আপলোড করবেন ও প্রকল্পের সুবিধা মিলবে

‘মাই বিল মেরা অধিকার’ প্রকল্পের অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS মোবাইল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ‘মেরা বিল মেরা অধিকার’ অ্যাপটি ডাউনলোড করার পর গ্রাহকদের তাদের পণ্যের বিল আপলোড করতে হবে। তবে বিল নম্বর, পরিশোধের পরিমাণ এবং করের পরিমাণ চালানে প্রিন্ট করতে হবে।

এক মাসে কত বিল আপলোড করা যাবে?

GST পুরস্কার স্কিম হিসাবে’মেরা বিল মেরা অধিকার’-এর অধীনে একজন গ্রাহক মাসে সর্বোচ্চ ২৫টি বিল আপলোড করতে পারেন। একটি বিলের সর্বনিম্ন টাকার পরিমাণ ২০০ টাকা স্থির করা হয়েছে। ২০০ টাকার বেশি বিল হলেই এই পুরস্কার পাওয়া যাবে।