Investments in US Stocks: বিদেশে বিনিয়োগ করেন? এক ঝটকায় ৪ গুণ বাড়তে চলেছে খরচ

Invest in Share Market: আমেরিকার বাজারে বিনিয়োগ করা অন্যান্য বিদেশি বাজারে বিনিয়োগের তুলনায় অনেক সহজ। বিদেশের বাজারে এই বিনিয়োগের ফলে বিনিয়োগকারীরা একাধিক ভাবে লাভবান হন।

Investments in US Stocks: বিদেশে বিনিয়োগ করেন? এক ঝটকায় ৪ গুণ বাড়তে চলেছে খরচ
Follow Us:
| Updated on: Aug 16, 2023 | 12:30 PM

বিনিয়োগকারীদের অনেকেই দেশের বাইরের বাজারে বিনিয়োগ করেন। আমেরিকার বাজারে বিনিয়োগ করা অন্যান্য বিদেশি বাজারে বিনিয়োগের তুলনায় অনেক সহজ। বিদেশের বাজারে এই বিনিয়োগের ফলে বিনিয়োগকারীরা একাধিক ভাবে লাভবান হন। এক তো বাজারের বৃদ্ধি বা কোম্পানিগুলোর বৃদ্ধির ফলে সাধারণ যে লভ্যাংশ মেলে সেটা তো মিলবেই সঙ্গে টাকার তুলনায় ডলারের মূল্যবৃদ্ধির কারণে লভ্যাংশের পরিমাণ আরও বেড়ে যায়। এছাড়াও বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যা কাজ হচ্ছে তার বেশিরভাগটাই হচ্ছে সিলিকন ভ্যালিতে। ফলে সিলিকন ভ্যালির কোম্পানিগুলো, যারা এআই নিয়ে কাজ করছে তাদের শেষ ১ বছর বা ৬ মাসের রিটার্ন অনেকটাই বেশি অন্যান্য কোম্পানিগুলোর তুলনায়। ফলে আমেরিকার স্টক মার্কেটে ভারতীয় বিনিয়োগ বাড়ছে। আর সেদিকে নজর রেখে কেন্দ্রীয় সরকার নতুন কর ব্যবস্থা নিয়ে এসেছে। এখন থেকে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কর দিতে হবে ২০ শতাংশ। আগে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দিতে হত ৫ শতাংশ কর। নতুন এই কর ব্যবস্থা ১ জুলাই ২০২৩ থেকে চালু হওয়ার কথা থাকলেও সরকার তা পিছিয়ে অক্টোবর ২০২৩ করে দিয়েছে।

কীভাবে কর বাঁচাবেন?

নতুন নিয়মে ২০ শতাংশ কর নেওয়ার কথা সরকার ঘোষণা করলেও এই নিয়ম প্রযোজ্য হবে যদি কেউ বার্ষিক অন্তত ৭ লক্ষ টাকা বিনিয়োগ করেন। অর্থাৎ বার্ষিক ৭ লক্ষের কম বিনিয়োগে কোনও রকম কর দিতে হবে না। তবে শুধুমাত্র বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু ক্ষেত্রে এই উর্ধ্বসীমা ৭ লক্ষ টাকা পর্যন্ত। লোন নিয়ে বিদেশে পড়তে গেলে বা বিদেশে চিকিৎসা করাতে গেলে বার্ষিক ৭ লক্ষ টাকার কম খরচে কর দিতে হবে না।

কোন ক্ষেত্রে কত কর দিতে হবে?

আমরা আগেই জেনেছি, লোন নিয়ে বিদেশে পড়তে গেলে বা বিদেশে চিকিৎসা করাতে গেলে ৭ লক্ষের কম খরচে কোনও কর দিতে হবে না। কিন্তু কেউ বিদেশে বেড়াতে গেলে, ট্যুর প্রোগ্রাম কেনার জন্য ৭ লক্ষ টাকার কম খরচে ৫ শতাংশ কর দিতে হবে। আর বৈদেশিক খরচ ৭ লক্ষের বেশি হলে, লোন নিয়ে পড়তে গেলে ৭ লক্ষের থেকে যতটা বেশি খরচ হবে তার উপর ০.৫ শতাংশ কর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদি কেউ চিকিৎসা করাতে বা লোন না নিয়ে পড়তে যায়, সেক্ষেত্রে ৭ লক্ষের থেকে যতটা বেশি খরচ হবে তার উপর ৫ শতাংশ কর দিতে হবে।

আমেরিকার স্টক মার্কেটে বিনিয়োগ করতে গেলে বার্ষিক ৭ লক্ষের থেকে যত টাকা বেশি বিনিয়োগ করা হবে তার উপর ২০ শতাংশ কর নেবে কেন্দ্রীয় সরকার। কেউ যদি বিদেশে বেড়াতে যেতে চায় তাহলে ট্যুর প্যাকেজের দাম ৭ লক্ষের বেশি হলে ৭ লক্ষ পর্যন্ত ৫ শতাংশ ও তার উপরে পর্যটককে ২০ শতাংশ কর দিতে হবে।