Rail ticket discount: জানেন ‘ফ্রি’ টিকিটেই ট্রেনে উঠতে পারেন রোগীরা? কী শর্ত আছে জেনে নিন

Rail ticket discount: বর্তমানে ৩৮টি ক্ষেত্রে ছাড় দেওয়া হয় টিকিটে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রে যাতে লোয়ার বার্থ না দেওয়া হয়, সেই ব্যবস্থাও রয়েছে রেলে।

Rail ticket discount: জানেন 'ফ্রি' টিকিটেই ট্রেনে উঠতে পারেন রোগীরা? কী শর্ত আছে জেনে নিন
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 11:36 AM

নয়া দিল্লি: প্রতিনিয়ত বহু রোগীকে চিকিৎসার জন্য ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। অনেক সময় যাতায়াত করতে হয় খুব কম সময়ের ফারাকে। তাই রোগীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে রেলের। টিকিটের ক্ষেত্রে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে সব রোগীর ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়।

কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয় ছাড়?

১. ক্যান্সার

২. থ্যালাসেমিয়া

৩. টিবি

৪. এইডস

৫. অ্যানিমিয়া

৬. হিমোফিলিয়া

৭. হার্টের সমস্যা (অস্ত্রোপচারের জন্য যাওয়া রোগী ও তাঁর পরিবার)

৮. কিডনির সমস্যা (ডায়ালিসিস বা অস্ত্রোপচারের জন্য যাওয়া রোগী)

৯. লেপ্রসি

কী কী লাগে এই ছাড় পেতে?

ছাড় পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নথির প্রয়োজন হয়।

মেডিক্যাল সার্টিফিকেট- টিকিটের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট জমা দিতে হবে। যে হাসপাতালে চিকিৎসা চলছে, সেই হাসপাতালের থেকেই সেই সার্টিফিকেট নিতে হবে।

ডিজ্যাবিলিটি সার্টিফিকেট- যে রোগী বিশেষভাবে সক্ষম, সেটা প্রমাণ করার জন্যও সার্টিফিকেট দিতে হবে টিকিটের জন্য।

মোট ৫৩টি ক্ষেত্রে আগে টিকিটে ছাড় দেওয়া হত। তবে করোনা পরিস্থিতির পর সেই সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৩৮টি ক্ষেত্রে ছাড় দেওয়া হয় টিকিটে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রে যাতে লোয়ার বার্থ না দেওয়া হয়, সেই ব্যবস্থাও রয়েছে রেলে।