Price Hike: একমাসেই মূল্যবৃদ্ধি, এই ডালের দামও বাড়ল ২০ শতাংশ
Price Hike: জুলাই মাসেই সর্বাধিক হয়েছিল চানা ডালের দাম। একধাক্কায় ২০ শতাংশ বেড়েছে দাম।
নয়া দিল্লি: মূল্যবৃদ্ধির ধাক্কায় জর্জরিত সাধারণ মানুষ। চোখে জল এনেছে পেঁয়াজ, টমেটো। চাল, ডালেরও দাম বেড়ে যাওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। যদিও বর্ষার আগে থেকেই ডালের দাম বাড়তে পুরোমাত্রায় বৃষ্টি শুরু হওয়ার পর দাম আরও বাড়তে শুরু করেছে। অড়হড় ডালের দাম বেড়েছে আগেই। এবার দাম বাড়ল চানা ডালের।
জুলাই মাসেই সর্বাধিক হয়েছিল চানা ডালের দাম। একধাক্কায় ২০ শতাংশ বেড়েছে দাম। তবে অনেক ব্যবসায়ী বলছেন, এই মরশুমে এভাবে মূল্যবৃদ্ধি হওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। আবার নতুন ফসল উঠলে কমে যাবে দাম! ১৩৫.৪৩ লক্ষ টন ডাল এবছর উৎপাদন হয়েছে বলেও জানা গিয়েছে।
গত ২১ জুলাই ৭২ টাকা প্রতি কেজি দরে চানা ডাল বিক্রি হয়েছে দিল্লিতে। এরই মধ্যে সেই দাম কেজি প্রতি ৮ টাকা করে বেড়েছে। অর্থাৎ দাম বেড়ে হয়েছে ৮০ টাকা।
কলকাতার বাজার দর অনুযায়ী, ডালের দাম এতটাই বেড়েছে যে ভাত-ডাল খাওয়ার উপায়ও আর থাকছে না। মুসুর ডালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৩০ টাকা। মুগের ডালের দামও বেড়েছে প্রায় একই হারে।
এখানকার বিক্রেতারাও বলছেন জোগান কম থাকার কারণেই এই অবস্থা। বৃষ্টিতে ফসল নষ্টও হয়েছে অনেক। আরও ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে।