Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে চান? বাড়িতে এই জিনিসগুলি থাকলে খারিজ হয়ে যাবে ফর্ম

PM Awas Yojana Eligibility: কেন্দ্রীয় সরকারের তরফে আগামী ২০২৪ সালের ডিসেম্বর মাস অবধি এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Pradhan Mantri Awas Yojana: প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে চান? বাড়িতে এই জিনিসগুলি থাকলে খারিজ হয়ে যাবে ফর্ম
প্রতীকী চিত্রImage Credit source: TV9 বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 7:40 AM

নয়া দিল্লি: মাথার উপরে পাকা ছাদ কে না চান? কিন্তু সকলের কি সাধ্য় থাকে নিজের বাড়ি তৈরি করার? দেশের গরিব মানুষদের মাথার উপরে পাকা ছাদ তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েই ২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) আনা হয়। সম্প্রতিই একাধিক রাজ্য সরকারের তরফে এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মেয়াদ বাড়ানোর আর্জি জানানো হয়। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে আগামী ২০২৪ সালের ডিসেম্বর মাস অবধি এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প সম্পর্কে সকলেই অবগত হলেও, অনেকেই জানেন না এই প্রকল্পে আবেদন করার যোগ্য কারা।

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন  না?

  • যদি কোনও ব্য়ক্তির গাড়ি, দুই বা তার বেশি বাইক, সাইকেল বা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রাংশ থাকে, তবে আবেদন করতে পারবেন না।
  • যদি আবেদনকারীর কাছে ন্যূনতম ৫০ হাজার টাকা লিমিটের কিসান ক্রেডিট কার্ড থাকে, তবে আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।
  • পরিবারে যদি কেউ সরকারি চাকরি করেন বা মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হয়, তবে আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।
  • বাড়িতে রেফ্রিজেরেটর, ল্যান্ডলাইন ফোন থাকে বা সম্পত্তি কর দেন, তবে আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।
  • আবেদনকারীর পরিবারের সদস্যের কোথাও বাড়ি থাকলে, তিনি আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার শর্ত ও যোগ্য়তা-

  • আর্থিকভাবে দুর্বল শ্রেণির আবেদনকারীদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হবে না।
  • নিম্ন আয় শ্রেণির আবেদনকারীদের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • মধ্য় আয় শ্রেণির (MIG-1) আবেদনকারীদের বার্ষিক আয় ৬ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • মধ্য আয় শ্রেণির (MIG-2) আবেদনকারীদের বার্ষিক আয় ১২ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।