Investment Tips: কোন অ্য়াপগুলি থেকে সহজেই মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন? কী করে করবেন সাইন আপ?
Investment Tips: বিনিয়োগ করার সময় অবশ্যই যে ফান্ডে, বা স্টকে বিনিয়োগ করছেন সেগুলির সম্পর্কে ভালভাবে জেনে নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
কলকাতা: মিউচুয়াল ফান্ড (Mutual Fund) থেকে শেয়ার মার্কেট (Share Market), বাড়তি আয়ের আশায় বর্তমানে দুই মাধ্যমেই বিনিয়োগের কথা ভাবছেন বহু মানুষ। কিন্তু, কোথা থেকে নির্ঝঞ্ঝাট ও ঝুঁকিহীনভাবে বিনিয়োগ করা যায় তা ঠিক করতে গিয়ে ফাঁপড়ে পড়েন অনেকেই। কিন্তু, বর্তমানে বাজারে রয়েছে এমন বেশ কিছু অ্যাপ যা দিয়ে নিমেষেই আপনি খুলে নিতে পারেন ডিম্যাট অ্য়াকউন্ট। যা দিয়ে সহজেই বিনিয়োগ শুরু করতে পারেন শেয়ার মার্কেটে। পাশাপাশি এই অ্যাপগুলি দিয়েই আবার বিভিন্ন সারির মিউচুয়াল ফান্ডেরও খোঁজ পেতে পারেন। ফান্ডগুলির বিষয়ে বিশদে জানাও সম্ভব। করতে পারেন বিনিয়োগ। এমনকী প্রয়োজনে শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড সম্পর্ক নানা সংবাদের প্রতিবেদনও পেয়ে যেতে পারেন এক ছাদের তলায়।
নজরে রাখতে পারেন
Angel Broking
Groww
ICICI Direct
Kotak Securities
Upstox
INDmoney
Olymp Trade
5paisa
Zerodha
এই অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোন থেকে শেয়ার বাজারে কেনাবেচা করতে পারেন। বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে। এছাড়াও চাইলে অনলাইন ব্যাঙ্কিং চালু করে যে কোনও ব্যাঙ্কের অ্য়াপের মাধ্যমেও করতে পারেন বিনিয়োগ। এই সমস্ত জায়গাতেই বিনিয়োগ শুরুর পূর্বে আপনাকে অবশ্যই একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট আদপে একটি ইলেকট্রনিক অ্যাকাউন্ট। এই অ্য়াকাউন্টেই আপনি আপনার শেয়ার বাজারে বিনিয়োগকৃত অর্থ, স্টকের আপডেট, ট্রেডিং যাবতীয় বিষয় করতে পারবেন।
গুগল প্লে স্টোর ছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন অ্যাপগুলি। প্রথমে অ্যাপগুলি ডাউনলোড করুন। তারপর সাইন আপ। সাইন আপ করার সময় আপনার ব্যাঙ্কিং ডিটেলস, প্যান, আধার কার্ড সহ কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয়। তবে বিনিয়োগ করার সময় অবশ্যই যে ফান্ডে, বা স্টকে বিনিয়োগ করছেন সেগুলির সম্পর্কে ভালভাবে জেনে নিন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।